-
আপনার যদি মুলধন বেশি থাকে তাহলে আপনি একাধিক পেয়ারে ট্রেড করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করতে হবে এবং প্রতিটি পেয়ারে ভালভাবে এনালাইসিস করতে হবে। আর আপনি যদি এই মার্কেটে ফুল টাইম দিতে পারেন তাহলেই একাধিক পেয়ার আপনার জন্য ভাল হবে। আপনি যদি ফরেক্স আপনার পার্ট হিসেবে ব্যবহার করেন তাহলে আমার মনে হয় একটি পেয়ার সিলেক্ট করে ট্রেড করা উচিত আপনার। আমি ডেমোতে দেখছি একটা পেয়ারে লস হলে অন্য একটা পেয়ার থেকে সেটা রিকভার করা সম্ভব হয় । কিন্তু একটা পেয়ার দিয়েই যদি ট্রেড করতে থাকি তাহলে লস হলে সেটা রিকভার হতে বেশ খানিক টা সময় লেভে যায়। আমি সব সময় মিনিমাম ২ টা পেয়ারে ট্রেড করি যা আমার জন্য ভালোই হয় ।
-
অনেক ট্রেডার আছে যারা কেবল মাত্র একটা পেয়ারে ট্রেড করে । তা রা ও যে ভুল করে তা নয় । তবে আমি মনে করি অনেক পেয়ার এ ট্রেড করা হোক আর একটা পেয়ারে ট্রেড করা হোক এইটা সম্পূর্ণ নিজের ব্যাপার । নতুন থাকবেন একটি বা দুটি পেয়ারে ফোকাস করবেন তাতে আপনার অভিজ্ঞতা অর্জন করতে সুবিধা হবে। আর যদি বেশী পেয়ারে ফোকাস করেন তাহলে আপনার লসের সংখ্যা বাড়তে পারে।
-
ফরেক্স মার্কেট এ বিভিন্নভাবে ট্রেড করা যায়। যার যেভাবে ইচ্ছা সে সেভাবে আয় করছে। একই সময়ে অনেকেই বাই করছে আবার অনেকে সেল করচে। প্রফিট করছে দুই ব্যাক্তিই। আসলে ফরেক্স এ্ মার্কেট আপ ডাউন সবসময় হয়। আপনার ট্রেডিং দক্ষতা কাজে লাগিয়ে ট্রেড করতে হবে। যদি আপনি একটি পেয়ারে ট্রেড করতে পারেন তাহলে আপনি অনেক ভালভাবে সেই পেয়ারে এনালাসিস করতে পারবেন যা আপনাকে ভাল মুনাফা উপার্জন করতে সাহায্য করতে পারবে।
-
একাধিক পেয়ার বলতে দুই থেকে তিনটি পেয়ারের মধ্যেই ট্রেড করা ভালো হবে তবে অত্যাধিক পেয়ারে ট্রেড করাটা আমার কাছে খুব একটা সুবিধাজনক বলে মনে হয় না। আপনি যতকম পেয়ার নিয়ে কাজ করবেন আপনার এনালাইসিস করতে তত বেশি সুবিধা হবে আর বেশি পেয়ার নিয়ে কাজ করতে গেলে অনেক বেশি সময় লাগবে বাড়তি এনালাইসিস করতে।
-
এ বিষয়ে আমি বলব যে এটা করা কখনই উচিত হবে না। এটা অনেক মন্দ একটা অভ্যাস। কারন হলো আপনি এখানে একের অধিক পেয়ার নিয়ে যখন কাজ করবেন তখন দুই দিকেই কিছুটা হলেও এনালাইসিসে আপনার ঘাটতি থেকে যেতে পারে, সে ক্ষেত্রে আপনি একাধিক ট্রেড ওপেন করতে পারেন নিজস্ব জ্ঞানের মাধ্যমে বিশ্লেষণ করে । আবার একজন নতুন ট্রেডারের কখনই উচিত হবে না একসাথে একাধিক ট্রেড ওপেন করা কেননা এতে লসের সম্ভাবনা বেশি ।
-
