-
ডেমো ট্রেড করতে হয় তার কোন নির্দ্দিষ্টতা আছে কিনা আমার জানা নেই, হয়ত এটা ব্যক্তিবিশেষের উপর নির্ভরশীল। আমি গত তিন মাস যাবত ডেমো ট্রেড করছি এবং এখনও সময় পেলে করি। ট্রেডিং ভাল দক্ষতা অর্জনের জন্য রিয়াল চালিয়ে যাওয়া উচিত বলে মনে করি।কারণ এতে সম্পূর্ণ ঝুকিঁ মুক্ত ট্রেড করা যায় ব্যালান্সের চিন্তা করতে হয় না।
-
আমি ডেমো একাউন্টে মাত্র ১ মাস ট্রেড করছিলাম তখন কোনো লস হয়নি বরং ৫০ ডলার লাভ হয়েছিল। আমি ডেমো একাউন্টে লাভ করার পর আমি আমার রিয়েল ট্রেড শুরু করি। তবে এখনো পর্যন্ত তেমন কিছু প্রপিট লাভ করতে পারিনি। তবে চেষ্টা করতেছি যেন একটা বড় ট্রেডার হওয়ার।আর ভাবতেছি একজন দক্ষ ট্রেডার হয়ে সবাই উপকার করতে। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন।
-
আমি ফরেক্স মার্কেটে একজন নতুন এবং আগ্রহী ট্রেডার। ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করে ফরেক্স মার্কেটে কাজ করতে চাই। আমি ডিম একাউন্টে খুবই অল্প সময় কাজ করেছি। আমি ডেমো অ্যাকাউন্ট থেকে আরো অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স মার্কেটে যুক্ত হতে চাই।
-
আমি প্রথমাবস্থায় খুবই সামান্য কিছুদিন ডেমো অ্যাকাউন্ট এ ট্রেডিং করেছিলাম এবং অল্প সময়ের ভিতর খুব ভালো পরিমাণে প্রফিট করতে সক্ষম হয়েছিলাম। অবশ্য তার পেছনে বড় কারণ ছিল পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকা।কিন্তু পরবর্তীতে বুঝতে পারি ডেমো অ্যাকাউন্ট এ প্রফিট করা যতটা সহজ আসলে রিয়েল অ্যাকাউন্ট এ প্রফিট করা ঠিক ততটাই কঠিন।তবে এখন আর ডেমো অ্যাকাউন্ট এ প্র্যাকটিস করি না কারণ আমি প্রায় দীর্ঘ তিন বছর যাবত ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আসছে এবং আল্লাহর অশেষ রহমতে প্রতি মাসেই মোটামুটি ভালো করে বানায় করতে সক্ষম হচ্ছি। কিন্তু আমি মনে করি ফরেক্স মার্কেটের রিয়েল ট্রেডিং শুরু করার পূর্বে ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং' প্র্যাকটিস করা একজন ট্রেডারের জন্য খুবই জরুরী। কেননা একজন নতুন ট্রেডার ডেমো অ্যাকাউন্ট এ প্র্যাকটিস করার মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবে।
-
ডেমো ট্রেড করা ফরেক্স মার্কেটের একটি প্রাকটিসের মাধ্যমে। ডেমো ট্রেড করলে রিয়েল ট্রেড সম্পর্কে ভাল অভিজ্ঞতা অর্জন করা যায় । আমি রিয়েল ট্রেড করার আগে দুই থেকে তিন মাস ডেমো প্র্যাকটিস করেছি। ডেমো ট্রেড ভালভাবে বোঝার পর রিয়েল ট্রেড শুরু করেছি।
-
