ডিআর ইন্দির বাংলাদেশ বনকে প্রচুর সময় দিয়েছেন এবং আমি এখান থেকে খুব ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করেছি এবং ডেমো অ্যাকাউন্টেও প্রচুর অনুশীলন করেছি যা আমি বাজার থেকে শিখতে পারি এবং আমি এখান থেকেও পারি
Printable View
ফরেক্স সম্পর্কে আমি প্রথম ধারনা পাই বন্ধুদের কাছ থেকে। তারপার ইন্টারনেট থেকে সার্চ করে ফরেক্স সম্পর্কে সামান্য গ্যান অর্জন। অতপর ডেমো ট্রেডে ব্যবসা, তারপর ফোরামের সন্ধান পাই। এখন ডেমো ট্রেক করছি আর ফোরামের বোনাসের আশায়।
আমি টাইম পাস করার জন্য অবসর সময় অনলাইনে ভিডিও, মুভি, টিক টক দেখতাম ইউটিউবে। মাঝে মাঝে দেখতাম ফরেক্স এর বিভিন্ন ভিডিও আসত।একদিন ফরেক্সের কিছু ভিডিও দেখলাম। কিভাবে একাউন্ট খোলে। কিভাবে ভেরিফাই করে। কিভাবে অল্প সময়ে অনেক টাকা ইনকাম করা যায়। তারপর জানতে পারলাম আমার একটা বন্ধু ফরেক্স করে।পরে তার মাধ্যমে একাউন্ট খুলি। আর ফরেক্স নিয়ে ইউটিউবে ভিডিও দেখে বাকি কাজ গুলো শিখি।
আমি ফরেক্স শিখেছি আমার বন্ধুদের কাছে থেকে।আনার বন্ধুদের দেখতাম ওরা ফরেক্স টেড করতো।পরে আমিবওদের সাহাজ্য নিয়ে ব্লগ টিউটোরিয়াল দেখে কিছুটা আয়ত্তকরেছি।আমার ইন্ভেষ্ট করার ব্যালেনৃস নেই।পরে আমার বন্ধুদের সাহাজ্যে আমি ফোরামে এড হই বোনাস নেই এবং টেড শুরু করি।আল্লার রহমতে আমি ইন্টাফরেক্স থেকে প্রথম বার উইড্রো পেয়েছি।তবে আমাি এই ফোরামে এসেই ফরেক্স এর কলাকৌশল শিখেছি,যতটুকু পেরেছি ততটুকু শিখেছি।তবে ফোরামে এসে দেখলাম ফোরাম ফরেক্স শিক্ষার এক বিরাট প্লট ফরম।এখানে নানান ধরনের টেডারদের সমাহার।তাদের মাতামত, পরামর্শ, নিদেশনা খুবিই কাজকর।ধন্যবাদ ইন্সটা ফরেক্স আমাদের এত বড় সুবিধা দেওয়ার জন্য
ফরেক্স খুব ভাল ও পরিচিত ব্যবসা । অনেক মানুষ আই ফরেক্স ব্যবসা করে এবং এই ব্যবসা করতে পচ্ছন্দ করে । কিন্তু এই ফরেক্স ব্যবসা করতে হলে আগে ফরেক্স সম্প্রকে ভাল করে জানতে হবে । এবং আমি মনে করি ফরেক্স ব্যবসা সম্পরকে জানার জন্য সব চেয়ে ভাল ওয়ে হল বিদি পিপস এবং বেবি পিপ্স । কিন্তু ডেম ট্রেড ও খুব দরকার এই ফরেক্স ব্যসবা করে হলে ও শিখতে হলে ।
ফরেক্স এর প্রথিমিক ধারণা আমি এক বড় ভাই এর কাছ থেকে নিয়েছি । সে ফরেক্স করত আর আমার কাছে বলত তাতেই আমি আগ্রহি হয়ে উঠি । এর পর তার কাছ থেকে প্রথমিক ধারণা নিয়ে আমি ডেমো ট্রেড শুরু করলাম । ধীরে ধীরে আমি অনেক কিছু শিখলাম । এর পর ৬ মাস ডেমো ট্রেড করে যখন মনে হল যে এইবার আমিও পারব তখন আমি রিয়েল ট্রেড করলাম । এখন পর্যন্ত ২ বছর যাবত আমি ফরেক্স মার্কেট এ আছি । এখন ও মনে হচ্ছে যে এই মার্কেট এ অনেক কিছু শিখার আছে।
