-
ফরেক্স এর ট্রেডিং এর উদ্দেশ্য টাকা কিনা এটা অনেক বিতর্ক রয়েছে। পেশাগত ভাবে মানুষ যাতে লিপ্ত থাকে তার বৈশিষ্ট্য বা চাহিদা সেদিকেই তাকে আকৃষ্ট করে। ফরেক্স এ ট্রেডার আছে তার মধ্যে 80 শতাংশ লোক কোন না কোন কাজে লিপ্ত আছে অন্য যারা পেশাগতভাবে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। আমার মতে 80% লোক যারা অন্য কোন পেশায় যুক্ত থাকার পাশাপাশি ফরেক্স এর ট্রেডিং করছে তাদের উদ্দেশ্য হলো তারা নিজের জীবনকে সুন্দর করার জন্য সফল ভাবে প্রতিষ্ঠিত ও ভাবে জীবন যাপন করতে চায় আর এ জন্য দরকার উপার্জনের ভালো উৎস তাই উপার্জনের ভালো একটি উৎস হিসেবে তারা ফরেক্স কে বেছে নিয়েছে। অন্য যে 20 পার্সেন্ট লোক বাকি থাকে ফরেক্সে যারা ব্যবসা হিসেবে পরিচিত আছে বা পরোক্ষ গ্রহণ করেছে তাদের হিসাব টা আবার অন্যদিকে কারণ ব্যবসায়ী লোকের চাহিদা বাড়ছে লেনদেন টাকা উপার্জন ও টাকা বৃদ্ধি করা।
-
আমার মতে ফরেক্সে মূল উদ্দেশ্য হলো টাকা ইনকাম করা প্রফিট করা কারণ ফরেক্স একটি ব্যবসায় আর ব্যবসায় মানুষ করে তার প্রফিট করার উদ্দেশ্যেই। এখান থেকে যে যত বেশি টাকা ইনকাম করতে পারবে সে তথ্য একজন ভালো ট্রেডার। কারণ অনভিজ্ঞ লোক কখনোই ফরেক্স থেকে কন্টিনিউয়াস প্রফিট বা লাভবান হতে পারবে না। তাই কনট্রি ওয়াস প্রফিট যে করতে পারে সে ততো বেশি অভিজ্ঞ দক্ষ এবং একজন ভালো মাপের ব্যবসায়ী বা বিজনেসম্যান অবশ্যই।
-
জীবিকা নির্বাহের প্রয়জনে আমরা সবাই টাকার জন্যই ব্যবসা করি এটাই তো বাস্তবতা তাই বলে ব্যবসাতে সফল হতে গেলে শুধু টাকার অর্জনের প্রতি মন মানসিকতা থাকলে চলবে না । এর সাথে সাথে সেই ব্যবসাটি সম্পর্কে ভাল জ্ঞ্যন থাকা অবশ্যই প্রয়োজন । কারণ প্রতিযোগিতার বাজারে সবাইকে পাশ কাঁটিয়ে সফলতা পেতে গেলে একজন ব্যবসায়ী কে হতে হবে কঠোর পরিশ্রমী , ধৈর্যশীল এবং ব্যবসাটি সম্পর্কে সঠিক বিশ্লেষণগত জ্ঞ্যন যা শুধু প্রতিনিয়ত শেখার মাধ্যমেই অর্জন করা যায় ।
-
আমার মনে হয় ফরেক্স ট্রেডিং করতে আসার মূল উদ্দেশ্য কিন্তু টাকা। কারন ফরেক্স করতে সকল টেডারই আসে যাতে কিছু ইনকাম করা যায়। এজন্য যারা প্রাপ্তবয়স্ক তারা ছাড়া আর কেউই ফরেক্স ট্রেডিং করতে আসেনা। এছাড়াও পুজি খাটিয়ে ফরেক্স করতে হয় বলে টাকা ইনকাম করাই ফরেক্স ট্রেডিং ব্যবসায় এর মূল উদ্দেশ্য বলে আমি মনে করি।
-
ফরেক্স এর মূল উদ্দেশ টাকা হলেও ফরেক্স থেকে অনেক কিছু জানা যায়।যেমন ফরেক্স এর সাথে জরিত পুরানো টেডাররা তারা ফরেক্স এর নিউজ নিতে যেয়ে বিভিন্ন দেশের ভৌগলিক,রাজনৈতিক,অথ নৈতিক সমন্ধে খোজ খবর পেয়ে থাকে।তাছারা অনেকে আবার দক্ষতার ধারে নানান বিজনেস শুরু করে দেশ বিদেশে।অনেকে ফরেক্স থেকে এ সব দিকে অগ্রসর হয় আরকি
-
ফরেক্সের মূল উদ্দেশ্য টাকা না হলেও যারা ফরেক্স করে তাদের বেশির ভাগের উদ্দেশ্যই হল ফরেক্স করে টাকা অর্জন করে সেই টাকা দিয়ে নিজেকে স্বাবলম্বী করা।তাছারা আমরা ফরেক্স করলে আমাদের জ্ঞান আরও প্রসারিত হবে আমরা শেয়ার মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হতে পারবো।
-
মানুষের জীবনে আমরা টাকাকে মূল উদ্দেশ্য বলে মনে করি । আমার কাছে মনে হয় এ কথাটা ঠিক না । টাকা ছাড়াও আরও অনেক মূল উদ্দেশ্য থাকতে পারে মানুষের জীবনে । তেমনি ফরেক্সের মূল উদ্দেশ্য শুধু টাকা ইনকাম করা না । আমি বলতে চাই ফরেক্সকে বাংলাদেশে সুপরিচিত করে তোলাই হল ফরেক্সের মূল উদ্দেশ্য ।
-
আমার মনে হয় আমরা যারা ফরেক্সের সাথে সম্পৃক্ত আছি তাদের মূল উদ্দেশ্য হলো ফরেক্স থেকে নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি করা।তাছারা আমরা ফরেক্স করলে আমাদের জ্ঞান আরও প্রসারিত হবে আমরা শেয়ার মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হতে পারবো।
-
হ্যা আমার মনে হয় ফরেক্স ট্রেডিং এর মূল উদ্দেশ্য হল মুনাফা আয় করা । আমাদের সকলের একটাই উদ্দেশ্য এই ফরেক্স মার্কেট থেকে মুনাফা আয় করা । কারন ফরেক্স ব্যবসা করে খুব অল্প সময়ের মধ্যে যে পরিমান মুনাফা আয় করা যায় তা অন্য কোন ব্যবসা ঐ অল্প সময়ের মধ্যে ঐ পরিমান মুনাফা আয় করা সম্ভব না । ফরেক্স করার উদ্দেশ্য এখান থেকে মুনাফা আয় করে নিজেকে আর্থিক ভাবে সাবলম্ভি করে তোলা ।
-
ফরেক্স করার মুল উদ্দেশ্যে হলো নিজেকে আর্থিকভাবে স্বচ্ছল করে তোলা যাতে আমি আমার পাশাপশি পরিবারকে ভালো একটা আর্থিক সাপোর্ট দিতে পারি৷ এছারা এখানে দীর্ঘদিন টিকে থেকে একটা ভালো পজিশন যেতে চাই যাতে করে সামনের দিকে একজন ভালো ট্রেডার হতে পারি এবং প্রফেশনাল ট্রেডারদের মতো নিয়মিত প্রফিট করতে পারি এটাই আশা এবং উদ্দেশ্যে।