-
ফরেক্স শেখার জন্য বাংলাদেশে অনেক প্রতিস্ঠান রয়েছে আমার জানামতে যে কোন আউটসোসি্*ং ট্রেনিং সেন্টারেই আপনি ফরেক্স শিখতে পারবেন কারন ফরেক্স হচ্ছে খুব সহজে আউটসোর্সিং করার অন্যতম মাধ্যম বাংলাদেশে যারা আউটসোর্সিং শিখে তারা অবশ্যই আগে ফরেক্স শিখে তাই যে কোন আউটসোর্সিং ট্রেনিং সেন্টারে আপনি ফরেক্স শিখতে পারবেন
-
ফরেক্স ট্রেডিং শিখার জন্য এখন অনেক ভাল ভাল ট্রেডিং সেন্টার দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে যারা ফরেক্স ট্রেডিংয়ের উপর অনেক ভাল প্রশিক্ষন দিয়ে থাকে পাশাপাশি অনলাইনেও রয়েছে ফরেক্স ট্রেডিংয়ের উপর নির্মিত অনেক ভাল ভাল মানের ভিডিও টিউটোরিয়াল যা দেখে এবং অনুশীলন করে অনেক ভাল ফরেক্স ট্রেডিং শিখা যায়।
-
ফরেক্স শেখার জন্য কোন প্রতিষ্ঠান নেই। তবে যারা ভাল ট্রেডিং করে তাদের কাছ থেকে আপনি শিখতে পারেন। এছাড়া ইউটিউওবে ফরেক্স নিয়ে অনেক ভিডিও আছে। যেগুলো দিয়ে আপনি ফরেক্স শিখতে পারেন। এছাড়া গুগলে সারস দিলে ফরেক্স নিয়ে আপনি বিভিন্ন টিউটরিয়া পাবেন।
-
ফরেক্স শিখাই এমন অনেক প্রতিষ্ঠান ঢাকাই আছে। আপনি যদি চান তাহলে কোন প্রতিষ্ঠান থেকে অথবা অনলাইনের সহযোগিতা নিতে পারেন। অথবা কোন এক্সপার্ট ট্রেড কারির কাছেও জেতে পারেন। তবে অনলাইনে শিখার চাইতে ভাল প্রতিষ্ঠানে যাওয়ায় ভাল বলে আমি মনে করি। অনলাইনে অনেক বিষয় আছে যেগুলো ভুঝা মুশকিল। যেমন আমি পারিনি। পাশা পাশি ফরামে অংশ নিলেও আনেক কিছু ধারনা পাওয়া যাবে।
-
কোন প্রতিসঠানে গিয়ে ফরেকস শিখে অযথা পয়সা নস্ট না করে , *ফোরাম এর বিভিনন পোস্ট গুলা পরুন , কোন কিছু জানার থাকলে প্রশন করুন, অনলাইনে সার্চ করুন , *অনেক কিছু জানতে প্রবেন । কিছু ব্রকার এ ফিরি ইডুকেশন , ওয়েবেনার এর ব্যাসথা থাকে এগুলাতে অংশ নিন, আপনি ফরেকস শিখে যাবেন । তবে ভাল টরেডার হতে হলে *আপনাকে প্রচুর পরিশ্্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে ।
-
হ্যাঁ ফরেক্স শিখার জন্য প্রতিষ্ঠান রয়েছে।তবে ফরেক্স শিখার জন্য আমাদের দেশে কোন প্রতিষ্ঠান নাই।তবে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা ফরেক্স শিখাই।আপনি চাইলে আপনি তাদের কাছ থেকে ফরেক্স শিখতে পারেন।আমি আমার এক বড় ভাই থেকে ফরেক্স শিখেছি।তিনি আমাকে ফরেক্স অনেক ভালো ভাবে শিখিয়েছেন।তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলচি আপনি আপনার পরিচিত যারা ফরেক্স শিখাই তাদের কাছ থেকে ফরেক্স শিখতে পারেন।আমাদের ফরেক্স এর কোন বৈদ্যতা নাই।
-
ফরেক্স যেহেতু বাংলাদেশে এখনো আশানুরুপ অগ্রগতি সাধন করতে পারেনি যার করণে বর্তমানে কোন স্বনামধণ্য ফরেক্স ট্রেনিং সেন্টাল বাংলাদেশে নেই । এরকম একটা ট্রেনিং সেন্টারের চাহিদা মানুষ অনেক বেশি অনুধাবন করছে । সম্ভবত সরকারের বিধিনিষেধের কারণেই এ ধরনের প্রতিষ্টান এখনো গড়ে উঠে নি । তবে ভবিষ্যতে হবে বলে আশা করি ।
-
ফরেক্সের উপর আমাদের দেশে এখনো কোন প্রতিষ্ঠান গড়ে উঠেনি। যারা ফরেক্স শেখায় তাদের 99% ই ভূয়া। এরা নিজেরা যা জানে তা তো শেখায়ই না বরং ভূল পথে দিক নির্দেশনা দেয়। এরা চায় না দেশের মানুষ আত্ন নির্ভরশীল হোক। তাই নিজে নিজে চেষ্টা করে শেখা অনেক ভাল।
-
ফরেক্স শেখা খুব সহজ । আপনি একটু খজ নিয়ে দেখেন আপনার আশে-পাশে অনেক লোক আছে যারা ফরেক্স অনেক ভাল বুঝেন । তাছাড়া ইন্টারনেটে গুগোল মামার কাছ থেকে অনেক কিছু হেল্প নিতে পারেন । তার কাছে ফরেক্স সমন্ধে সার্চ কলে অনেক তথ্য পাবেন। এছাড়া ইউটিউবে অনেক টিটোরিয়েল পেতে পারেন । আমি ইউটিউবে অনেক কিছু শিখেছি । অনেক সুন্দর করে টিউটোরিয়েল গুলো তৈরি করা থেকে ।
-
ফরেক্স শিখার জন্য এখনো কোন প্রতিস্ঠান তৈরি হয়নি তবে কেই ব্যাক্তি গত শিখায় সে ক্ষেত্রে আপনাকে অনেক টাকা দুতে হবে তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করে জানতে হল অনলাইনে জানত পারবেন।