আমি আমার এক বন্ধুর মাধ্যমে ফরেক্স শিখেছি । আমি ফরেক্স মার্কেট শুরু করার আগে তার মুখে অনেকবার ফরেক্স মার্কেটের কথা শুনেছি যে,, এই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারলে এর থেকে ভালো অর্থ উপার্জন করা যায় । তার পর থেকেই আমার মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হলো যে আমি ও একটা ফরেক্স একাউন্ট খুলবো । তারপর আমি আমার সেই বন্ধুর মাধ্যমে ফরেক্স একাউন্ট খুলি এবং পরিচালনা করার কিছু নিয়মাবলি শিখে নেই । তারপর থেকে আমি বাকিটা নিজের দক্ষতা ও পরিশ্রমের বিনিময়ে অর্জন করেছি । আমি ফরেক্স মার্কেট থেকে তিনবার প্রফিট অর্থ উত্তলন করেছি,,,, ধন্যবাদ ।
পাত্রী হতে খামারে কমপক্ষে একটি কনে থাকতে হবে they তারা যদি বাড়ি না চায় তবে অবশ্যই আমাদের খামারে কাজ করা উচিত তারা ফার্ম থেকে কাজ করে। তাদের সাথে যথেষ্ট কাজ করবে লোকেরা কঠোর পরিশ্রম করে তারা প্রায়শই এটি পেতে পারে এবং তারা সাফল্য অর্জন করতে পারে
আমার ফরেক্স শেখার কারীগর হচ্ছে আমার এক বড় ভাই। উনার মাধ্যমেই আমার ফরেক্স মার্কেটএ আসা। ভাই শুরু করে দিছিল আর এখন আমি আমার নিজের টা নিজের চেষ্টাই শিখছি। ফোরামের বিভিন্ন কমেন্ট হতে শিখছি। তা ছাড়াও আমার কয়েকজন সহকারী দের কাছ থেকেও শিখতেছি।
আমি প্রথমে আমার এক বড় ভাই এর কাছ থেকে ফরেক্স এর কথা শুনি এবং তিনি বলেন ফরেক্স ট্রেড থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়অ তারপর আমি আমার এক টিচার এর কাছ থেকে প্রথম ফবেক্স শিখি। আমি একজন সফল ট্রেডার হগতে চাই।
আমি ফরেক্স শিখছি একজন বড় ভাইয়ের মাধ্যমে ... আমি পরালেখার পাশাপাশি ছাত্র পড়াতাম কিন্তু তা দিয়ে আমার চলা খুব মুশকিল... আমআর পরিবার মদ্ধভিত্থ ।। কিন্তু তখন ঐ ভাইয়া আমি ফরেক্সের সম্পর্কে বলে।।এভাবে আমি ফরেক্স
ফরেক্স প্লেটফরমে আমি অনেক বছর ধরে আছি, আর কোন কিছুতে অনেক বছর ধরে থাকলে এমনি অনেক কিছু শিখা বা যানা হয়ে যায়। আমি অনেক লস লাভ করে এত অভিজ্ঞতা অর্জন করেছি। তাই আমরা যারা নতুন বা শিকছি তাদের সবারি লস লাভ করেই শিখা লাগবে। তবে নতুন রা যদি কোন পুরন ভালো ট্রেডার কে ফল করে তবে সে ক্ষেত্রে অনেক অল্প সময়ে অনেক কিছু শিখে ফেলতে পারবে আমি মনে করি।
