-
ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারগুলোর এক্সচেঞ্জ ভ্যালু প্রতিনিয়তই ওঠানামা করছে। কখন ট্রেড করলে লাভ হবে এটা বুঝতে হলে সঠিকভাবে এনালাইসিস করা জরুরি। আপনার এনালাইসিস যদি সঠিক থাকে এবং আপনি যদি এনালাইসিস অনুযায়ী সঠিক সময়ে ট্রেড ধরেন তাহলে আপনার লাভ হবে। মার্কেট যে দিকে মুভ করছে আপনি যদি সেই ট্রেন্ডের দিকে ট্রেড ধরেন তাহলে আপনার লাভ হবে। এটা বোঝার জন্য অবশ্যই আপনাকে এনালাইসিস করতে হবে। তবে আপনি যদি মার্কেটের মুভমেন্ট না বুঝে ট্রেন্ডের বিপরীতে ট্রেড ধরেন তাহলে মার্কেট ওই অবস্থান থেকে আরো বিপরীতে চলে গেলে আপনি লস করবেন। ধরুন বর্তমান gbpusd পেয়ারের এক্সচেঞ্জ ভ্যালু 1.3030 তে বাইয়ে ট্রেড ধরলেন। কিছুক্ষণ পর এক্সচেঞ্জ ভ্যালু 1.3130 পৌঁছালো। তার মানে আপনি 100 পিপস লাভ করেছেন। আপনি ট্রেন্ডের দিকে ট্রেড করেছিলেন যার কারণে আপনি প্রফিট করেছেন। কিন্তু আপনি যদি ট্রেন্ডের দিকে ট্রেড না ধরে বিপরীতে অর্থাৎ সেল এ ট্রেড ধরতেন তাহলে লস হত।
-
ফরেক্স মূলত একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার। যেখানে মুদ্রার মানের পরিবর্তনের উপরে ধারণা করে, আপনি buy অথবা sell এ ট্রেড ধরতে পারেন। এবং মার্কেট মুভমেন্ট যদি আপনার অনুকূলে যায়, তখনই আপনি প্রফিট বা মুনাফা অর্জন করতে পারবেন। এবং এই পরিবর্তনের ওপর ধারণাকে সহজ করার জন্য ফরেক্স থেকে আপনি আইসিমুকু কিংকো হাইওয়ে নামক ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন, যা থেকে আপনি খুব সহজেই মার্কেটের পরিবর্তনের ভবিষ্যৎ ধারণা দেখতে পারবেন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহন করতে পারবেন।
-
আপনি eur/usd বাই করেন, তবে আপনি বেস কারেন্সি eur কিনছেন এবং একই সাথে কিউটো কারেন্সি usd বিক্রি করছেন। সহজ কথায়, eur কেনা, usd বিক্রি করা।তার মানে আপনি চাচ্ছেন বেস কারেন্সির দাম কমে যাক এবং আপনি সেটা কিনবেন আরও কম দামে। বিড হল এমন একটি প্রাইস যে দামে ব্রোকার কিউটো কারেন্সির পরিবর্তে বেস কারেন্সি কিনতে চায়।
-
ফরেক্সে এক টি ট্রেডিং মারকের। এখানে লাভ লস দুই টা হতে পারে। এটি এক ধরনের শেয়ার মার্কেট। কিন্তু এখানে ২ টা টাইফ এর ট্রেড করা হয় বাই (buy) এবং সেল (sell)। কোন মার্কেট এ ট্রেড করার পরে যদি লস হয় তাহলে ট্রেডিং লাইন বিপরিতে যাচ্ছে আর আর লাভ হইলে এইটা বিপরিত।
-
এখানে GBP হল বেস (base) কারেন্সি এবং USD হল কিউটো (quote) কারেন্সি।
বাই (buy) করার সময়, এক্সচেঞ্জ রেট নির্দেশ করে ১ ইউনিট বেস কারেন্সি কেনার জন্য কত ইউনিট কিউটো কারেন্সি দিতে হবে। উদাহারনস্বরূপঃ ১ ব্রিটিশ পাউন্ড কেনার জন্য ১.৫১২৫ ইউ. এস. ডলার দিতে হবে,
-
একটি কারেন্সির সাপেক্ষে আরেকটি কারেন্সির দামের অনুপাত। যেমনঃ usd/chf এর এক্সচেঞ্জ রেট নির্দেশ করে, কত ইউ. এস. ডলার এর বিনিময়ে ১ সুইস ফ্রাঙ্ক কেনা যাবে। তার মানে আপনি চাচ্ছেন বেস কারেন্সির দাম কমে যাক এবং আপনি সেটা কিনবেন আরও কম দামে। আপনি কারেন্সি পেয়ারটি বাই করবেন যদি আপনি বিশ্বাস করেন যে, কিউটো কারেন্সির তুলনায় বেস কারেন্সি শক্তিশালী হবে। এর আপনি সেল করবেন যদি আপনি মনে করেন।
-
কিভাবে ফরেক্স কোটেশন পড়তে হয়,
প্রতিটি ট্রেডে আপনি একই সাথে একটি কারেন্সি কিনেন এবং আরেকটি বিক্রি করেন। তাই ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারের দাম কোটেশন এর মাধ্যমে প্রকাশ করা হয়।
-
ফরেক্স মার্কেট একটি ব্যবসায় । তাই এখানে লাভ এবং লস দুটিই বিদ্যমান । কেউ যদি মনে করে ফরেক্স শিখতে পারলে শুধুই লাভ করা যাবে তাহলে মার্কেটে সে তার সর্বত্র হারাতে পারে । যদি মনে হয় আবার কারেন্সি পেয়ারের দাম কমতে পারে সেই সময় যদি সেল দেই তাহলে দাম আরো কমলে ক্লোজ করে দিলে আমাদের প্রফিট হয় এভাবে আমরা ফরেক্স থেকে লাভ করে থাকি।
-
ফরেক্স মার্কেটে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বাই এন্ড সেল। লাভ ফরেক্স মার্কেটে যেমন কঠিন একটা ব্যাপার ঠিক তেমনি সহজ ও বটে। ফরেক্স মার্কেটে কাজ করতে হলে ফরেক্স মার্কেটে প্রতি এনালাইসিস করে কাজ করতে হয় নয়তো লস এর সম্মুখীন হতে হয় হতে হয়। ফরেক্স মার্কেট এ রকম একটি মার্কেট যেটার মধ্যে লোভ ব্যাপারটা একদম কন্ট্রোল রাখতে হয়। তাহলে লাভ করা সম্ভব।
-
প্রতিটি ট্রেডে আপনি একই সাথে একটি কারেন্সি কিনেন এবং আরেকটি বিক্রি করেন। তাই ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারের দাম। আপনি চাচ্ছেন বেস কারেন্সির দাম কমে যাক এবং আপনি সেটা কিনবেন আরও কম দামে। যেমনঃ usd/chf এর এক্সচেঞ্জ রেট নির্দেশ করে, কত ইউ. এস. ডলার এর বিনিময়ে ১ সুইস ফ্রাঙ্ক কেনা যাবে।