মোবাইল থেকে কী ফরেক্স ফোরাম করা যায় কিনা তা আমি সঠিক বলতে পারি না। তবে আমি শুনতেছি যে মোবাইল থেকে করা যাবে । আর তার জন্য মোবাইল এ বাংলা সফটওয়ার লাগে।
Printable View
মোবাইল থেকে কী ফরেক্স ফোরাম করা যায় কিনা তা আমি সঠিক বলতে পারি না। তবে আমি শুনতেছি যে মোবাইল থেকে করা যাবে । আর তার জন্য মোবাইল এ বাংলা সফটওয়ার লাগে।
ফরেক্স ফোরাম এ আমরা আমাদের মোবাইল থেকেও পোস্ট করতে পারি । সেই জন্য আমাদের ভালো মানের স্মার্ট ফোন দরকার হবে এবং যেহেতো ফরেক্স ফোরামে আমরা বাংলায় পোস্ট করি ওই মোবাইল এ বাংলা লেখার সুবিধা থাকা বাঞ্চনীয় । তবে ফরেক্স ফোরাম এ পোস্ট করার জন্য ল্যাপটপ বা পিসি ই বেশি সুবিধা জনক । তবে আমরা চাইলে আমাদের স্মার্ট ফোন দিয়ে ফরেক্স এ ট্রেড করতে পারি আমাদের শুধু সংশ্লিষ্ট অপ্প্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে ।
মোবাইল থেকেও ফোরামে পোষ্ট করা যায় । আমরা যদি বাংলা ভার্সনের মোবাইলের মাধ্যমে আমরা ফোরামে কাজ করতে পারব । অতএব আপনারাও চেষ্টা করেন যাতে ফোরাম থেকে মাসে একটা প্রফিট অর্জন করতে পারেন । আর আমি চাই ফোরামের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে তাহলেই আমরা লাভবান হতে পারব । কিন্তু আমি মোবাইলের চেয়ে কম্পিউটার দিয়ে ফোরামে কাজ করতে পছন্দ করি ।
হ্যাঁ মোবাইল থেকে ফোরামে কাজ করা যায়। এই জন্য ভাল মোবাইল ব্যবহার করা লাগবে। মোবাইল এ ভাল বাউজার ব্যবহার করা লাগবে। তাহলে ফোরামে ভাল ভাবে কাজ করা যাবে । বাংলা লেখার জন্য ভাল সফটওয়্যার ব্যবহার করা লাগবে।
হা, যেকোন এন্ড্রয়েট সেট থেকে আপনি বাংলাদেশ ফরেক্স ফোরামে কাজ করতে পারেন। এতে যেমন আমরা ফোরাম থেকে যে কোন সময় যে কোন কিছু শিক্ষতে পারি, আবার এখার থেকে যে কোন সময় পোস্টিং বোনাসও পেতে পারি। এতে করে আমরা যানযট বা অবসর সময় সহজে পার করতে পারি।
আপানর যদি এনন্ডয়েড ফোন থকে তবে আপনি ফোরাম পোষ্ট করতে পারবেন। তে লেখালেখি তে ফোন ভাল একটা মধ্যম না যদি আপনার পিসি বা ল্যপটপ না থাকে । আর আপনার যদি ল্যপটপ মোবইল দুইটোই থাকে তবে ল্যাপটপে ফোরাম পোটিং করা ভাল । ফোরাম এরে রুল হচ্ছে আপনাকে একই আইপি ব্যবহার করতে হবে একটি এ্যকাউন্টে একই আইপি তে একাধিক ফোরাম একাউন্ট হলে আপনার একাউন্ট লক হতে পারে।
মোবাইল থেকে অব্যশোই ফোরাম এ কাজ করা যাবে। এতে কোন্ সমস্যা নেই। তবে ফোরাম পোস্ট এ কিছু নিয়ম আছে যে গুলো আপনাকে মানতে হবে। ১৩৬৬ রিজুলেশন এর কুম পক্ষে দুই লাইন করে আপনাকে মন্তব্য করতে হবে। এর কম হলে বোনাস বাদ দিতে পারে।
মোবাইল থেকে ফোরামেও কাজ করা যায়। মোবাইল থেকে ফোরামে কাজ করা গেলেও সময় লাগে বেশি। কারন একটা অক্ষর টাইপ করতে অনেক বার বাটন প্রেস করার প্রয়োজন পড়ে। মোবাইলে দিয়ে ফোরামে লিখালিখি করতে সময় লাগলেও সুবিধা আছে। যে কোন স্থানে দাড়িয়ে বা বসে পোস্টিং করা যায়। বোরিং সময়টাকে খুব ভালভাবে কাজে লাগানো যায়।
হ্যাঁ মোবাইলে কাজ করা যাবে। তবে মোবাইলটা একটা স্মার্ট ফোন কিংবা এন্ড্রয়েড ভার্সনের মোবাইল যেটাতে খুব সুন্দরভাবে বংলা টাইপ করা ।আমার মনে হয় কম্পিউটার হলে ভালো হয়।
আমি মনে করি মোবাইল মোবাইল থেকে ফোরামে পোস্ট না করা ভাল আপনার অনেক দেরি হতে পারে | আমি মনে করি পিসিতে থেকে ফোরামে পোস্ট করতে পারলে ভাল ভাবে করতে পারবেন | ফরেক্স মাকেট করতে হলে আমি মনে করি মোবাইল থেকে ফোরামে পোস্ট না করে কম্পিউটার করা ভাল |