আমি ফরেক্স ইন্টারনেট থেকে শিখেছি। তবে একা একা ফরেক্স শিখাটা খুবই কস্টকর। কারন ফরেক্স মার্কেট বিশাল একটা মার্কেট। এখানে প্রতিদিন বিলিয়ন ডলার লেনদনে হচ্ছে। আর যদি কোন এক্সপার্ট থেকে শিখা যায় তাহলে খুব দ্রুত ফরেক্স মার্কেট থেকে সফলতা পাওয়া যাবে।
আমার প্রিয় ভাই, আমি এখনও ফোর হু পুরোপুরি শিখতে পারি নি, তবে আমরা যদি এতে কঠোর পরিশ্রম করি এবং সূর্য শেখার জন্য খুব ভাল শিক্ষকের কাজ শিখি, তবে আমরা সফল হতে পারব। যদি আপনি একজন ভাল শিক্ষকের কাছ থেকে কাজটি শিখেন তবে সাফল্য দ্রুত পাওয়া যাবে এবং কোনও ক্ষতি হবে না এবং প্রতিটি মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে কিছু শিখায়, তাই কঠোর পরিশ্রম আবশ্যক
আমি মনে করি আমি আজও ফরেক্স শিখি নাই। কারন ফরেক্সের ক্ষেত্রটা অনেক বিশাল। আমি মনে করি শুধু মাত্র ফরক্স সম্পর্কে ধারণা পেয়েছি। আমি প্রথম ফরেক্সের গল্প শুনি আমার বন্ধুর কাছে, এখন আমি ফরেক্স শিখছি আর ফোরামে পোস্ট করে যাচ্ছি হয়তো কিছুদিনের ভিতরে শুরু করে দিবো। এখন আমি নিয়মিত ডেমোতে প্রাক্টিস করে যাচ্ছি।ধারাবাহিক সফলতা পেয়ে আমি লাইভে আসতে চাচ্ছি। আর ফোরামে যোগ দিয়ে আমার জ্ঞানের পরিধিটা আরও বেড়ে গেছে, অনেক সিনিয়র ভাইদের মুল্যবান পরামর্শ পাচ্ছি।ধন্যবাদ।
ফরেক্স আপনাকে কেউ শিখিয়ে দেবে না সেক্ষেত্রে আপনাকে উদ্যোগ গ্রহণ করে নিজে নিজে সক্রিয় অবস্থান গ্রহণ করে শিখতে হবে। ফরেক্স শিখতে হলে একজন ট্রেডার কে অনেক ধৈর্যশীল হতে হবে এবং ডেমো অ্যাকাউন্টে ট্রেড করতে করতে দক্ষতা অর্জন করতে হবে। এরপর রিয়েল একাউন্ট ট্রেড করলে লাভবান হওয়া যাবে। অপরেশ মার্কেটের ওয়েবসাইট থেকে প্রতিদিন নিউজ গুলো সংগ্রহ করতে হবে। ও বাংলা ফোরামে যোগ দান করে সিনিয়রদের মতামত দেখে অনেক কিছু শেখার আছে। ফরেক্স মার্কেটের শিক্ষার কোন শেষ নাই তাই আপনাকে আস্তে আস্তে করে সামনের দিকে শিক্ষা গ্রহণ করে এগিয়ে যাইতে হবে। তাহলেই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবেন।,,,,,ধন্যবাদ।
ফরেক্স শেখার পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছে আমার কলিগ কাম বড় ভাই।অনেকদিন যাবতই আমার অনলাইনে কোন একটা কাজ করার ইচ্ছা ছিল কিন্তু কি করবো বা কিভাবে করব তার কোনো দিকনির্দেশনা পাচ্ছিলাম না।ঠিক এমন সময় আমার পরিচিত বড় ভাইয়ের সঙ্গে আমার এই বিষয়ে কথা হয় এবং সেই আমাকে পরামর্শ ও শিক্ষা প্রদান করে ফরেক্স ট্রেডিংয়ের ব্যাপারে। অর্থাৎ সর্বপ্রথম তার হাত ধরেই আমার ফরেক্স মার্কেটে পথ চলা এবং পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের নির্দেশনা দেয়ার মাধ্যমে সে আমাকে সঠিক সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেছে।আর এখন তার পরামর্শ মত চলার মাধ্যমে ফরেক্স মার্কেটের ট্রেডিং করে আমি মোটামুটি খুব ভাল প্রফিট করতে সক্ষম হচ্ছি। আর এজন্য আমি তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ।
