ব্যাংক লোণের কথা চিন্তা না করে আগে নিজে ফরেক্স ভালো করে শিখেন । আপনি ভেবেছেন যে ফরেক্স টাকা অর্থোপার্জনের একটা সহজ রাস্তা, কারন আপনি ফরেক্স সম্পর্কে অনেক কথা শুনেছেন যে ফরেক্স ট্রেড পারলে টাকা আয় করা কোন ব্যাপার নয়। আসলে সেটি তেমন নয়, এটা তার জন্য সত্যি যিনি ফরেক্সের গুরু হতে পেরেছে । ফরেক্সে টাকা স্যের কথা তখন চিন্তা করবেন যখন দেখবেন আপনি মুভমেন্ট সম্পর্কে বুজতে পারেন, প্রাইস একশন সেটাপ শিখতে পারেন। ক্যান্ডেল এনালাইসিস করতে পারেন।

