-
এখন ফরেক্স বিজনেস টা আপনি আপনার মোবাইল এ ও করতে পারেন জার জন্য আপনাকে অ্যান্ডরয়েড মোবাইল ব্যাবহার করতে হয় আর আপনি কিন্তু আবার ট্যাব এ ও আপনার ট্রেড পরিচালনা করতে পারেন......আর আসলে মোবাইল থেকে কম্পিউটার এ আমি অনেক কম্পরট ফিল করি আমি কম্পিউটার দিয়া ট্রেড করলে অনেক ভাল ভাবে আনাল্যসিস করতে পারি কিন্তু মোবাইল দিয়া টা সম্ভব না আর তাই কম্পিউটার অনেক ভাল
-
ইন্সটা ফরেক্সকে অনেক ধন্যবাদ এই ধরনে নিত্য নতুন সেবা আমাদের মাঝে দেয়ার জন্য মোবাইলে এই সুবিধা চালু করা নিঃসন্দেহে একটা ভালো উদ্যেগ এখানে আমরা সাবাই নিজ নিজ কাজে অনেক ব্যাস্ত থাকি যার কারণে সবসময়ই কম্পিউটারের সামনে বসে থাকা বেশিরভাগ ট্রেডারের কাছে অসম্ভব তাই মোবাইলের মাধ্যমে আমরা যে কোন স্থানে ফরেক্স এর খবারাখবর রাখতে পারি
-
ফোরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আগে আপনার ল্যাপটব, ডেক্সটপের উপর নির্ভর করতে হতো। কিন্তু বর্তমানে প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে ফোরেক্স মার্কেট প্লাটফরম অ্যান্প্রয়েড ভারসনেও পাওয়া যাচ্ছে কিন্তু লক্ষ রাখা দরকার এটি ক্নিতু আপনাকে সব ধরনের ইন্ডিগর ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া আপনি মার্কেট এর সকল পেয়ার দেখতে, অ্যানালাইসিস করতে এবং মার্কেটে ট্রেড রান করতে বা ক্লোজ করতেও পারবেন।
-
ফরেক্স মার্কেট এখন মোবাইলে করা যায় আর এই ফরেক্স মোবাইলে করে যে কতো সুজগ সুবিধা বেড়ে গেছে তা না বলে বঝান যাবে না তাই মোবাইলে ফরেক্স ট্রেড করতে পেরে আমরা অনেক সুবিদা পেতে পারি যেমন ফরেক্স মার্কেটে আগে ট্রেড দেখার জন্য সবসময় কম্পিউটারে বসে থাকতে হত ।
-
মোবাইল এর মাধ্যমে আমরা এখন ট্রেড করতে পারি আর এটা একটা ভাল জিনিস ফ্ররেক্স ট্রেডারদের জন্য ফরেক্স মোবাইলে ট্রেড করার জন্য কয়েকটি ভার্শন নিয়ে আসছে যার মাধ্যমে আপনি যেকোন স্থান থেকে ট্রেড করতে পারেন। আর মোবাইল এমন একটা জিনিস যেটা সহজেই বহন করা যায়। কম্পিউটার এর সামনে অনেক সময় বরিং লাগে সারাক্ষন দেখে থাকা যায় না তাই আমি মনে করি ফরেক্স ট্রেডারদের জন্য মোবাইল ট্রেডিং একটা ভাল দিক হয়ে উঠবে।
-
ফরেক্স মার্কেট ট্রেড করার জন্য আগে মোবাইলে ফরেক্স ট্রেড করা জেত না তাই ফরেক্স মার্কেট এখন মোবাইলে করা যায় এতে করে আমাদের জন্য অনেক ভাল সুবিদা হয়েছে কারন ফরেক্স ট্রেড করতে গেলে বেশির ভাগ সময় ফরেক্স মার্কেটে থাকতে হয় তাই মোবাইলে থাকা সম্ভব হয়।
-
বাহ ভালই হল। মোবাইল দিয়ে এখন সব কিছু চেক করে উপডেট থাকা যাবে। ফোরাম এর পোস্ট গুলা যখন তখন পরা যাবে। আর সবসময় তো পিসি অন রাখা যায় না। অনেক ভাল হইছে মোবাইল সিস্টেম করে।
-
এখন ডিজিটাল যোগ তাই সবকিচু এখন ডিজিটাল।আগে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কম্পিউটার সামনে বসে থাকতাম কিন্তু এখন আমরা সেই কষ্ট থেকে মুক্তি পেয়েছি।আমরা এখন মোবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারছি।আমরা যখন বাহিরে কোন কাজ এ যাই তখন আমাদের সাথে কম্পিউটার নিয়ে যেতে হয়না।আমরা এখন মোবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারছি।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করা এখন আরো সহজ।
-
ফরেক্স মাক্রেত এখন অনেক জনপ্রিও এবং আমরা ইচ্ছা করলে অনেক টাকা আয় করতে পারি। আমি ইচ্ছা করলে আমার মবাইল দিএও ট্রেড করতে পারি ।মবাইল ট্রেডিং অনেক ভাল কিন্তু আমার মবাইল ট্রেডিং এর জন্য অনেক সতরক হএ ট্রেদ করতে হবে।
-
ট্রেডাররা ইন্সটাফরেক্স এর মাধ্যমে আপনার যেকোন অপারাটিং পদ্ধতিতে এবং যেকোন মোবাইল ব্রাউজারে ট্রেড করতে পারবেন। তাছাড়া আপনি আপনার মোবাইলে ফরেক্স এর মার্কেট সম্পরে জানতে পারবেন। কারন ইন্সটাফরেক্স এখন মোবাইলের জন্য সেই সুবিধা বহন করেছে।