-
আমি বলবো নিউজ ভালো ভাবে না বুঝলে নিউজ ট্রেড করা ঠিক না। কারণ নিউজ ট্রেড হইত আপনাকে বেশি লাভ দিবে। কিন্তু আপনি যদি নিউজ ভালো ভাবে না বুঝেন তাহলে আপনি যা লাভ করবেন, তার অনেক বেশি লস হবে। তাই আমার মনে হয় নিউজ না বুঝলে নিউজ ট্রেড করা ঠিক না। আমি নিজেও নিউজ ট্রেড করা বাদ দিয়েছি। কারণ আমি নিউজ ট্রেড এ অনেক বার অনেক লস করেছি।
-
নিউজ ট্রেড করা ভাল তবে সবার জন্ন না । তবে নিউজ ট্রেডে আবার ভয় আছে যেদি এনালাইসেস ঠিকমত না হয় তবে অনেক লসে পড়তে হয় । তাই নিউজ ট্রেড না করাই ভাল ।
-
নিউজ ট্রেড খুবই বিপদ জনক নতুন কিংবা পুরানো সব ট্রেডারের জন্যই। তবে মার্কেট এ্যানালাইসিস করে ট্রেড করলে বিপদের সম্ভাবনা কমে যায়। নিউজ ট্রেডের সময় স্টপ লস নিয়ে ট্রেড করা ভাল। এতে বিপদের সম্ভাবনা কমে যায়। কিন্তু আমরা বেশির ভাগ ক্ষেত্রেই স্টপ লস ব্যবহার করি না বিধায় আমাদের এ্যাকাউন্ট প্রায়ই জিরো হয়ে যায়।
-
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডএকটি দারুন ভুমিকা রাখেএবং নিউজ ট্রেড করে অনেক প্রফিট করা সম্ভব । নিউজ ট্রেড করতে গেলে ফরেক্স মার্কেটের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ হতে হবে নিউজ ট্রেডের উপর। নিউজ ট্রেড নতুনদের জন্য বেশি খারাপ। তারা এখানে ট্রেড করতে হলে আগে তাদের অনেক জানতে হবে। এটা পুরাতন ট্রেডারদের জন্য অনেক ভালো।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে বিভিন্ন নিউজ সম্পর্কে জানতে হবে কারন নিউজের কারনে মার্কেটে অনেক বেশি প্রভাব পড়ে তখন মার্কেট উলট পালট হয়ে যায়। তাই আমাদের কে ট্রেড করতে হলে ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর জোর দিতে হবে।
-
আমার পরামর্শ হলো নিউজ ভালো ভাবে না বুঝলে নিউজ ট্রেড করা ঠিক না। কারণ নিউজ ট্রেড হইত আপনাকে বেশি লাভ দিবে। কিন্তু আপনি যদি নিউজ ভালো ভাবে না বুঝেন তাহলে আপনি যা লাভ করবেন, তার অনেক বেশি লস হবে। তাই আমার মনে হয় নিউজ না বুঝলে নিউজ ট্রেড করা ঠিক না। আমি নিজেও নিউজ ট্রেড করা বাদ দিয়েছি। কারণ আমি নিউজ ট্রেড এ অনেক বার অনেক লস করেছি।
-
ফরেক্স এমন একটা মার্কেট যেখানে ট্রেড করে লাভবান হতে গেলে আমাদের অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে এবং সঠিক কৈশল আয়ত্ত করতে হবে । কেননা সঠিক কৈশল ব্যাতিরেক আমরা ফরেক্সে টিকে থাকতে পারব না । যেহেতেু ফরেক্স একটা আন্তর্জাতিক ব্যবসায় সেহেতু প্রতিটা ট্রেডের আগে ভালভাবে ফরেক্স রিলেটেড নিউজগুলো ভালভাবে বিশ্লেষণ করতে হবে ।
-
নিউজ ট্রেড অনেক গুরুত্বপূর্ণ । কারন নিউজ ছাড়া ট্রেড করা মোতেই ঠিক না । আমি মনে করি যে নিউজ ট্রেড খুব উপকারি প্রফিট করার জন্য । তবে এ কথা ও সঠিক যে হাই নিউজ এ ট্রেড করলে অনেক লস হতে পারে । তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে । মিডিয়াম নিউজএ ট্রেড করতে হবে তাহলে আমরা অনেক টাকা প্রফিত করতে পারবো । আমি মিডিয়াম নিউজএ ট্রেড করে থাকি ।
-
আমরা সব সময় নিউজ ট্রেড ধৈর্য্যের সহিত করতে হবে । কারণ নিউজ ট্রেডের সময়ে আমরা ডেমো ট্রেড বেশী বেশী করে করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । অতএব আমরা সব সময় ফরেক্স ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর ফরেক্স ব্যবসা করার চেষ্টা করত থাকব । অতএব আমরা ধৈর্য্যের সাথে ফরেক্স ব্যবাস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
নিউজ ট্রেড নতুন ট্রেডারদের জন্য খুব ক্ষতিকর। তবে অভিজ্ঞদের ক্ষেত্রে একটু আলাদা তারপরেও নিউজ ট্রেড এ অভিজ্ঞরাও লস করে ফেলে। তাই আমার মতে নিউজ ট্রেড না করাই ভাল।