-
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য দক্ষতা অর্জন করা ছাড়া কোন বিকল্প পথ নেই। ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য প্রত্যেক ট্রেডারের কিছু গুণ বা বৈশিষ্ট থাকতে হবে। আমার মতে একজন ভালোমানের ট্রেডারের এই গুণ বা বৈশিষ্ট গুলো হল লোভ ত্যাগ করা,যৈর্য সহকারে সুযোগের অপেক্ষা করা,অতিরক্ত ওভারট্রেড করেনা এবং প্রতিটি ট্রে করার আগে ভলোভাবে মার্কেট এনালাইসিস করে।আর ভালোমানের টেডারের সবচেয়ে ভানো বৈশিষ্ট বা গুণ হল প্রতিটি ট্রেডের জন্য ভালোভাবে মানিম্যানেজমেন্ট করতে পারে। পরিশেষে বলতে হবে ধৈর্যের কোনো বিকল্প নেই।
-
একজন ভালো মানের ট্রেডার তিনিই যার ধৈর্য্য আছে সে কখনো লোভ করেনা ।ফরেক্স মার্কেট এমন এক ধরনের মার্কেট যেখানে টিকে থাকাটাই মেইন এখানে টিকে থাকলে লাভ হবেই তাই টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে ভালো মানের ট্রেডার হতে হবে দক্ষ হইতে হবে । আপনি ওয়েব ডেভেলপার হতে পারলে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবেনা। তার সাতে যদি ভাল ফরেক্স ট্রেডিং করতে পারেন তবে আপনার জন্য সেটে প্লাস পয়েন্ট।
-
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আমাদের কয়েক গুনের অধিকারী হতে হবে প্রথমত আমাকে ধৈর্য ধরে ট্রেড করতে হবে, একটা ট্রেড বন্ধ করার আগে আরেকটা ট্রেড দেওয়া যাবেনা এবং মানি মেনেজম্যেন্ট মেনে ট্রেড করতে হবে। এইখান থেকে একটা কম হলে এই মার্কেটে কাজ করা যাবেনা।আপনাকে এই মার্কেটে টিকে থাকার জন্য এইগুলো মেনে চলতে হবে।
-
ভালো মানের ট্রেডার হতে হলে অনেক সময় দিতে হবে, ধৈর্য ও আস্থার পরিচয় দিতে হবে। প্রতিদিন একটু একটু করে শিখলেও অনেক শেখা হয়ে যায়। ঐ শেখাটা কাজে লাগাতে হবে হাতে কলমে। ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিসটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে ও সেটা কাজে লাগাতে হবে। তাহলেই একজন ভালো ট্রেডার হওয়া যাবে এবং ট্রেডিং থেকে লাভ করা যাবে। আমার দেখা মতে যতগুলো ভালো ট্রেডার ছিল তাঁরা সকলেই ফোরাম থেকে উঠেছে ফোরামে বাংলাদেশের অনেককে ভালো ট্রেডিং শিখেছে এই শিক্ষা নিলে আগামীতে কোনো ভুল হবে না
-
ফরেক্সে টিকে থাকতে হলে ফরেক্স এর খুটিনাটি সবকিছু ধারনা থাকতে হবে ।মাকেট এনালাইসস ,টেকনিক্যা্*ল ,ফাণ্ডামেনটাল এবং সেনটিমেনটাল এনালাইসিস ভালমত বুঝতে হবে ।এ সব গুণাবলী একজন ভাল ট্রেডারের গুনাবলী ।
-
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আমাদের কয়েক গুনের অধিকারী হতে হবে প্রথমত আমাকে ধৈর্য ধরে ট্রেড করতে হবে, একটা ট্রেড বন্ধ করার আগে আরেকটা ট্রেড দেওয়া যাবেনা এবং মানি মেনেজম্যেন্ট মেনে ট্রেড করতে হবে। এইখান থেকে একটা কম হলে এই মার্কেটে কাজ করা যাবেনা।আপনাকে এই মার্কেটে টিকে থাকার জন্য এইগুলো মেনে চলতে হবে।
-
ফরেক্সে টিকে থাকতে হলে ফরেক্স এর খুটিনাটি সবকিছু ধারনা থাকতে হবে ।মাকেট এনালাইসস ,টেকনিক্যা্*ল ,ফাণ্ডামেনটাল এবং সেনটিমেনটাল এনালাইসিস ভালমত বুঝতে হবে ।এ সব গুণাবলী একজন ভাল ট্রেডারের গুনাবলী ।
-
এক জন ভালো মানের ট্রেডারের প্রধান বৈশিষ্ট্য হলো ধৈর্য । এছাড়া একজন ভালো ট্রেডারকে মাকের্ট এনারাইসিস করা *ভালো ভাবে জানতে হবে । এক জন ট্রেডারের এই দুটি বৈশির্ষ্ট্য তাকে একজন ভালো ট্রেডারের পরিনত করতে পারে।
-
একজন ভালো মানের ট্রেডারের অনেক বৈশিষ্ট্য থাকে। ফরেক্সে ভালো ট্রেডার না হলে ভালো সুফল আশা করা যায় না। সফল ট্রেডিং বলতে আমি বুঝি দক্ষতার সাথ নির্ভূল ট্রেডিং। একজন সফল ট্রেডারের নিম্নলিখিত গুন থাখ প্রয়োজন।
১। ট্রেডিং এর ব্যাপারে মৌলিক বা বেসিক জ্ঞান থাকতে হবে।
২। প্রচুর ধৈর্য্যশীল হতে হবে।
৩। লোভ-লালশার উর্ধ্বে অবস্থান করতে হবে।
৪। ট্রেডারকে নির্লোভী হতে হবে।
৫। পরিশ্রমী ও অধ্যাবসায়ী হতে হবে।
৬। প্রচুর মার্কেট এনালাইসিস করতে হবে এবং মর্কেট সেন্টিমেন্ট বুঝে ট্রেড নিতে হবে।
-
একজন ভাল মানের ট্রেডার অনেক বেশি ধৈর্যশীল । তার নিজের একটি ট্রেডিং প্ল্যান থাকে । সে জানে কখন ট্রেডে এট্রি করতে হবে এবং কখন ট্রেড থেকে বেরিয়ে আসতে হবে ।ভাল ট্রেডাররা মার্কেটে এলোমেলো ট্রেড না করে সুযোগের অপেক্ষায় থাকে এবং সুযোগ মত ট্রেডে এন্ট্রি দিয়ে তা থেকে একটি নির্দিষ্ট মুনাফা নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যায় । তাছাড়া ভার মানের ট্রেডাররা মানি ম্যানেজমেন্ট ফলো করে ।