বিষয় টা আসলেই তাই । যে যত বেশি পরবে , শিখবে আর চর্চা করবে সে তত বেশি এগিয়ে থাকবে । আমি মনে করি ফরেক্সে দক্ষ হতে হলে নিয়মিত চর্চা, নিয়মিত পরাশুনা করা ছাড়া এই বিষয়ে খুব বেশি এগোনো যাবেনা । তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমি যে ফরেক্স করছি আমার কোথাও ভুল হচ্ছে কিনা । আমি কি এইখান থেকে লাভবান হতে পারছি কিনা। নাকি শুধু লস দিচ্ছি । যদি লস দিতে ই থাকি তাহলে আমাকে বুঝতে হবে আমি ফরেক্সে অনেক পিছিএ আছি। আমাকে অনেক শিখতে হবে।