লোভ আমাদের ভেতর থাকতেই পারে। কিন্তু সেটা অতিরিক্ত হলে চলবে না। অতিরিক্ত লোভ দ্রুত ধ্বংসের দিকে নিয়ে যায়। আর ফরেক্স মার্কেটে লোভের ভয়াবহতা মারাত্মক।
Printable View
লোভ আমাদের ভেতর থাকতেই পারে। কিন্তু সেটা অতিরিক্ত হলে চলবে না। অতিরিক্ত লোভ দ্রুত ধ্বংসের দিকে নিয়ে যায়। আর ফরেক্স মার্কেটে লোভের ভয়াবহতা মারাত্মক।
হ্যা সেটা তো অবশ্যই লোভ মানুষ কে তার অধ্যপতনের দিকে নিয়ে যায় , বিশেষ করে ফরেক্স মার্কেটে প্রচূর রিক্সর ব্যাবসা তাই আমাদে সেটা মাথায় রেখে ফরেক্সে ট্রেড করতে হবে, ফরেক্স প্রচূর আয় করা যাবে বলে যে আমরা লোভের বসতো মানিম্যানেজমেন্ট নারেখে ট্রেড করি আমাদের পক্ষে বিপদ জনক সুতারাং আযপন ফরেক্সে লোভ না করি।
আপনি ফরেক্স বাজারে লোভ করে কোন দিনই কিছুই করতে পারবেন না বরং এখান থেকে লাভ করতে চাইলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করে ফরেক্স বাজার সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে হবে । পাশাপাশি টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ইন্ডিকেটর ব্যবহার সম্পর্কে দক্ষ হয়ে উঠতে হবে । আর উক্ত জ্ঞানগুলো প্রয়োগের জন্য আপনি নিয়মিত ডেমো ট্রেডিং পরিচালনা করুন । তাহলে অবশ্যেই লোভের হাত থেকে রক্ষা পাবেন । নতুবা আপনি বেশি লাভের চিন্তায় নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারবেন না ধৈর্য্য হারা হয়ে যাবেন বেশির লাভ করার আশায় ট্রেডের পরিনাম হবে লস ।
ফরেক্স ট্রেডিং কে অন্যসব পেশার মত করে স্বাভাবিক ভাবেই নেয়া উচিত বলে আমি মনে করি । এটি একটি ব্যবসায় । একটি ব্যবসায় থেকে যেমন লাভ লস হয় এখানেও তাই হবে । অধিক মুনাফার আশায় বড় বড় লটে ট্রেড দিলে বেশিরভাগ ক্ষেত্রেই একাউন্ট ব্যালেন্স শূণ্য হয়ে যাবে এটাই স্বাভাবিক বলে আমি মনে করি ।কেননা লোভে পাপ পাপে মৃতু এটা সকলেই জানেন।ফরেক্স ট্রেডিংয়ে লোভ এমনই একটি বিষয় যা একজন ট্রেডারকে তার সকল ট্রেডিং দক্ষতা অভিজ্ঞতা,কেৌশল ইত্যাদি থেকে দূরে রেখে অধিক প্রফিট লাভের মোহে ফেলে ভূল ট্রেডিং সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে ।
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের মাঝে একটা জিনিষ কাজ করে আর তা হল লোভ। কারন আমরা রিয়ার ট্রেড করার আগে আমরা চিন্তা করি একটা ট্রেড অপেন করলেই এই খান থেকে শত শত ডলার আয় করা যায়। এইটা চিন্তা থেকে যত দিন দুরে থাকা যাবেনা তত দিন ফরেক্স মার্কেট প্রপিট করা যাবেনা।। সাময়িক লাভ করলেই পড়ে আবার হরিয়ে যাবে এটাই স্বাভাবিক। তাই আমাদের কে ট্রেডে বসার আগে লোভ পরিহার করতে হবে।
লসের পধান কয়েকটি কারনের মধ্যে লোভ একটি ফরেক্স মার্কেটে আমাদের কে লোভ করা থেকে বিরত থাকতে হবে কারন লোভ করে বেশি করে ট্রেড করি তখন আমাদের লসের পরিমান বেরে যায়। লোভ করে বড় ভলিউমে ট্রেড করি আর সেটা আমাদের কে আরও বেশি খারাপের দিকে নিয়ে যায়।
হ্যা লোভের পরিমান শুধুই লস ঠিকই বলেছেন কারন বেশি লোভ করে ফরেক্স এ টিকে থাকা সম্ভব নয়। আমরা যদি নিজেদের লোভ নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমরাও একসময় ফরেক্স থেকে লস নিয়ে ছিটকে পড়বো। আমাদের সকলেরই উচিত নিজেদের লোভ নিয়ন্ত্রণ এ রাখা।
আমরা ফরেক্স মার্কেটে ব্যবসা করতে এসে কখনোই লোভের বর্শিভূত হব না । যে ট্রেডার যত লোভ করবে সে তত বেশী লসে পড়ে যাবে । অতএব বেশী বেশী আমরা ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও ফরেক্স ব্যবসা করেন মার্কেট এ্যানালাইসিস করে। ফরেক্স মার্কেটে যদি কেউ লোভ করে তবে তার অবস্থা খুব একটা ভাল হবে বলে আমি মনে করি না। কারন আপনি যখনেই লোভ করে ট্রেড করতে যাবেন তখনেই আপনি লসের মধ্য পরে যাবেন।
ফরেক্স ট্রেড না শুধু লোভের পরিণাম সব খানেই খারাপ ই হয়। আমি মনে করি যদি কেও বসে আনতে না পারে তবে তার ফরেক্স এ আসা উচিৎ নয়। কারন এখানে সামান্য ভুলের ও কোন ক্ষমা নেই। মার্কেট সারাক্ষন মুভ করতে থাকেই তাই বলে সব সময় ট্রেড নেয়ার উপযুক্ত একটি সময় কিন্তু নয়। ট্রেড নেয়ার সময় একবার ই আসে আর চলে যায়। আপনি যদি সে সুযোগ মিস করে ফেলেন তাহলে আপনার উচিৎ হবে পরের নিউজের জন্য অপেক্ষা করা। তারাহুড়ো করে যদি আপনি ট্রেড নিয়ে ফেলেন তাহলে আপনি ভুল করে ফেললেন। আপনার ট্রেড লাভে না গিয়ে লসের চলে যেতে পারে। আর একবার যদি মার্জিন আর ফ্রি মার্জিন এক হয়ে যায় তবে আপনার একাউন্ট শূন্য হতে বাধ্য ।
লোভের পরিণাম শুধুই লস কথাটির সঙ্গে আমি সম্পূর্ণ একমত। কারণ ফরেক্সে লোভ বলতে কোন কথা নেই। লোভ হলো সবচেয়ে সবচেয়ে বিপদজনক শব্দ। ফরেক্সে ৯৫% ট্রেডার বিলুপ্ত হওয়ার মূল কারণ হলো। মানুষ লোক ব্যতীত থাকতে পারে না কিন্তু তা অনুশীলনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। রুট করলে ফরেক্সে লসের সম্মুখীন হতে হয় এবং মার্কেট থেকে ছিটকে যেতে হয়।