-
ফরেক্স মোনো টাকার মেশিন না, এখান থেকে আয় করতে হলে দক্ষতা ও পরিশ্রম দিয়ে আয় করতে হয়।আয় আয় নির্ভর করে ট্রেডারের অভিজ্ঞতার উপর।এখানে উন্নতি করতে হলে ধৈর্য্য নিয়ে আগে ট্রেডার কে ফরেক্স শিখতে হবে,আর পারবো মনে হলে ৫-৬ মাস ডেমো ট্রেড করে বার বার সফল হতে হবে তার পর ট্রেড করে সফল হবার চেস্টা।ট্রেডারের সফল ভাবে ট্রেড করার দক্ষতার উপর নির্ভর করে ট্রেডাড় কতটা আয় করতে পারবে।
-
ফরেক্স কে টাকার মেশিন বলা হয় কারন ফরেক্স থেকে টাকা উপার্জন করা যায়। তবে সবার জন্য এটি টাকার মেশিন না। এই মার্কেটে দখ্খ হলে টাকা উপাজর্জন করা সম্ভব। আর যারা না বুযে তাদের জন্য অনেক কঠিন। আমি এই মার্কেটে অভিঙ্গতা কম তাই আর বেশি কিছু বলতে পারবো না। যারা বেশি বুযেন তারা সিয়ার করবেন?
-
আমি অন্য সবার সাথে একমত নই। আমি বলব যারা ফরেক্স কে টাকার মেশিন বলে তারা ভুল বলে। ফরেক্স কোন টাকার মেশিন নয়। এখানে বিনিয়োগ করে নিজের মেধা খাটিয়ে আপনাকে আয় করতে হয়। আপনার ইচ্ছে মত আপনি কাজ করতে পারবেন। এতে কেও আপ্নাআকে বাধা দিভে না। ফরেক্স এক্তি উন্মুক্ত পেশা । র এই সব কারনে ফরেক্স কে টাকা কামানর পথ বলা হয়।
-
যারা ফরেক্স ট্রেডিং কে টাকার মেশিন মনে করে তারা কোনদিনই সফল হতে পারে না । আমি মনে করি ফরেক্স ট্রেডিং কে সম্পূর্ণ একটি পেশা হিসেবে নেয়া উচিত । তাহলেই সহজে সফলতা লাভ করা যাবে । ফরেক্স ট্রেডিং কে খেলা, জুয়া বা টকার মেশিন ভাবা মোটেই উচিত নয় বলে আমি মনে করি ।
-
এত স্বল্প ইনভেস্টমেন্ট এবং কিছুদিনের প্রশিক্ষণ দিয়ে এত দ্রুত এবং এত বিশাল পরিমাণ ইনকাম ফরেক্স ছাড়া আর কোথাও করা সম্ভব নয়। তাই ফরেক্সে টাকার মেশিন বলা হয়ে থাকে।এছাড়া ফরেক্স থেকে ইনকাম করতে আপনার দরকার ফরেক্স সম্পর্কে প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান। এবং আপনি যদি দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিয়মিত ফরেক্স ট্রেডিং করতে পারেন, তাহলে মাস শেষে খুব সহজেই 100 থেকে 500 ডলার ইনকাম করা সম্ভব।
-
এই মার্কেট থেকে সহজেই ধনী হওয়া যায়। তাই অনেকেই ফরেক্স কে টাকার মেশিন বলে। আসলে ফরেক্স এ ট্রেড করা ও টিকে থাকা এত সহজ নয়। ট্রেড সম্পর্কে অভিজ্ঞ ও দক্ষ না হলে লাভ করা সম্ভব না। ফরেক্স এ লাভ যেমন হয় তেমনি অনেক লস ও হয়। আপনার একটু ভুলে আপনি আপনার বিনিয়োগ হারিয়ে ফেলতে পারেন। যদি ফরেক্স টাকার মেশিন হত তাহলে তো আমাদের হারানোর কিছু খাকত না। শুধু আয় আর আয় হত। তাই আমার কাছে ফরেক্সকে কোন টাকার মেশিন বলে মনে হয় না।
-
ফরেক্স কে টাকার মেশিন বলা হয়, এই কথা সম্পুরন ভুল। যদি এটা টাকা ইঙ্কামের মেশিন হত তাহলে মানুষ সব কাজ বাদ দিয়ে শুধু ফরেক্স ট্রেড করত। ফরেক্স এ আপনি ভালো একটা আয় করতে পারেন। তবে আপনি যদি প্রচুর দক্ষ হোন। অনুশীলনের মাধ্যমে একজন ট্রেডার ফরেক্স থেকে একটা স্মার্ট ইঙ্কাম করতে পারেন।
-
ফরেক্স ট্রেড হতে অল্প সময়ে অল্প পুঁজি বিনিয়োগ করে অধিক মুনাফা করা যায়। এই মার্কেট থেকে সহজেই ধনী হওয়া যায়। তাই অনেকেই ফরেক্স কে টাকার মেশিন বলে। আসলে ফরেক্স এ ট্রেড করা ও টিকে থাকা এত সহজ নয়। যারা ফরেক্স থেকে টাকা আয় করতে পারেন তারা ফরেক্স কে টাকার মেশিন বলতে পারেন আর যারা ফরেক্স থেকে টাকা আয় করতে পারেন না তারা ফরেক্স কে টাকার মেশিন বলতে পারতে ছেন না ।
-
ফরেক্স মূলত সকলের জন্য টাকার মেশিন নয়। কারণ ফরেক্সে যে সকল ট্রেডার অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন তারা ফরেক্স থেকে প্রচুর আয় করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে লসও হয়। কিন্তু যারা ফরেক্সকে টাকার মেশিন মনে করে ফরেক্স করেন তাদের জন্য ফরেক্স কোন লাভজনক ব্যবসা নয়। তাদের কাছেই ফরেক্স কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে না। কারণ তারা ফরেক্স টাকা বানানোর মেশিন মনে করেন, জ্ঞান লাভের মনোভাব বা অর্জনের আগ্রহ থাকে না।
-
ফরেক্স কি টাকার মেশিন কেন বলা হয় কারণ ফরেক্স এমন একটা ব্যবসার মার্কেট যে ব্যবসা করলে শূন্য থেকে কোটিপতি হতে সময় লাগে না এবং কোটিপতি থেকে 0 তো সময় লাগেনা তবে ফরেক্সের বিভিন্ন দেশের অর্থনৈতিক বাজারের সাথে লেনদেন থাকে যেখানে টাকা সরাসরি থাকে তাই ফরেক্স কে টাকার মেশিন বলা হয়।