ফরেক্স নিয়ে আমার অনেক বড়ো স্বপ্ন। আমার আশা যে আমি একদিন না একদিন একজন সফল ট্রেডার হবই হবো।
Printable View
ফরেক্স নিয়ে আমার অনেক বড়ো স্বপ্ন। আমার আশা যে আমি একদিন না একদিন একজন সফল ট্রেডার হবই হবো।
এই ব্যবসা নিয়ে আমার অনেক আশা আছে। আমি এই ব্যবসাকে আমার উপার্জনের একটি উৎস হিসেবে নিতে চাচ্ছি। কারণ এই ব্যবসা অনেক মুনাফাভিত্তিক আর এই ব্যবসা করার জন্য অন্য কোথাও যেতে হয় না। আমি মনে করি বর্তমানে এর মত আর কোন ব্যবসা নেই যা আমাদেরকে স্বাধীনভাবে মুনাফা উপার্জন করতে সাহায্য করবে। আমার মনে হয় বর্তমানে মোটামোটি সকল মানুষই স্বাধীনভাবে টাকা উপার্জন করতে চায়, কারণ অন্যের অধীনে কাজ করলে শুধু কষ্টই পাওয়া লাগে, আর অন্য কোথাও আনলিমিটেড মুনাফা উপার্জনের কোন সিস্টেম নেই যা এই ব্যবসায় রয়েছে। তবে এটা সত্য যে এই ব্যবসা এতটা সহজ নয় আর সেই কারণে সবাই এই ব্যবসাকে তাদের পেশা হিসেবে গ্রহণ করতে পারে না কিন্তু সবাই স্বপ্ন দেখে যে এই ব্যবসার মাধ্যমে তাদের সকল আশা আকাঙ্খা পুরণ করবে।
ফরেক্স মার্কেটে ব্যবসা করার আমার একটাই উদ্দেশ্য সেটা হলো নিজেকে প্রতিষ্ঠিত করা, এবং আমার আশে পাশের যারা আমার ক্লোজ বন্ধু-বান্ধব ও আত্নীয়-স্বজন তাদেরকেও ভবিষ্যতে ফরেক্সর আওতাভুক্ত করা। তাই এই পরিকল্পনার একটা পূর্ণাঙ্গ উদাহরণ হিসেবে আগে নিজেকে সফলতার রুপ দান করাই হলো আমার জীবনের মূল লক্ষ।
আমি ফরেক্স মার্কেটে নিয়মিত ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হতে চাই এবং গত ৪ বছর আমার এই লক্ষ ছিল৷এজন্য আমি একটানা এই মার্কেটে কাজ করেছি,প্রচুর লস দিয়ে দিয়ে এখোনোও দাঁড়িয়েই রয়েছি৷এখন নিজেকে মার্কেটের সাথে অনেক এডজাষ্ট করে ফেলেছি৷লাভ ও লস যাই হোক না কেন সেটা কখোনোও দেখি না বরং সর্বদা দেখি আমি এখোনোও ট্রেড করতে পারছি৷আমার লক্ষ পুরন হয়ে গেছে৷ফরেক্স নিয়ে আমার নতুন কোনোও লক্ষ নাই৷ফোরামে নতুনদের জন্য বাস্তবসম্মত,সঠিক ও কার্যকরী ট্রেডিং কৌশলগুলো কম/বেশি নিয়মিত লিখতে পারছি-এটাও আমার একটা অতীত লক্ষ ছিল-সেটাও পূরণ হচ্ছে৷
আপনার তো ভাই দেখছি অনেক অভিজ্ঞতা রয়েছে। তবে একটা কথা আমার জানার ইচ্ছা ছিল আপনি কি এখন নিয়মিত মুনাফা করতে পারেন? আমার আসলে একটি লক্ষ আর সেটা হলো আমি এই ব্যবসা হতে নিয়মিত মুনাফা করতে চাই। কারণ এতে আমি আমার অনেক ইচ্ছাই পুরণ করতে পারবো। আর এই কারণেই আমি ফরেক্স এর বিভিন্ন জায়গাতে বেশি সময় দিচ্ছি বেশি কিছু শিখার জন্য।