আসলে ভাল খারাপ নির্ভর করবে একজন ট্রেডার ট্রেড দিতে কি পরিমাণ দক্ষ তার উপর । আপনি যদি যথার্থ দক্ষ হন এবং ট্রেডের ব্যাপারে পুর্বের যথেষ্ট ভাল অভিজ্ঞতা আছে তবে সে ক্ষেত্রে আপনি একাধিক ট্রেড ওপেন করতে পারেন নিজস্ব জ্ঞানের মাধ্যমে বিশ্লেষণ করে।এক সময়ে একাধিক পেয়ারে একাধিক ট্রেড ওপেন করা ঠিক হবে না কারন এতে আপনার ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে যদি মার্কেট বিপরীত চলে যায়।
-
এনালাইসিস অনুযায়ী যে পেয়ারে ট্রেড করা অনুকূল মনে করি আমি সেই পেয়ারেই ট্রেড করে থাকি। সাধারণত আমি আমার কিছু পছন্দের পেয়ারগুলির মধ্যে ট্রেড করে থাকি। যেমন; gbpusd, eurousd, usdcad ইত্যাদি। তবে একই সময়ে একাধিক পেয়ারে ট্রেড করা উচিত না। কেবল ওইসব পেয়ারেই ট্রেড করা উচিত যেসব পেয়ার ট্রেড করার জন্য উপযোগী এবং মুভমেন্ট মাঝামাঝি পর্যায়ের। আবার যেসব পেয়ারের মুভমেন্ট অনেক কম বা বেশি এইসব পেয়ারে ট্রেড করা উচিত নয়। যেসব পেয়ারের মুভমেন্ট অনেক বেশি সেসব পিয়ারে ট্রেড করা ঝুঁকিপূর্ণ এবং যেসব পেয়ারে মুভমেন্ট কম সেখানে ট্রেড করে কাঙ্খিত প্রফিটে উঠতে দীর্ঘদিন অপেক্ষা করতে হতে পারে। তাই অবশ্যই এই বিষয়গুলি বিবেচনা করা উচিত।
-
আমি মনে করি যে আপনি যদি ছোট লট বলতে.০১ টেড করনে এবং একাধিক পেয়ারে ডাহলে আপনি প্রাইয় আপনার ট্রেডিং এ নিলবাতি দেখবেন।আর যদি এক পেয়ারে বেশি লটে ঘনঘন টেড করেন আর যদি বিফলে যায় তাহলে লালবাতি আপনাকে জিরোও করে দিতে পারে।তাই ছোট লটে একাধিক পেয়ারে ধরতে পারেন।
-
একাদিক পেয়ারে ট্রেড করা ভাল।কারণ আপনি যদি একটি পেয়ারে ট্রেড করেন এবং ট্রেড যদি লসে যায় তাহলে সেই পেয়ারে লস যাবে।কিন্তু একাদিক পেয়ারে ট্রেড করলে হয়ত দেখবেন সব পেয়ার এক সাথে লসে যাবে না।এতে রিস্ক কমে আসবে।আর আমরা চেষ্টা করলে প্রত্যেক পেয়ারে ভাল স্ট্রাটেজি প্রয়োগ করতে পারি।
-
ফরেক্সে আমরা বিভিন্ন পেয়ারে ট্রেড করে থাকি। কেউ এক থেকে তিনটি আবার কেউ পাঁচ এর অধিক পেয়ারে ট্রেড করে থাকে। এখানে একাধিক পেয়ারে ট্রেড করার পূর্বে ব্যালেন্স ভালো মানের থাকতে হবে। তবে আমার মতে কোন পেয়ার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা পূর্বে পর্যন্ত কোন পেয়ারে ট্রেড করা উচিত নয়। ডেমো একাউন্টে প্রথমে আপনাকে উক্ত পেয়ারে অনুশীলন করতে হবে। ডেমো একাউন্টে অনুশীলন করে সফলতা পেলেই সেই পেয়ারে ট্রেড করা উচিত। আপনাকে মনে রাখতে হবে কোন পেয়ারে অনুমানের উপর ট্রেড করে প্রফিট করা সম্ভব নয়। যে পেয়ারে ট্রেড করবেন সেই পেয়ারের ইনডেক্স সম্পর্কে ধারনা থাকতে হবে। এভাবে যদি একাধিক পেয়ারে এক্সপার্ট হন তাহলে করতে পারেন, আর যদি না হন তাহলে না করাই উচিত। আমি তিন থেকে চারটি পেয়ার নিয়ে এনালাইসিস করে ট্রেড করি।