আমি সর্ব প্রথম ফরেক্স সম্পর্কে জানি আমার এক বন্ধুর কাস থেকে তারপর আমি ফরেক্স সম্পর্কে ইন্টারনেট এ একটু সার্চ করে দেখি আসলে বেবশা টি কি এবং কিভাবে আমি এর সাথে সম্পৃক্ত হতে পারি তারপর কিসু বাংলা বই নিলাম এবং গুগলে সার্চ করে কিসু ভিডিও টিউটোরিয়াল নিলাম এভাবেই ধীরে ধীরে ফরেক্স মার্কেট এর সাথে সম্পৃক্ত হই এবং ট্রেড শুরু করি*
আমি ফার্স্ট ফরেক্সের নাম শুনি আমার বন্ধুর কাছে, ওর কাছেই আমার প্রথম ফরেক্সের হাতেখড়ি। ট্রেনিং, প্রাক্টিস , শিক্ষা যা দরকার ওই আমাকে করে দিয়েছে। এছাড়াও আমি ইন্টারনে, ইউটিউবএ বিভিন্ন চ্যানেলের সাহাযে এখন অনেকটাই নিজের স্কিল ডেভেলপ করেছি। এখন আমি ডেমো প্রাক্টিস করি। আর ফোরামে বিভিন্ন বিষর লেখা গুলো পরি। খুব শিগ্রই লাইভে আসবো।
আমি আসলে ফরেক্সের কথা আমার এক বন্ধুর কাছে শুনেছি। আমার বন্ধু নিজেও এখনো ফরেক্স শিখে শেষ করে নাই। আমি কখনো কখনো তার থেকেও শিখি আবার কখন কখনো কিছু ওপেন সোর্স আছে সেখান থেকেও শিখি । ফরেক্স শিখার জন্য ওপেন সোর্সের অভাব নাই এখন
আমি ফরেক্স শিখেছি আমার এক বন্ধুর কাছ থেকে মুলত সেই আমাকে ফরেক্স বিষয়ে আগ্রহ বাড়িয়েছে। প্রথম প্রথম ভালো লাগতো না তবে পরবর্তীতে কিছুদিন ফরেক্স করার পর ভালো লাগতে শুরি করে এবং আরো বেশি জানার আগ্রহ তৈরি হয়। তারপর থেকেই বিভিন্ন সোর্স থেকে বই কালেক্ট করে, অনলাইনে ব্লগ পড়ে, ইউটিউবেে টিউটোরিয়াল দেখে নানা উপায়ে ফরেক্স শেখার চেষ্টা করে চলেছি।
আমি ফরেক্স শিখেছি অনলাইন থেকে আমি মনে করি অনলাইন থেকে আপনি চাইলে অনেক সহজেই ফরেক্স শিখতে পারেন এ জন্য আপনাকে এই মার্কেট এ ভাল করে সময় দিতে হবে । তবে অনলাইনে শেখার পাশাপাশি আমি ডেমো তে প্র্যাকটিস করেছি এবং আমার বন্ধুর থেকেও অনেক বিষয়ে আমি স্পষ্ট ধারনা পেয়েছি যা অনেক কার্যকরী ছিল ।
প্রথমে তো কেউই ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালভাবে জানে না , আমিও তেমনি জানতাম না এবং বুঝতামও না ।প্রথমে আমি ইন্টারনেট থেকে কিছু তথ্য সংগ্রহ করি এবং সেগুলো ভালো করে পড়ে বোঝার চেষ্টা করি এবং বেশ কিছু ভিডিও টিওটিরিয়ালও নামিয়ে সে গুলো ভালো করে দেখি এবং তারপর আমি ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড এর জন্য অনুশীলন শুরু করি । আমাকে ডেমো ট্রেডিং ফরেক্স শেখার জন্য অনেক সাহায্য করেছে ।
