-
আমরা চাইলে ১$ দিয়েও ট্রেড করতে পারি । তবে আপনার যদি ইনভেস্টের চিন্তাভাবনা থাকে তাহলে আমার মতামত হল আপনি মিনিমাম ৫০$ ইনভেস্ট করে ট্রেড করতে পারেন । আর এটা ছাড়াও আপনার কাছে আরেকটা অপশন হল আপনি এখানে ফোরাম পোস্টের মাধ্যমে মাস শেষে অর্জিত বোনাস দিয়েও লাইভ একাউন্টে ট্রেড করতে পারবেন ।
-
সর্বনিম্ন ১ ডলার দিয়ে আমরা যেকোনো ব্রোকারে ট্রেড করতে পারিনা কারন বিভিন্ন ব্রোকারের বিভিন্ন ডিপোজিট শর্ত থাকে৷এই সর্বনিম্ন ১ ডলার দিয়ে ট্রেড করা ইন্সটাফরেক্স ব্রোকারেই সম্ভব হয়৷অনেক ব্রোকারে সর্বনিম্ন ১০/৫০ ডলার দিয়ে ডিপোজিট ও ট্রেড করার শর্ত দেওয়া থাকে৷আর পুঁজি ও রিয়েল ট্রেডের সুবিধার জন্য এই ফোরাম তো আমার মতো সকল ট্রেডারদের জন্য আর্শিবাদ স্বরূপ৷দিয়েই লাভ করে আর্থিক ভাবে স্বচ্ছল হতে দেখা যায়। বিশেষ করে আমিও ফোরামের প্রফিট দিয়েই রিয়েল ট্রেডিং করি এবং এতে ভালোই প্রফিট অর্জন করতে পারি।
-
ফরেক্স মার্কেটে আমরা সসর্বনিম্ন ১ ডলার দিয়ে ট্রেড করতে পারি,এটা সম্ভব শুধু সেন্ট একাউন্টসে,অল্প এমাউন্ট দিয়ে স্টান্ডার্ড একাউন্টে ট্রেড করা য়ায় না,কম এমাউন্ট দিয়ে ট্রেড না করে একটু বেশি এমাউন্ট দিয়ে ট্রেড করা ভাল,বেশি এমাউন্ট থাকলে লস হওয়ার সম্ভাবনা কম।কিন্তু ফোরামে অবম্যই কিছু ধরাবাধা নিয়ম আছে । সেখানে অবশ্যই লিভারেজের একটা হিসাব আছে । সুতরাং আমরা ১ ডলার দিয়েও ট্রেড করতে পারি ।
-
অন্যান্য ব্যবসায় হতে ফরেক্সে বড় সুবিধা হল এখানে অল্প পুঁজি নিয়ে ট্রেড করা যায়। এমনকি অল্প সময়ের জন্য ও ট্রেড করা যায়। একজন ট্রেডারের বিনিয়োগ কম হোক বা বেশি হোক ট্রেডে দক্ষ হলে ভালো মুনাফা অর্জন করতে পারে। ফরেক্স করার আরেকটি সুবিধা হল ফোরাম হতে প্রাপ্ত বোনাস ট্রেড করার জন্য ব্যবহার করা যায়।আমরা ফরেক্স ফরম পূরণ করে ডলার বোনাস পেয়ে ট্রেড করতে পারি। তাই সে কত ডলার দিয়ে ট্রেড করবে তা নিশ্চিত করবে তার নিজের উপর।
-
ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। এখানে আপনি সর্বনিম্ন ১ ডলার দিয়েও ট্রেড করতে পারবেন তাতে কোন সন্ধেহ নেই। তবে আপনার যদি ইনভেস্টের চিন্তাভাবনা থাকে তাহলে আমার মতামত হল আপনি মিনিমাম ১০০ ডলার ইনভেস্ট করে ট্রেড করতে পারেন।
-
আমার ও একই মত । ১ ডলার দিয়ে ও ট্রেড করা যায় । ফরাম থেকে আমরা আমাদের লিখা পোস্ট করে আয় করতে পারি এবং সেই ডলার দিয়ে ট্রেড করতে পারি তাহলে আমেদের নিজ থেকে আর কন ইনভেস্ট করতে হল না । ব্যবসায়ের সত্যতা সম্পর্কে জানে না .. এর জন্য আমরা অন্য ব্যবসায় সম্পর্কে বলার আগে আমাদের অবশ্যই আবশ্যক ব্যবসায়টি ইতিমধ্যে এটি নিজের পক্ষে বোঝে যাতে আমরা ব্যবসায়ের জন্য একটি উদ্দেশ্য পর্যালোচনা করতে পারি।
