আমার কাছে ভাই ডেমো ফরেক্স মার্কেট শিখার জন্য। আর ডেমো একাউন্ট খোললেই আপনাকে সর্বনিন্ম ১০০০০ ডলার ব্যালেন্স দিবে। আর ৪০০০ ডলার দিয়ে ট্রেড করলে প্রফিট করা খুবই সোজা একটা কাজ। আমি একবার এক ট্রেডেই ৪০০০ ডলার পর্যন্ত লাভ করেছিলাম।
Printable View
আমার কাছে ভাই ডেমো ফরেক্স মার্কেট শিখার জন্য। আর ডেমো একাউন্ট খোললেই আপনাকে সর্বনিন্ম ১০০০০ ডলার ব্যালেন্স দিবে। আর ৪০০০ ডলার দিয়ে ট্রেড করলে প্রফিট করা খুবই সোজা একটা কাজ। আমি একবার এক ট্রেডেই ৪০০০ ডলার পর্যন্ত লাভ করেছিলাম।
ডেমো একাউন্টে ট্রেড করেছি এবং প্রফিট করেছি কিন্তু ধারাবাহিক ভাবে ট্রেড করেনি
আমি এই ফরেক্স মার্কেট এ নতুন। আমার ফরেক্স মার্কেটের সকল বিষয়ের উপর ধারনা অনেক কম। কিন্তু আমি ডিমো একাউন্ট এ ট্রেড ধরে শিখি,,, আমার ডিমো একাউন্ট এ ট্রেড ধরতে খুব ভালো লাগে। আমার এই ভালো লাগাকে কাজে লাগিয়ে আমাকে অনেক শিক্ষা গ্রহন করতে হবে এই ফরেক্স মার্কেট থেকে। তাই আমি আমার মতো যরা ফরেক্স মার্কেট এ যারা নতুন,,,তাদের সবাইকে এই কথায় বলবো যে,,,ফরেক্স মার্কেট থেকে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান অর্জন করে এবং ডিমো একাউন্ট বেশি বেশি ব্যবহার করে তারপর রিয়েল একাউন্ট ব্যবহার করি। এখানে আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ।
কার্যকরভাবে এবং ব্যবহারিকভাবে ফরেক্স ট্রেডিং সম্পর্কে শেখার জন্য আমি ডেমো অ্যাকাউন্টটি খুব লাভজনক পাই। কোনও অর্থ হ্রাসের কোনও সুযোগ নেই কারণ এখানে আসল অর্থ বিনিয়োগের দরকার নেই। প্রায় সকল ব্রোকাররা ডেমো অ্যাকাউন্টের অনুমতি দেয় তবে তাদের মধ্যে ফরেক্স 4 ইয়ু ব্রোকার আমি ডেমো অ্যাকাউন্ট ব্যবহারের জন্য নির্বাচন করি কারণ তারা প্রায় সমস্ত প্রকৃত ব্যবসায়ের সরঞ্জাম সরবরাহ করে। আমি ডেমো অ্যাকাউন্ট থেকে ব্যবহারিকভাবে শিখি।
হ্যাঁ, আমি ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করে খুব ভালো মানের প্রফিট করেছি।এবং লাইভ একাউন্ট এর তুলনায় ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করে প্রফিট করাটা তুলনামূলকভাবে সহজ বলে আমার কাছে মনে হয়েছে, কারণ ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করার জন্য পর্যাপ্ত ব্যালেন্স পাওয়া যায়, তাছাড়া যেহেতু এই ব্যালেন্স লস হয়ে গেলে নিজের পকেট থেকে লস হওয়ার সম্ভাবনা থাকে না, তাই কোন প্রকার চিন্তা ছাড়াই বড় লটে ট্রেডিং করা যায়, যার ফলে প্রফিট করার সম্ভাবনাও বেশি থাকে।তবে ডেমো ট্রেডিং করে এতোটুকু বুঝতে পেরেছি যে মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করাটা খুবই গুরুত্বপূর্ণ,কারণ মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডিং করলে একাউন্ট ব্যালেন্স যত বেশিই হোক না কেন অতিরিক্ত লস করার ফলে ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।তাই লাইভ ট্রেডিং করার সময় আমাদের অবশ্যই খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করা উচিত।
