-
আমি বলবো না।কারন ফরেক্স আমাদের দেশে সরাসরি রাষ্ট্রীয়ভাবে বৈধ নয়।আবার সরকারও এখন পর্যন্ত তেমন কোনো ক্লিয়ার ইন্ডিকেশন নেই।আবার বাংলাদেশে যদিও পর্যাপ্ত পরিমান বেকার পড়ে আছে তারপরও তারা এতটা ম্যাচুউট নয়।এজন্য তারা ভালোভাবে ফরেক্স শিখতে পারবে না।আর অত্যন্ত অধৈর্য, পরিশ্রমের সর্বোচ্চ মানসিকতা না থাকায় লস করারর সম্ভবনা বেশি থাকবে।তাই লস করে অ্যাকাউন্ট জিরো করার চেয়ে না ছড়িয়ে পড়া ভালো।তবে যারা প্রতিভাবান তাদের প্রতিভা ছড়াবেই। তা কেউ ঠেকাতে পারবে না।
-
ফরেক্স আমাদের জন্য অনেক দরকার, ফরেক্স এর সাথে সাথে আমরা এর দারনা করতে পারি। ফরেক্স বাংলা আমাদের দেশে অনেক ভাল দারনা দিতে পারে তার জন্য আমাদের ফরেক্স জানা দরকার। আমরা ফরেক্স বাংলা জানার জন্য ।
-
আমাদের দেশে অনেক মানুষ বেকার। তাই তারা যদি ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে ট্রেড শুরু করে তাহলে তারা ফরেক্স থেকে ইনকাম করতে পারবে। আর আমাদের দেশ এর বেকার সমস্যা দূর হবে। এটা দেশ এর অর্থনীতির জন্য অনেক ভাল হবে। তাই আমার ও মনে হয় ফরেক্স দ্রুত ছরিয়ে পরা উচিৎ।
-
আমাদের দেশে অনেক শিক্ষিত , যোগ্যতাসম্পন্ন ব্যক্তি রয়েছে । তবুও দেশের বেশির ভাগ যুবক বেকার থাকে । চাকরি খুজতে খুজতে তারা শেষ পর্যন্ত হতাশায় ভোগেন । এমনকি আত্মহননের মত ঘটনাও ঘটে আমাদের দেশে । ফরেক্সে অল্প পুজি নিয়েই ব্যবশা করা যায় । বেকার মানুশের কর্মসস্থানের জন্য একটা সহজ ভাল উপায় ফরেক্সে ট্রেড করা। তাই ফরেক্স যদি সবাই বুঝে করতে পারে তাহলে আর কারও দিকে চাকরির জন্য চেয়ে থাকতে হবে না ।
-
হ্যাঁ। আমি মনে করি ফরেক্স দ্রুত আমাদের দেশে ছড়িয়ে পরা উচিৎ। কারণ, জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তর করতে ফরেক্স যথেষ্ট ভুমিকা পালন করে থাকে। একটি দেশের সামগ্রিক উন্নতি সাধনের জন্য ফরেক্স গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। ধন্যবাদ
-
মইনুদ্দিন আহ্মেদ
হা ফরেক্স বেবসা যদি আমাদের দেশে দ্রুতও ছড়িয়ে পরে তাহলে আমাদের শিক্ষিত বেকারদের জন্ন একটা আয়ের রাস্তা খুলে যাবে। তবে এই বেবসা ত খুব একটা সহজ না কারন প্রথম দিতে অনেক পরিস্রম করে ফরেক্স সম্পরকে জানতে হবে । যেহেতু এটা একটা মুদ্রা বাজার তাই মুদ্রা বাজার সম্পরকিত অনেক কিছু জানতে হবে। তবে এ বাজার সম্পরকে সবাই কে জানাতে হবে জাতে তারা উতসাহিত হয়ে কাজ করতে আসে ।
-
হ্যাঁ আমাদের দেশের অর্থনৈতিক দিক চিন্তা করলে অনেক খারাপ লাগে। আমাদের দেশের বেকার সমস্যার সমাধানে ফরেক্স গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তাই আমি মনে করি ফরেক্স আমাদের দেশে খুব দ্রুত ছড়িয়ে পরা উচিৎ। ধন্যবাদ
-
হ্যা ফরেক্স আমাদের দেশে তারাতারি ছড়িয়ে পড়া উচিত বলে আমি মনে করি কারন আমাদের দের দেশে বেশিরভাগই লোক বেকার তাই বেকার সমাজ আমাদের দেশে এই ফরেক্স এ ইনভব হয় তাহলে আমাদের অনেক উন্নতি হবে দেশের এবং বেকার সংখ্যা কমে যাবে। তাই আমি মনে করি ফরেক্স এ এই পদ্ধতি সবাইকে ভাবিষ্যতে আকৃষ্ট করবে এবং সবাই ফরেক্স এ ইনভল্ব হবে।
-
আমি মনে করি আমাদের দেশে ফরেক্স ছড়িয়ে পড়া উচিৎ। কারণ, আমাদের দেশে এখনও অনেক যুবক যুবতী বেকার। তারা যদি ফরেক্স করতে পারে তাহলে তারা ঘরে বসে দৈনিক অনেক টাকা উপার্জন সহ অনেক কিছু শিখতে পারে। তাই আমি মনে করি আমাদের দেশ উন্নয়নে ফরেক্সের ভুমিকা অন্যতম। ধন্যবাদ
-
আমিও তাই মনে করি। কারন আমাদের দেশে অনেক তরুন-তরুনী কাজের অভাবে ঘরে বসে আছে। তারা যদি ফরেক্সে আর্নিং করা সম্পর্কে জানত তাহলে এখান থেকে উপার্জন করতে পারত। আমাদের মত দেশে যেখানে প্রতি বছর প্রয়োজন মোতাবেক নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে না সেখানে ফরেক্স বেশ ভালো ভূমিকা রাখতে পারে।