ফরেক্স আমরা যত টা সহজ ভাবি ফরেক্স কিন্তু আসলে তার থেকে বেশি কঠিন।আপনি যদি ভাবেন ফরেক্স এ আসলেন কাড়ি কাড়ি টাকা আছে আপনি কিছু ধরে নেবেন তবে সেটা ভুল।ফরেক্স একটি ব্যবসা এখানে আপনাকে টিকতে হলে আপনার সর্বোচ্চ টা দিয়েই টিকে থাকতে হবে।ফরেক্স এ যদি আপনি দক্ষ না হন তাহলে ফরেক্স মার্কেট এ টিকতে পারবেন না।ফরেক্স এ দক্ষ হতে হলে প্রথম কাজ হল ডেমো প্র্যাকটিস করা। আপনি যত ডেমো প্র্যকটিস করবেন ততই দক্ষ হবেন।ডেমোতে রিক্স না থাকার কারণে আপনার আত্মবিশ্বাস ও বাড়বে।ডেমো প্র্যাকটিস না করে কেউ যদি রিয়্যাল ট্রেড করতে যায় সে লস করবে।নতুনদের সকলের উচিত অনেক বেশি বেশি ডেমো প্র্যাকটিস করে তারপর রিয়্যালট্রেড শুরু করা।তাহলেই ফরেক্স এ আপনার লসের হার কমে লাভ হবে।এজন্য ফরেক্স এ ডেমো ট্রেড দিয়ে শুরু করলে তারা সফল হবে।