আমি আমার এক বন্ধুর মাধ্যমে ফরেক্স মার্কেটে এসেছি এবং তার থেকেই ফরেক্স মার্কেট সম্পর্কে জেনেছি ও শিখেছি । তবে তার কাছ থেকে শুধুমাত্র ফরেক্স মার্কেট সম্পর্কে সামান্য পরিমাণে ধারণা নিয়েছি এবং বাকিটা আমি আমার ব্যক্তিগত ধারনা থেকে অর্জন করছি,,,, ধন্যবাদ ।
গুগলের মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন ভিডিও দেখে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানতে পারি।
আমি ফরেক্স শিখেছি বই কিনে আর ফরেক্স ট্রেনিং সেন্টার থেকে তবে আমি এখন নতুন তাই আমি বার বার ডেমো প্রাকটিস করছি েএতে আমার লভের চেয়ে লস অনেক বেশি হচ্ছে এতে আমি হতাশ হয়নি কারণ আমার আশা এাকদিন লাভ হবে ।
সাধারনত আমি ফরেক্স এর বেসিক শিখেছি বিভিন্ন সাইট এর টপিক লার্ন করে,এবং এ্যাডভান্স গুলো শিখেছি ইউটি ইউব এর থেকে ভিডিও দেখে,আপনি চাইলে এখন ঘরে বসেই ফরেক্স শিখতে পারবেন চেষ্টা করলে,তাছাড়া অনলাইন এ অনেক সাইট এখন বিনা ফ্রী তে ফরেক্স শিখাছে,আমি এই ভাবেই ফরেক্স শিখেছি।
আমি সর্বপ্রথম ফরেক্স সম্পর্কে জানতে পারি আমার বন্ধুর কাছে থেকে । প্রথমে আমি বিষয়টাকে এত বেশি গুরুত্ত দেইনি । কিন্তু একদিন ফরেক্স সম্পর্কে আমি তার কাছে থেকে ডিটেইল শুনলাম । তারপর কেন জানি ফরেক্স সম্পর্কে আমার অনেক আগ্রহ কাজ করতে লাগলো । তারপর আমি আমার বন্ধুর কাছে থেকে ফরেক্স সম্পর্কে আরও খুটিনাটি বিষয় জানলাম, গুগল এ সার্চ করে দেখলাম, ফরেক্স নিয়ে লিখা কিছু আরটিকাল পরলাম, ফরেক্স সম্পর্কে লিখা বাংলা কিছু বই পরলাম ইত্যাদি । তারপর একটু একটু কাজ করতে করতে ফরেক্স সম্পর্কে শিখলাম, এখনও শিখছি এবং ভবিষ্যতে আরও ভালভাবে শিখবো বলে আশা করি ।
ফরেক্স সম্পর্কে আমি প্রথম ধারনা পাই বন্ধুদের কাছ থেকে। তারপার ইন্টারনেট থেকে সার্চ করে ফরেক্স সম্পর্কে সামান্য জ্ঞান অর্জন করি। অতপর ডেমো ট্রেডে ব্যবসা, তারপর ফোরামের সন্ধান পাই।ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারলে এর থেকে ভালো অর্থ উপার্জন করা যায় । তার পর থেকেই মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হলো যে আমি ও একটা ফরেক্স একাউন্ট খুলবো । তারপর আমি আমার সেই বন্ধুর মাধ্যমে ফরেক্স একাউন্ট খুলি এবং পরিচালনা করার কিছু নিয়মাবলি শিখে নেই । তারপর থেকে আমি বাকিটা নিজের দক্ষতা ও পরিশ্রমের বিনিময়ে অর্জন করেছি ।।।।