ফরেক্স এ এমন কেউ যদি থাকেন যে স্টপ লস ছাড়া ট্রেড করেন তাহলে দয়া করে শেয়ার করুন। কারন স্টপ লস ছাড়া একটি কারেন্সি পেয়ারে ট্রেড করে ভাল প্রফিট করা যেতে পারে।
Printable View
ফরেক্স এ এমন কেউ যদি থাকেন যে স্টপ লস ছাড়া ট্রেড করেন তাহলে দয়া করে শেয়ার করুন। কারন স্টপ লস ছাড়া একটি কারেন্সি পেয়ারে ট্রেড করে ভাল প্রফিট করা যেতে পারে।
হ্যা, আমি জানি ভাই ফরেক্স এ স্টপ লস ছাড়া ট্রেড খুবই ঝুকিপুরন। কিন্তু যখন ট্রেড করে স্টপ লস হিট করে তখন খুব খারাপ লাগে। তাই ভাবছি স্টপ লস ছাড়া শুধু একটা কারেন্সিতে সফল হওয়া যাবে কি না।
হ্যাঁ,,, আমি স্টপ লচ ব্যবহার না করেই ট্রেড করে থাকি । তবে আমি সবসময় ট্রেড করে সফল হতে পারি না । একজন দক্ষ ট্রেডার ও সবসময় ট্রেড করে সফলতা অর্জন করতে পারে না । তবে হ্যাঁ কোনো ট্রেড ওপেন করার আগে যদি মার্কেট ভালোভাবে এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করা যায় তাহলে অবশ্যই ভালো অর্থ উপার্জন করা সম্ভব,,,, ধন্যবাদ ।
একটা সময় আমি নিজেও স্টপ লস ব্যবহার করতাম না। ফলে পরবর্তীতে আমি অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছি। আমার একাউন্ট শূন্য হয়ে গেছে । সব সময় মার্কেট দেখা সম্ভব হয়নি যার কারণে মার্কেট বিপরীতে যাওয়ায় আমার একাউন্ট শূন্য হয়ে যায়। এটি আমার জন্য বড় একটি শিক্ষা ছিল।তার পর থেকেই আমি tp & sl উভয়ই ব্যবহার করি ।
অবশ্যই অনেকেই স্টপ লস ছাড়া ট্রেড করেন আর ট্রেড করেই তারা লসে পড়ে যায় । আমরা সব সময় স্টপ লস ব্যবহার করব যাতে করে আমাদের কোন ক্ষতির মধ্যে পতিত হতে না হয় । দক্ষ ও বুদ্ধিমান ট্রেডাররা স্টপ লস ব্যবহার করে ট্রেড করে। কারন ফরেক্সে কারেন্সি পেয়ারের মুল্য যেকোনো সময় বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। সকল ট্রেডারদের উচিত স্টপ লস ব্যবহার করে ট্রেড করা।
স্টপ লস দেওয়া ছাড়া ভালো ট্রেডাররা ট্রেড করেন না । কেননা আমরা জানি যে ফরেক্সে ট্রেড করতে হলে স্টপ লসের ব্যবহার করতে হবে । বিশেষ করে নতুনদের জন্যতো এটা অপরিহার্য । কারণ মার্কেট উঠানামা করার সময় কখন যে একদিকে রান করে এবং আদৌ দ্রুত ব্যাক করবে কিনা তা কারো জানা নেই সুতরাং লস হলেও সীমিত পরিমাণ থাকে।
ফরেক্স এ স্টপ লস ছাড়া ট্রেড করলে অনেকটা ঝুঁকি মনে হয়। আমি আগে স্টপ লস ছাড়া ফরেক্স করতাম তখন দেখা যেত যে অনেক লস হত। তারপর যখন স্টপ লস ব্যবহার করা শুরু করলাম তখন তেমন একটা ঝুঁকি হত না। তাই স্টপ লস ব্যবহার করা অনেকটা ঝুঁকি কম থাকে। আর স্টপ লস ব্যবহার না করলে অনেকটা ঝুঁকি থেকে যায়। তাই আমি বলব যে অনিশ্চিত কোন ট্রেড ওপেন করলে স্টপ লস ব্যবহার করবেন এতে আপনার ঝুঁকি কম হবে। ধন্যবাদ।
অবশ্যই অনেকেই স্টপ লস ছাড়া ট্রেড করেন আর ট্রেড করেই তারা লসে পড়ে যায় । আমরা সব সময় স্টপ লস ব্যবহার করব যাতে করে আমাদের কোন ক্ষতির মধ্যে পতিত হতে না হয় । সুতরাং আমরা ফরেক্স করার সময় অবশ্যই স্টপ লস ব্যবহার করার চেষ্টা করব ।
ফরেক্স এ এই স্টপ লস ও টেপ প্রফিট খুব সুন্দর একটি অংশ করে দিয়েছে। ফরেক্স এ স্টপ লস এর মাধ্যেমে আপনার অনেক ঝুঁকি কমাতে পারে। আমি যখনই ফরেক্স এ ট্রেড করি তখন আমি স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করি। স্টপ লস করে ট্রেড ওপেন রাখলে অনেকটা ঝুঁকি থেকে যায়। তাই আমি ঝুঁকি এড়াতে বা একাউন্ট ব্যালেন্স জিরোর হাত থেকে রক্ষা করার জন্য এই স্টপ লস ব্যবহার করে থাকি।
হ্যা আমি স্টপ লস ছাড়া ট্রেড করি। তবে একজন পেশাদার ট্রেডার স্টপ লস ব্যবহার করে। এতে ঝুকির পরিমাণ কম হয়। এবং অনেক টাকা আয় করা সম্ভব। তাই আমি মনে করি স্টপ লস ব্যবহার উচিত ফরেক্স এ।আপনি যদি স্টপ লস ছারা ট্রেড করেন তা হলে আপনি রিক্স নিচ্ছেন। আপনি মনে রাখবেন কোন কাজ শুধু রিক্স নিলে আপনার কাজে সফলতা আসবেনা । আপনাকে আগে সেই কাজে দক্ষতা অর্জন করতে হবে।তা হলে আপনি যে কোন কাজে রিক্স নিতে পারবেন।তাই আমাদের একাউন্ট সিকিউর রাখার জন্য স্টপ লস ব্যাবহার করা জরুরী।।।