অবশ্যই। তারা যদি লাভবান নাই হতো তাহলে তারা তো আমাদের ট্রেড করার সুযোগ দিতো না। আমার মনে হয় আমরা যখন ট্রেড করি সেখানে ক্রয় এবং বিক্রয়ের মধ্যে একটি পার্থক্য থাকে আর সেটিই ব্রোকারের লাভ। এটি আমার ধারণা কিন্তু আসল তথ্যটি আমার জানা নেই। আর আমি জানার চেষ্টাও করি নাই। কারণ ব্রোকারের লাভ জেনে আমার কোন লাভ নেই। এখানে মুল বিষয় হলো আমি কতটুকু এবং কিভাবে লাভ করবো। আমি আশা করি আপনিও সেটিই করবেন। কারণ ব্রোকার লাভবান হলে সেখান থেকে আমি কোন মুনাফা পাব না।