যেহেতু আমি ডেমো একাউন্টে আমার স্ট্রেটেজি পরীক্ষা করে থাকি সেহেতু হ্যা আমি ডেমো একাউন্টে অনেকবার মুনাফা করেছি। কিন্তু আমি কখনই ডেমো একাউন্ট ব্যবহারের সময় মুনাফার দিকে লক্ষ্য দেই নাই। কারণ ডেমোতে মুনাফা কোন কাজের না। আমার মনে হয় ডেমোতে মুনাফার প্রতি লক্ষ্য না দেওয়াই ভাল। কারণ এতে আপনার কোন লাভ বা ক্ষতি হবে না। আপনি যদি কোন কিছু শিখতে চান তাহলে আপনি আপনার ট্রেডিং এর উপর গুরুত্ব দেন হোক সেটা বেশি লট বা কম লটের ট্রেড।
ফরেক্স বিজনেস বর্তমান সময়ে খুব আলোচিত ওনামকরা বিজনেস।এখানে ঠিক থাকাটা চ্যালেঞ্জি বিষয়।ঠিক থাকাটা সহজকোনো বিষয় না।আগে ভালো করে ডেমোতে ট্রেড করা শিখতে হবে। তারপর ধাপে ধাপে রিয়েল মাকেটে ট্রেড করা।
ভালো করে না শিখে রিয়েল ট্রেড না করাই ভালো বলে আমি
মনে করি।এতে লস হওয়ার সম্ভবনা থাকা অনেক।
আমি রিয়াল মার্কেটে আসার আগে অনেক দিন ধরে ফরেক্সের ডেমো অ্যাকাউন্টে কাজ করেছি যেখান থেকে আমি বাস্তব ট্রেডিংয়ের অনেক অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করতে পেরেছি। ডেমো ট্রেড আমি যখন করতাম সেই সময় আমি অনেক প্রফিট করেছি মাঝে মধ্যে লসও করেছি তবে রিয়াল মার্কেটে লস করলে যতটা কষ্ট হয় ডেমো অ্যাকাউন্টে লস করলে ততটা কষ্ট পেতাম না কারন ডেমো অ্যাকাউন্টের ব্যালেন্সতো আর আমার নিজের ডিপোর্জিট করা ডলার না। তবে আমি মনে করি ডেমোতে যারাই ট্রেড করুক না কেন সকলেরই ছোট ছোট লটে ট্রেড করার অভ্যাস তৈরি করা উচিত।তাই ভালো প্রফিট হয় আর লসের সম্ভবনা ও কম থাকে
ফরেক্স শিখার জন্য ও ট্রেডের অভিজ্ঞতা অর্জনের জন্য ডেমো ট্রেডের বিকল্প নাই। আমার মতে কমপক্ষে 6মাস ধর্য ধরে ডেমো একাউন্টের ভার্সুয়ার ডলারকে রিয়েল ডলার মনের করে ট্রেড করলে, যদি সফলতা আসে তাহলেই রিয়েল ট্রেড করা উচিত, অন্যথায় নয়। কারণ ডেমো করতে করতে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে অনেক ধারণা হয়ে যাবে। এছাড়াও ক্যান্ডেল সম্পর্কেও ধারণা হয়ে যাবে। ডেমো ট্রেড করে তারপর রিয়েল ট্রেড করা উচিত।
হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আপনি যদি পরিশ্রম করেন তবে অবশ্যই সফল হবেন। আপনার সাফল্যের কোনও গোপন রহস্য ছিল না আপনি কঠোর পরিশ্রম করলে আপনার কঠোর পরিশ্রম করা উচিতআমার মনে হয় আপনার কঠোর পরিশ্রম করা উচিত Real সত্যিকারের সাফল্য আপনার সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে আপনার কঠোর পরিশ্রম করা উচিত you যদি আপনি তা করেন তবে আপনি হাসতে এবং আপনাকে সুন্দর বানাতে পারেন। তার চেয়েও বেশি বেশি মনে করি আপনাকে খুব পরিশ্রম করতে হবে এবং খুব বিনোদনমূলক হতে হবে
ডেমো অ্যাকাউন্টে কাজ করলে ফরেক্সের বিষয় জানা সম্ভব হয়। মূল ট্রেডের ক্ষেত্রে ডেমো অ্যাকাউন্ট সহায়ক ভূমিকা পালন করে। এক্ষেত্রে ডেমো একাউন্টের গুরুত্ব অপরিসীম। ডেমো অ্যাকাউন্টে লাভ লসের হিসাব রয়েছে। মূল ট্রেডের সকল কার্যক্রম ডেমো একাউন্টে প্রতিফলিত.... ধন্যবাদ।