-
ফোরাম সাধারণত তাদের জন্যই যারা ফোরামে নতুন এবং ফরেক্স শিক্ষানবিশ । আসলে অামি নিজেও এই ক্যাটাগরিতে পড়ি । কারন আমি একজন নতুন ট্রেডার হিসেবে ফোরাম থেকে যে পরিমানে ফরেক্স সম্পর্কিত তথ্য ও জ্ঞান পাচ্ছি যা দ্বারা আমি অনেক বেশি পরিমাণে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারছি । ব্রোকার লাভ বান হবার গেলে আমাদের আগে অনেক কিছু করতে হবে।
-
আপনার সবগুলো কথাই সম্পূর্ণ সঠিক কারণ ফরেক্স মার্কেট একজন ট্রেডার মাত্র 1 ডলার ডিপোজিট করে ও ট্রেডিং করতে পারে তবে তার জন্য তাকে মাইক্রো একাউন্ট ওপেন করতে হবে এবং সেন্ট এ ট্রেডিং করতে হবে।পাশাপাশি এটাও ঠিক যে দুটি উপায়ে ফরেক্স একাউন্টে ডিপোজিট করা যায় তার প্রথমটি হচ্ছে নিজের পকেটের টাকা কে ডলারের রূপান্তরিত করে ডলার ডিপোজিট করা অন্যথায় ফোরামে পোস্ট শেয়ারের মাধ্যমে অর্জিত বোনাস কে ফরেক্স মার্কেটে ডিপোজিট করা।তবে আমি সাধারণত ফোরামের বোনাস কে ডিপোজিট করেই ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি কারণ নিজের পকেট থেকে ডিপোজিট করার চেয়ে বোনাস ডিপোজিট করে ট্রেডিং করাটাই আমার কাছে বেশি সুবিধাজনক বলে মনে হয়।তাছাড়া আমাদের অনেকেরই নিজের পকেট থেকে ডিপোজিট করে ট্রেডিং করার মত সামর্থ্য নেই এবং প্রথম অবস্থায় যেহেতু অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে তাই বোনাস ডিপোজিট করে ট্রেডিং করাটাই উপযুক্ত বলে আমি মনে করে থাকি।
-
১ ডলার দিয়ে ও ট্রেড করা যায় । ফরাম থেকে আমরা আমাদের লিখা পোস্ট করে আয় করতে পারি এবং সেই ডলার দিয়ে ট্রেড করতে পারি তাহলে আমেদের নিজ থেকে আর কন ইনভেস্ট করতে হল না ।
-
ফোরামে ১ ডালার দিয়েও ট্রেড করা সম্ভব কিন্তু আমি বলব যে কখনোই এক ডলার দিয়ে ট্রেড করবেন না সর্বনিম্ন অবস্থায় আপনি 50 ডলার নিয়ে তবেই ট্রেড করা শুরু করুন এর আগে কখনোই ট্রেড করবেন না আর আপনি যখনই মানেজমেন্ট ঠিক না রাখতে পারবেন তবেই আপনি লস করতে শুরু করবেন করেছি লাভ করতে হলে আপনাকে প্রথম ধাপ বুঝে নিতে হবে মানি ম্যানেজমেন্ট সিস্টেম। লাভ বান হয় আপনি ডিপোজিট করতে পারবেন খুব সহজেই এ জন্য আপনাকে ইনস্টাফরেক্স এর ডিপোজিট । না যদি আমরা লস করি তাহলে কি রকম হবে বলেন আপনারা । ব্রোকার লাভ বান হবার গেলে আমাদের আগে অনেক কিছু করতে হবে।