ফরেক্স্ এর যে সব বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর কারণেই আমরা ফরেক্স মার্কেটের প্রতি আকৃষ্ট হই । ফরেক্স এর জনপ্রিয়তা বর্তমানে সারা বিশ্বব্যাপি এবং এই জনপ্রিয়তার অন্যতম কারণ হল এর সময়ের বন্টনটা । ফরেক্স দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে বলে বেশিরভাগ ট্রেডার এখানে ট্রেড করতে চায় এবং এখানে ট্রেড করার মাধ্যমে অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারবে যদি ভাল মানের ট্রেডিং দক্ষতা থাকে ।