ফরেক্স মানে বৈদেশিক মুদ্রার কেনা বেচা করে লাভ নেয়া। এটতো পুরোপুরিই একটি ব্যবসা। দ্রুত টাকা কামানোর কিছু মনে করলে হবেনা। অনেক প্লান করে এই ব্যবসাতে নামতে হয়। আগে এনালিষ্ট হয়ে তার পরে ফরেক্স ট্রেডার হওয়ার আশা করতে পারেন।
Printable View
ফরেক্স মানে বৈদেশিক মুদ্রার কেনা বেচা করে লাভ নেয়া। এটতো পুরোপুরিই একটি ব্যবসা। দ্রুত টাকা কামানোর কিছু মনে করলে হবেনা। অনেক প্লান করে এই ব্যবসাতে নামতে হয়। আগে এনালিষ্ট হয়ে তার পরে ফরেক্স ট্রেডার হওয়ার আশা করতে পারেন।
ফরেক্সে নতুন তাদের প্রথমেই নিজেকে একজন ফরেক্স এনালিস্ট হিসেবে গড়ে তোলা উচিত কারন যখন ফরেক্স সম্পর্কে ভালোভাবে এনালাইসিস করতে বুঝবেন তখন ট্রেড করলে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবেন আপনাকে যথেষ্ট পড়াশুনা করতে হবে জ্ঞান অর্জনের জন্য কোন টাকা লাগে না ট্রেড তো আপনি পড়ে করবেন আগে তো জানতে হবে ফরেক্স ট্রেড টা কি এবং কিভাবে করতে হয় ।
ফরেক্স টাকা কামানোর মেশিন মনে করা যাবে না। প্রত্যেক ব্যবসায় লাভ লস আছে। ফরেক্সও এর ব্যতিক্রম নয়। ফরেক্সে ট্রেডিং শুরু করার আগে ভালোভাবে শেখার মানসিকতা থাকতে হবে। প্রথমে লস হতেই পারে, এজন্য হতাশ হওয়া যাবে না। লেগে থাকার মানসিকতা থাকতে হবে। তাহলে আপনি ফরেক্স ব্যবসায় লাভবান হতে পারবেন।
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল অনলাইন ট্রেডিং বিজিনেস,এই বিজিনেস এ ট্রেড করার আগে আমার চিন্তা ছিলো ভালো ভাবে এই বিজিনেস এর সব কিছু যানা,যাতে আমার ট্রেড এ কোনরূপ সমস্যা নেই,আমি মোটামুটি কয়েক টি সিস্টেম লার্ন করেছি,তা দিয়ে আমি ভালো প্রফিট করতেও পারছি,সবাই চিন্তা থাকা উচিৎ ট্রেড এর আগে শিক্ষা লাভ করা ট্রেড এর।
ব্যক্তিগতভাবে আমি বলবো ফরেক্সকে টাকা কামানোর মেশিন মনে করা যাবে না। প্রত্যেক ব্যবসায় যেমন লাভ লস আছে ফরেক্সও এর ব্যতিক্রম নয়। ফরেক্সে ট্রেডিং শুরু করার আগে ভালোভাবে শেখার মানসিকতা থাকতে হবে। প্রথমে লস হতেই পারে, এজন্য হতাশ হওয়া যাবে না। লেগে থাকার মানসিকতা থাকতে হবে।
ফরেক্স এর মূল অংশটাই হল জ্ঞান । আপনাকে যথেষ্ট পড়াশুনা করতে হবে, জ্ঞান অর্জনের জন্য কোন টাকা লাগে না । ট্রেড তো আপনি পড়ে করবেন আগে তো জানতে হবে ফরেক্স ট্রেড টা কি? এবং কিভাবে করতে হয় । যদি সঠিক তথ্য নিয়ে কেউ যদি আসতো ফরেক্স এ তাহলে দেখা যেত ৯৫ভাগ লুজাররা কখনও ফরেক্স ট্রেড এ আসতোই না । তাই ফরেক্স মার্কেটে কাজ করার ক্ষেত্রেই আপনাকে আগে গভীরভাবে মার্কেটের কৌশল ও বিভিন্ন টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর মত বিষয়গুলো গভীরভাবে চিন্তা করতে হবে । যখন আপনি উক্ত এনালাইসিসগুলো সম্পর্কে ভাল জানতে পারবেন তখন আপনি ফরেক্স মার্কেট প্রফিট করতে পারবেন ।
আমিও ভাই আপনার সাথে একমত।কারণ ফরেক্স মার্কেটের একটা বড় দিক হচ্ছে মার্কেট কোন দিকে যাবে তার ঠিক ঠিকানা নাই।যার ফলে যারা লোভে পড়ে তারা তাদের একাউন্ট জিরো করে ফেলে।আর আমি নিজেও ফরেক্সকে অনেক ভাবে পরীক্ষা করে দেখেছি।এখানে আপনা বেশি লাভ করার চেয়ে ঠিকে থাকাটাই প্রধান।কাজেই আপনাকে আগে ধৈর্য ধারণ করে আপনার কাজ করে যেতে হবে।আস্তে আস্তে দেখবেন আপনি উন্নতি করতে পারবেন।
প্রতিনিয়তই অনেক নতুন ট্রেডার এখানে যোগ দিচ্ছেন। এদের নাঝে অধিকাংশই হয়তো এই ভেবে ফরেক্সে আসছেন যে এখানে শুধু টাকা আর টাকা, সহজেই টাকা আয় করা যায়। হ্যা তাদের বলবো এখানে টাকা আছে। কিন্তু এ টাকা আয় করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে দক্ষ হতে হবে। শ্রম দিতে হবে।উল্লেখিত বিষয়গুলো মাথায় রেখে ট্রেড করলে আশা করি আপনি সফল হবেন ।
ফরেক্স বিজনেস একটি সম্পুরনভাবেই স্বাধীন এবং উন্মুক্ত একটি বিজনেস। ফরেক্স বিজনেসে একজন সফল ট্রেডারের জন্য সুযোগের কোন অভাব হয় না জীবনে। ফরেক্স মার্কেটে সবাই ট্রেডিং করে সফল হতে পারে না। এর জন্য দরকার হয় কঠোর পরিশ্রম,নির্লোভ মানসিকতা, মার্কেট সম্পর্কে বিপুল পরিমানে অভিজ্ঞতা। ফরেক্স মার্কেটে তারাই সফল ট্রেডার যারা ধৈর্য ধরে মার্কেটে টিকে থাকতে পারেন।
ফরেক্স বিজনেস একটি সম্পুরনভাবেই স্বাধীন এবং উন্মুক্ত একটি বিজনেস। ফরেক্স বিজনেসে একজন সফল ট্রেডারের জন্য সুযোগের কোন অভাব হয় না জীবনে। ফরেক্স মার্কেটে সবাই ট্রেডিং করে সফল হতে পারে না। এর জন্য দরকার হয় কঠোর পরিশ্রম,নির্লোভ মানসিকতা, মার্কেট সম্পরকে বিপুল পরিমানে অভিজ্ঞতা।ফরেক্স ধৈর্য ধরে দীর্ঘ দিন ফরেক্স করতে পরলে ফরেক্স সমন্ধে জ্ঞান ও দক্ষতা অর্জন করা সম্ভব এর ফলে আপনি এক সময় ভাল ট্রেডার হতে পরবেন।