-
ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে একজন ট্রেডার যে কোন সময় ট্রেড করতে পারে তবে এখানে একটি বিষয় হল এই মার্কেটে সবসময় ট্রেড করা গেলেও সবসময় মার্কেট আশানূরুপ উঠানামা করে না।তাই আমি বাংলাদেশ সময় দুপুর *দুইটা থেকে রাত দশটা পর্যন্ত পর্যন্ত সময় দিই। কারন এ সময়টাতে মার্কেট প্রচুর পরিমান উঠানামা করে তাই এ সময় কাঙ্খিত পরিমান লাভ করা যায়। সবসমিলিয়ে ফরেক্স ট্রেডিং মার্কেটে আট ঘন্টার মত সময় দিই।
-
আমি যখনই সময় পাই তখনই সময় দেই গড়ে প্রতি দিনে প্রায় চার ঘন্টা ফরেক্স মারকেটে সময় দিয়ে থাকি, কারন এটি আমার অবসর সময়, এছাড়া আমি ব্যাক্তিগত কাজে ও ব্যস্থ থাকি, কিন্তু এখনো ফরেক্স মারকেট কে ব্যক্তিগত পেশা হিষেবে নিতে পারিনি, তাই আপাতত সময় কম দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে এ বিষয়ে প্রচুর আগ্রহ এবং সময় দেওয়ার কথা ভাবছি.
-
আমি দিনে 8 ঘন্টা ব্যয় করি মাঝে মাঝে আরো বেশি। তবে আমার কাছে মনে হয় যেন সোমবার থেকে রাতদিনই ব্যয় হচ্ছে এর পিছে। কারন প্রতিদিন ঘুমের মধ্যেও analysis করতে থাকি। সুতরাং বুঝতেই পারছেন কতক্ষন সময় ব্যয় হচ্ছে আমার। তবে সব মিলেই ভাল মনে হচ্ছে ফরেক্স কে।
-
ফরেক্স মার্কেট নিয়ে আমি অনেক দিন থেকে ট্রেডিং করার পাশাপাশি ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করার সাথে সাথে ফরেক্স মার্কেটে প্রায় ৪ থেকে ৩ ঘন্টা সময় ব্যয় করে আসছি ফরেক্স মার্কেটের ভাল ট্রেডার হতে চাইলে আমাদের ফরেক্স মার্কেটে আমাদের অবসর সময় ব্যয় করে কিছু অর্থ উপার্জন করতে পারি।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি একজন স্টুডেন্ট তাই ফরেক্সে প্রতিদিন বেশি সময় ব্যায় করা হয় না । কারণ ফোরামে এবং ডেমোতে সময় দিতে দিতে আসল যে কাজ সেটা করা হয় খুব কম । ফরেক্স ব্যবসায় করতে গেলে প্রথমে এটা ভালোভাবে আয়ত্তে আনতে হবে । বাংলদেশের প্রেক্ষাপটে ফরেক্স যেহেতু নতুন ব্যবসায় তাই তাই এটা আয়ত্ত করতে আমদের কিছুটা কষ্ট হলেও আমাদের মঙ্গলের জন্য সে কষ্ট স্বিকার করতেই হবে । প্রথমদিকে একটু বেশি সময় দিতে হয় ।
-
প্রতিদিন ফরেক্স মার্কেট প্রায় ৪ তেকে ৬ ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করি । আমরা সকলে ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় বেশী বেশী এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা বেশী বেশী মার্কেটে থাকার চেষ্টা কর তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন লাভবান হওয়ার জন্য ।
-
আমি একজন ছাত্রি তাই আমার পড়াশুনা তে ও সময় দিতে হয় তাই আমি ফরেক্স এ খুভ বেশি সময় দিতে পারিনা আমি প্রতিদিন ৪-৫ ঘন্টা ফরেক্স এ সময় দেই আর যে দিন ছুটি থাকে সে দিন আমি ফরেক্স এ বেশি বেশি করে সময় দি। ফরেক্স থেকে আয় করা টাকা দিয়ে আমি আমার পড়ার খরচ করে থাকি তাই আমি যখন সময় পাই তখন ফরেক্স এ কাজ় করে থাকি।
-
আসলে ইচ্ছে থাকা সত্ত্বেও আমি বেশি সময় দিতে পারি না প্রতিদিন ফরেক্সে। তবে চেষ্টা থাকে প্রতিদিন একটু বেশি টাইম দেয়ার। সেটা অনেক সময় সম্ভব হয় অনেক সময় সম্ভব হয় না। আমি প্রতিদিন ৪-৫ ঘন্টা সময় দিতে পারি ফরেক্সে। এর মধ্যে ২ থেকে আড়াই ঘন্টাই যায় এনালাইসিসে। কারণ, একটা ট্রেড নেয়ার আগে খুব ভালোভাবে এনালাইসিস করতে হয়, ঐদিনের ইকোনোমিক ক্যালেন্ডার দেখে নিউজগুলা দেখে আইডিয়া নিতে হয় তারপর ট্রেড বসাতে হয়।
-
ফরেক্সে অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷আমি আমার অধিকাংশ সময়ই মার্কেটে ব্যায় করি,সাপ্তাহিক শুরু থেকে শেষ পর্যন্ত৷
-
ফরেক্স মার্কেট এ আমি আমার একটি সময় বের করে আমি ফরেক্স এ সময় দিয়ে থাকি। আমি দিনে অনেকটা ব্যস্ত থাকি। আমি লেখাপরা ও একটি চাকরির পাশাপাশি ফরেক্স করি। আমি দিনে ফরেক্স মার্কেট এ তেমন সময় দিতে পারি না। আমি ফরেক্স মার্কেট এ বেশীর ভাগ রাতে সময় দিয়ে থাকি। আমি ফরেক্স মার্কেট এ প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা সময় দিই।