-
ফরেক্স ট্রেডিং হল এমন একটি ব্যবসা যেখানে আপনাকে ধৈর্য ধারন করতে হবে ও ইমোশান কন্ট্রোলে রাখতে হবে। এখানে যদি আপনে লস করে বসেন তাহলে লস রিকভার করার জন্য মরিয়া না হয়ে লস কেন হল তা খুঁজে বের করুন ও সমাধান করার চেষ্টা করুন। আর একটি জিনিস হল আপনি যদি একজন সফল ট্রেডারের মত ট্রেড করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট একটি নিয়মে ট্রেড করতে হবে ও স্টপলস ব্যবহার করতে হবে এর ফলে আপনি কত লস করবেন তা আগে থেকেই নির্ধারিত হয়ে যায়। তাই লস হলে মাথা গরম করার কোন দরকার নাই এতে কোন কাজে আসবেনা বরং কেন লস করলেন তা বের করে লাভ বেশি করার চিন্তাভাবনা করতে হবে।
-
ভাই মাথা ঠান্ডা রাখা খুব কঠিন। গতকাল এবং তার আগের রাত্রীতেও আমার ঘুম হয় নাই এই ট্রেনশানের কারনে কি করি বলনতো? মাথাকে কি দিয়ে বুঝাবো যে ঠান্ডা থাক। শেষ পর্যন্ত মোবাইলে গেমুস শুরু করলাম কিছুতেই কাজ করছে না ঘুম আসতেছে না। অবশেষে আসুল কাজ করলাম আল্লাহ, সুবহানাআল্লাহ, জিকির করতে করতে কখন ঘুম আসছিলাম জানি না। তবে সাডে চার ঘন্টা ঘুমিয়েছি।
-
ফরেক্স বিজনেস এ ট্রেড করতে হলে আপনাকে মাথা ঠান্ডা রেখে করতে হবে। আপনি যে কোণ ট্রেড করতে হলে আপনাকে বুঝে শুনে করতে হবে, আমি মনে করি ফরেক্স কোন মাথা গরম করে করার কাজ নয় আপনাকে ফরেক্স করতে হলে আপনি ভাল করে এনালাইসিস করে করতে হবে তানা হলে আপনি ফরেক্স করে সফল হতে পারবেন না। তাই আমি মনে করি ফরেক্স করতে হলে আপনাকে মাথা ঠান্ডা রেখে করা উচিত বলে আমি মনে করি।:rules:
-
সকল ধরনের কাজ করতে গেলে মাথা ঠান্ডা রাখতে হয়।না হলে সে কাজে কোনো সাফল্য আসা সম্ভবপর নয়।সকলফরেক্স কাজের মতো ফরেক্সে যদি সফল হতে হয় হয় তবে ঠান্ডা মাথা ও কাজের প্রতি অনেক মনোযোগী হতে হবে।একমাত্র তবেই ফরেক্সে সম্ভাবনা রয়েছে।আর যদি আপনার মাথা ঠান্ডা না থাকে তবে আপনি কখনোই ফরেক্সে সফল হবেন না।তাই ফরেক্স কাজ করতে হলে ঠান্ডা মাথার প্রয়োজন।
-
মাথা ঠান্ডা করে কাজ করতে হবে তা নাহলে যে কোন সময় আপনি লস খাবেন । সুতরাং ধর্য্য ধরে কাজ করতে হবে।
-
ফরেক্স মার্কেটের প্রথম কাজ হচ্ছে মাথা ঠান্ডা রাখা । এই মার্কেটে কাজ করতে গেলে ধৈর্য হারা হলে চলবেনা । দেখাযাবে আপনার অনুকুলে মার্কেট কিন্তু মুহুর্তের মধ্যে মার্কেট আপনার আওতার বাহিরে চলে গেছে সেই মুহুর্তে মাথা গরম করলে চলবে না । তখন আপনাকে ধৈর্য ধারন করে বসে থাকতে হবে । দেখবে মার্কেট আস্তে আস্তে আপনার অনুকুলে চলে আসছে । এর আগে আপনাকে মার্কেট এনালাইসেস করতে হবে । তাইলে আপনি সফলাতা পাবেন ।
-
সাধারনত যে কোন কাজ করতে গেলে আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করলে তা থেকে সাফলতা পাওয়া যায়। তাই আমার মতে এই ফরেক্স এ কাজ করতে হলে এবং ফরেক্স থেকে আয় করতে গেলে আমাদেরকে মাথা ঠান্ডারেখে ফরেক্স এ কাজ করতে হবে তাহলে ফরেক্স থেকে সাফলতা অর্জন করা যাবে এবং ফরেক্স থেকে আয় করা যাবে।
-
আমার মনে হয় ফরেক্সে সফলতার সাথে ব্যবসা করতে হলে অবশ্যই সবসময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। কারনঃকথায় আছে রেগেছেন তো হেরেছেন। একটা ট্রেডে লস করার পর জেদ করে বড় ভলিউমে ট্রেড ওপেন করে একাউন্ট জিরো করবেন না।অনেক সময় একটু লস করলে আমরা উত্তেজিত হয়ে সেই লস উঠাতে আমরা ভুল ট্রেড করে আরও বেশি লস করি এ ধরনের মেন্টালিটি আমাদের সবার ভিতরেই আছে। এটাকে দমন করতে হবে। তবেই আমরা সফল হতে পারব। আমাদের সবারই উচিৎ একটু ভেবেচিন্তে ট্রেড করা।
-
লস হলে সবারই মন খারাপ হয় তবে চিন্তা না করে আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। না রাখলে আমরা যে কোন সময় লস করতে পারি । ফরেক্সে লাভ করতে হলে আমাদের মাথা ঠান্ডা
করে কাজ করতে হবে ।
-
আমার মনে হয় ফরেক্সে সফলতার সাথে
ব্যবসা করতে হলে অবশ্যই সবসময় মাথা
ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। অনেক
সময় একটু লস করলে আমরা উত্তেজিত
হয়ে সেই লস উঠাতে আমরা ভুল ট্রেড
করে আরও বেশি লস করি তাই* আমাদের
সবারই উচিৎ একটু ভেবেচিন্তে ট্রেড মাথা ঠান্ডা রাখতে হবে। না
রাখলে আমরা যে কোন সময় লস করতে
পারি । ফরেক্সে লাভ করতে হলে
আমাদের মাথা ঠান্ডা
করে কাজ করতে হবে ।
করা। আপনাদের মন্তব্য কি?