আমার মনে হয় ডেমো ট্রেড করার নির্দিষ্ট কোনো সময় সীমা নেই। কেননা আমরা সবাই জানি ফরেক্সে কোন নির্দিষ্ট শেখার বা জানার কোন শেষ নেই। এখানে প্রতিনিয়ত শিখতে ও জানতে হয়। তার জন্য ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করতে হয় ও নতুন কৌশল প্রয়োগের মাধ্যমে কৌশল অবলম্বন করতে হয়। আমি এখনো প্রতিনিয়ত ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করি। ডেমো একাউন্টে ট্রেড করার মাধ্যমে আপনার দক্ষতা শক্তি বৃদ্ধির মাধ্যমে সফলভাবে এগিয়ে যাবেন। তাই আমাদের খুব সিরিয়াস ভাবে ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করা উচিত।
-
আমি দুই সপ্তাহের মত ডেমো ট্রেডিং করি । দুই সপ্তাহে অনেক বেশি লাভ করি । কিন্তু পুরোটাই ছিল অনুমান নির্ভর । তখন কিছুই বুঝতাম না । যখন লাভ হতে শুরু করল ভেবেছিলাম ফরেক্স খুবই সোজা । এখন বুঝি আসলে ফরেক্স এত সহজ না । ডেমো তে ভুল করলে তাতে আপনার কোন ক্ষতি হবে না কিন্ত রিয়ালে ট্রেডে ভুল করলে আপনার অনেক ক্ষতি হবে তাই ডেমো করে ইন্ডিকেটর এর ব্যবহার শিখে ট্রেড করলে সফল হবেন।
-
এই মুহুর্তে যখন আমি ডেমোটির বিনিময় করছিলাম মাত্র বহু মাসের প্রতিনিধিত্ব, 50 ডলার সুবিধা ছাড়া কোনও দুর্ভাগ্য ছিল না। আমি ডেমো অ্যাকাউন্টে অর্জনের পরে আমার আসল বিনিময় শুরু করি। এটি যেমন হয় তা হ'ল, এখন পর্যন্ত আমার কাছে কিছু সম্পত্তি অর্জনের বিকল্প নেই। যাই হোক না কেন, আমি একটি প্রধান ব্রোকার হওয়ার চেষ্টা করছি। সর্বোপরি, আমি প্রত্যেককে লাভের জন্য প্রতিভাধর বণিক হিসাবে পরিণত করার বিষয়টি বিবেচনা করছি। আল্লাহ আমাকে অনুগ্রহ করুন।
-
ফোরামে আসার আগে প্রায় ৬/৭ মাস ডেমো ট্রেড করেছি। আমার গুরু রিয়েল ট্রেড করতেন আর আমি তার কম্পিউটারে ডেমো গেম হিসাবে খেলতাম। এভাবেই এক সময় ফোরামে আসা আর শখ থেকে পেশায় পরিণত করার স্বপ্ন দেখা। আমি ডেমোতে বিভিন্ন এনালাইসিস করে প্রাকটিস করেছি।ফরেক্সে যে যত বেশি ভাল ট্রেডার হতে পারবে ফরেক্সে সে তত ভাল টাকা আয় করতে পারবে । ফরেক্সে যদি ভাল করে ট্রেড না করা যায় তাহলে ফরেক্স থেকে তাকা আয় করা যায় না আর লস হয় । তাই বেশি করে ডেমো প্রাকটিস করা ভাল ।
-
আমি ডেমোতে ০৬ মাস ট্রেড করেছিলাম।ফরেক্স মাকেটে শিখতে হলে এবং ভালট্রেডার হতে হলে ডোমোতে ট্রেডিং এর কোন বিক্লপ নাই।আমি ফরেক্স মার্কেটে অনেক দিন যাবত ডেমো ট্রেড করেছি এখনো করতেচি ভাল প্রপিট করছি কিন্তু রিয়াল মার্কেটে পারচিনা। আমি প্রায় ৬ মাস যাবত ডেমোতে ট্রেডকরি দক্ষ হওয়ার জন্য আরও ডেমো ট্রেড করা লাগবে।কারন ডোমোতে আপনি ভারচ্যুয়াল মানি দিয়ে ট্রেড করতে পারবেন।তাতে আপনি যদি লস করেন তাহলে আপনার রিয়াল মানি লস হবে না।