-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে প্রথমিক পর্যায়ে কোনো-না-কোনো ইনডিকেটরের সাহায্য নিতে হয়। তবে ট্রেডিং করতে করতে যখন নিজের এনালাইসিস অভিজ্ঞতা বৃদ্ধি পাবে তখন কোন ইন্ডিকেটর ব্যবহার না করলেও চলে। নিজেই এনালাইসিস করে তৈরি করা যায়।সাধারণত এসব ইন্ডিকেটর 50 পার্সেন্ট কাজ করে থাকে বাকিটা নিজের এনালাইসিস এর উপর ভিত্তি করেই সেটিং করতে হয়। আসলে একেকজন একেকরকম ইন্ডিকেটর ব্যবহার করতে সুবিধা মনে করেন। ফরেক্স মার্কেটে অনেকগুলো ইনডিকেটরের মধ্য থেকে Moving Avarage, RSI, ZigZag এবং MACD আমার কাছে কিছুটা কার্যকর মনে হয়। এসব ইন্ডিকেটর বেশিরভাগ সময় কার্যকর নির্দেশনা দিয়ে থাকে।পরিশেষে বলব যে আপনি যে ইন্ডিকেটর ব্যবহার করেন না কেন আপনার নিজের এনালাইসিস কে সর্বোচ্চ গুরুত্ব দিন। কথায় আছে, "Own suggestion is the best suggestion".
-
আসলে একটা সত্য কথা হল কোন ইনডিকেটরই আপনাকে লাভ করে দিতে পারবে না যদি না আপনি তার খুটি নাটি সবই জানেন। তাই যে কোন ইনডিকেটর নিয়ে স্টাডি করুন আর বুঝার চেষ্টা করুন কোন সেটিং এর পরে মার্কেট কোন দিকে যাওয়ার সিগন্যাল দেয়। কোন ঈন্ডীকেটর কিভাবে কাজ করে। তা না হলে আপনি ইন্ডিকেটর দয়ে ভালো ট্রেড করতে পারবেন না। আর তাছারা সবাই কম বা বেশি ইন্ডিকেটর ব্যবহার করে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য যে টার্মিনাল থাকেসেই টারমিনালে অনেক ইন্ডিকেতর থাকে সেই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে অনেকে মুভিং এভারেজ আর এস আই বুলিংগার ব্যান্ড বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে। তবে শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিত নয় । সাথে অবশ্যই আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে । আর মানি ম্যানেজমেন্ট মানতে হবে ট্রেড করার সময় ।
-
অনেক ইন্ডিকেটর রয়েছে।মেটাট্রেড রে ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে।যেমনঃ Bollinger Bands,Moving Average,parabolic Sar ইত্যাদি।এছাড়াও অনলাইনে হাজার হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায়।
-
ফরেক্স মার্কেট এ এমন কোনো ইন্ডিকেটর আসে বলে আমার মপ্নে হয় না যা আপনাকে নিশ্চিত ভাবে লাব করে দেওয়ার গেরান্টি দিবে তবে আপনি আপনার ট্রেড এর ট্রেন্ড নিশ্চিত হতে এবং ট্রেড এর সাহায্যের জন্য ইন্ডিকেটর এর সহায়তা নিতে পারেন আমাদের টার্মিনালে অনেক গুলো ভালো ইন্ডিকেটর আসে। মেটাট্রেডারে ডিফল্ট কিছু ইন্ডিকেটর হল, যেমনঃ Bollinger Bands, Moving Average, parabolic Sar ইত্যাদি ।
-
সচারচর তেমন একটা ইন্ডিকেটর ব্যবহার করি না। আর ইন্ডিকেটর ব্যবহারের পক্ষে ও না। কারন- ইন্ডিকেটর মার্কেট মুভমেন্ট এর আগে কোন সিগন্যাল দিতে পারে না। ইন্ডিকেটর তখনই কাজ করে যখন মার্কেট মুভ করতে শুরু করে। তাই ইন্ডিকেটর ব্যবহারের যৌতিক কারন আমি খুজে পাই না।
-
অনেক ইন্ডিকেটর রয়েছে।মেটাট্রেড রে ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে।যেমনঃ Bollinger Bands,Moving Average,parabolic Sar ইত্যাদি।এছাড়াও অনলাইনে হাজার হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায়।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ এমন কোনো ইন্ডিকেটর আসে বলে আমার মনে হয় না যা আপনাকে নিশ্চিত ভাবে লাভ করে দেওয়ার গ্যারান্টি দিবে তবে আপনি আপনার ট্রেড এর ট্রেন্ড নিশ্চিত হতে এবং ট্রেড এর সাহায্যের জন্য ইন্ডিকেটর এর সহায়তা নিতে পারেন আমাদের টার্মিনালে অনেক গুলো ভালো ইন্ডিকেটর আসে এর মাঝে মুভিং এভারেজ এবং জিগ যেগ ইন্ডিকেটর দুটি উপকারী ট্রেড এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এবং ট্রেড কনফার্ম এর জন্য অনেক বেশি উপকারী।
-
ফরেক্সে যদি আমরা ইনডিকেটর উপর নির্ভরশীল না হয়ে আমরা নিজেরাই যদি ফরেক্স সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে পারি বিভিন্ন জায়গায় পড়াশোনা করার মাধ্যমে তাহলেই আমরা ফলের চেয়ে বেশি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরও কিছু মানুষ ইন্টিগ্রেটর ব্যবহার করে।
অনেক ইন্ডিকেটর রয়েছে।মেটাট্রেড রে ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে।যেমনঃ Bollinger Bands,Moving Average,parabolic Sar ইত্যাদি।এছাড়াও অনলাইনে হাজার হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায়। আপনি সেগুলো মেটাট্রেডারে যোগ করে নিতে পারবেন।গুগলে Forex indicator লিখে সার্চ করলেই অনেক ইন্ডিকেটর পাবেন।এছাড়া বিডিপিপসের "ফরেক্স ইন্ডিকেটর"সেকশনে অনেক ইন্ডিকেটর রয়েছে।যেকোনো ইন্ডিকেটর প্রথমে ডেমোতে টেস্ট করে দেখুন। ফলাফল ভাল লাগলে তারপর রিয়েল ট্রেডে ব্যবহার করুন।
-
বিভিন্ন ধারনের ইন্ডিকেটরের ব্যবহার দেখা যায় যেমন মুভিং এভারেজ পরাবলিক সার, বুলিংগার ব্যান্ড ইত্যাদি এই সব ইন্ডিকেটর ট্রেডারদের মার্কেট এনালাইজে বা মার্কেট ইন্ডিকেটিংয়ে নানা ভাবে সাহায্য করে থাকে। আপনি যদি সর্ট ট্রেড করেন তাহলে লং ট্রেডের ইন্ডিকেটর আপনার কোন কাজে দিবে না। আবার যদি লং ট্রেড করেন তাহলে শর্ট ট্রেডের ইন্ডিকেটর গুলো আপনার কোন কাজে দিবে না । সব চেয়ে ভাল হয় মোটামুটি ইন্ডিকেটর গুলো নিয়ে একটু পড়াশোনা করুন ।