অামি ফরেক্সকে আমার পেশা হিসেবে নিয়েছি তাই একজন প্রফেশনাল ট্রেডারও হওয়া আমার অন্যতম লক্ষ্য ।যদি আল্লাহর রহমতে একজন প্রফেশনাল ট্রেডার হতে পারি তবে আমার ইচ্ছা হল আমার আশেপাশের বেকার যুবকদের মধ্য ফরেক্স শিক্ষা দেওয়া ।আপনি ফরেক্স থেকে যদি প্রতিষ্ঠিত হতে চান তবে তার আগে আপনার প্রয়োজন হবে কঠোর পরিশ্রম, নিষ্ঠার সাথে দিয়ে যেতে হবে শ্রম,।
প্রাথমিক লক্ষ্য হলো মার্কেট ভালভাবে বুঝা এবং ট্রেড করার মত যোগ্যতা অর্জন করা। তারপর আমি আশেপাশে বন্ধু বান্ধব যারা আছেন যাদের ট্রেড করার ইচ্ছা আছে তাদের আমি শেখাবো। ফরেক্স ট্রেড অত্যান্ত জটিল এবং শিখতে সময় লাগে তাই আমি এখনও শিখছি। প্রতিদিন নতুন ব্যপারে জানার চেষ্টা করছি। আশা করি আরও এক বছরের মধ্যে আয় করতে পারবো। এখনও আয় করি কিন্তু সেটা আবার লস ও করি তাই আমার মনে আমার সিস্টেম পুরোপুরি আয়ত্ব করতে পারি নাই। তাই আমি আয়ত্ব করার চেষ্টা করে যাচ্চি।
প্রথম মত সবার উচিত ফরেক্স মার্কেটটাকে আগে ভালভাবে বুঝা এবং নিয়ম মত ট্রেড করার মত যোগ্যতা অর্জন করা। তারপর আপনি নিয়মিত মার্কেট সম্পর্কে জানার জন্য ইউটিউব বা অনলাইনে সার্চ করে বিভিন্ন ওয়েব সাইটে ফরেক্স সম্পর্কে তথ্য পাওয়া যায় সেগুলো থেকে আপনি মোটামুটি ভাল ধারণা অর্জন করতে পারেন। যখন আপনি এগুলো থেকে প্রতিদিন ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরণ করতে সক্ষম হবেন এমন কি ধীরে ধীরে কৌশলগুলো যখন নিজের মধ্যে আয়ত্ব করতে পারবেন তখন আপনি এই মার্কেট থেকে ট্রেড করে ভালভাবে মুনাফা উপার্জন করতে পারবেন। আর এভাবে একজন ট্রেডার নিজেকে যদি গড়ে তোলতে পারে তাহলে সে অবশ্যই তার লক্ষ্য পৌছতে পারবে।
ব্যক্তিগতভাবে বলতে গেলে ফরেক্সে আমার লক্ষ্য হল একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হওয়া ও ফরেক্স মার্কেটে একজন সফল ব্যবসায়ি হওয়া। তবে সেজন্য আমার প্রচুর পরিশ্রম করতে হবে ও নিজেকে ধৈর্যশীল হতে হবে। সবাই লাভ করার করার জন্যে ফরেক্স করে । কিন্তু ফরেক্সে লাভ করা অনেক টাব বাপার ।আপনি ফরেক্স থেকে যদি প্রতিষ্ঠিত হতে চান তবে তার আগে আপনার প্রয়োজন হবে কঠোর পরিশ্রম, নিষ্ঠার সাথে দিয়ে যেতে হবে শ্রম।
আমি আশা করছি ফরেক্স মার্কেট থেকে প্রতি মাসে ১০০$ ইনকাম করব। কিন্তু আমি জানিযে এই কাজটি অনেক কটিন। যতই কস্ট হয় হক না কেন একদি না একদি আমি ফরেক্স মার্কেট থেকে ভাল কিছু ইনকাম করব। আর সবাই আমার মত চেস্টা করে যান।