ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নিউজ পড়া খুব জরুরি।নিউজের মাধ্যমে আপনি জানতে বর্তমান মুদ্রার কত মূল্য।ঐদেশের এখনকার অর্থনৈতিক বা পারিপারশিক অবস্হা।নিউজ পড়ে ট্রেড করলে লাভ হওয়ার সম্ভবনা বেশী থাকে এবং লস হওয়ার সম্ভবনা কম থাকে।
Printable View
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নিউজ পড়া খুব জরুরি।নিউজের মাধ্যমে আপনি জানতে বর্তমান মুদ্রার কত মূল্য।ঐদেশের এখনকার অর্থনৈতিক বা পারিপারশিক অবস্হা।নিউজ পড়ে ট্রেড করলে লাভ হওয়ার সম্ভবনা বেশী থাকে এবং লস হওয়ার সম্ভবনা কম থাকে।
ফরেক্স নিউজ পড়া সবার জন্য খুবই জরুরী। সংবাদ জানা না থাকলে এ ব্যবসায় লাভ করা যায় না ।সুতরাং এখানে লাভ করতে হলে সব সময় খবর জানা দরকার। অনেক সময় নিউজের সময় মার্কেট য়াপ দাউন করে ।
মানুষের পানি যতটা জরুরি ঠিক তেমনি ফরেক্স নিউজ পড়া ততটা জরুরি। কারন একটা নিউজের কারনে ট্রেন্ড যে কোনো মুহুতে আপনার ট্রেডের বিপরীত দিকে যেতে পারে। এমন কি আপনি যদি s/l ব্যাবহার না করেন তাহলে ট্রড যেকোনো সময় আপনার এতাউন্ট জিরো হয়ে যেতে পারে।
ফরেক্স ট্রেড এর জন্য ফরেক্স নিউজ অনুসরণ করা খুবই জরুরী। কারণ, যখন একটি নিউজ হয় তখন মার্কেট প্রচুর উঠানামা করে এবং সে কোন দিকে যেতে পারে তার কোন ঠিক ঠিকানা থাকে না। অনেক অভিজ্ঞ ট্রেডাররাও নিউজ টাইমে ট্রেড করেন না। ধন্যবাদ
ফরেক্স ব্যবসা করতে হলে আবশ্যই ফরেক্স নিউজ পরতে হ্য।কেন না ট্রেড করতে গেলে এর সম্পর্কে সকল তথ্য পাওয়া যাবে ফরেক্স নিউজ থেকে । তাই আমি মনে করি যে ট্রেড করতে হলে ফরেক্স নিউজ পড়ার বিকল্প কোন রাস্তা নাই।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নিউজ খুব গুরুত্বপূর্ণ। কারন নিউজ এর ফলে মার্কেটের মুভ অনেক বেরে যায়। ফলে আমরা নিউজ না পরে ট্রেড করলে অনেক বড় লস করতে পারি। তাই আমার মনে হয় প্রতিদিন আমাদের ফরেক্স নিউজ পড়া দরকার। আর অনলাইনে অনেক সাইট আছে যেখান থেকে আপনি ফরেক্স নিউজ সম্পর্কে জানতে পারবেন।
ফরেক্স এ সাফল্য র জন্য প্রতিদিন ফরেক্স নিউজ ফলো করা ভীষণ জরুরী। কারন যদি দেশের বর্তমান পরিস্থিতি না জানি ফরেক্স তাহলে আমি ফরেক্স করবো কি করে তাই আমাদের ফরেক্স নিউজ প্রতিদিন ভাল মতো ফলো করা উচিত। ফরেক্স নিউজ ট্রেড করার জন্য ভালো সহযোগিতা করবে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ফরেক্স
এ টেড্র নিউজ জানা কতখানি জরুরি তা বলে বুঝানো সম্ভব নয় । সংবাদ জানা না থাকলে এ ব্যবসায় আপনি এগতে পারবেন না। এখানে লাভ করতে হলে সব সময় নিজেকে আপডেট রাখা দরকার।
ফরেক্স মার্কেট নিউজ সম্পর্কে ধারনা রাখতে হনে কারন মার্কেট সবসময় নিউজ থাকে আর নিউজের উপর নিরভর করে মার্কেট কেমন উঠা নামা করবে আর এই ফরেক্স জানাটা খুবই জরুরি আপনি একটি ট্রেড দিছেন যখন একটি নিউজ আছে আপনি জানেন না তখন আপনার ওই ট্রেডে লস জেতে পারে তাই নিউজ সম্পর্কে ধারনা রাখতে হবে।
ফরেক্স মার্কেটিং নিউজ ধারনা রাখতে হবে কারন মার্কেট সবসময় নিউজ আপডেট করার জন্ আপনাকে অনেক কিছুি আপনাকে সেল এবং বাই ঠিক করে দিতে হবে ।কখন তার জন্য আপনাকে সকল সময় নিউজ পড়তে হবে কারণ কথন মার্কেট কেমন উঠা নামা করবে তখন আপনাকে কি কমান্ড দিতে হবে তা আপনাকে ঠিক করতে হবে।
ফরেক্স নিউজ পরলে আমরা ফরেক্স সম্বন্ধে ভিবিন্ন জিনিসের ধারনা পাব ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য ফরেক্স নিউজ একটা অবিচ্ছেদ্য অংশ। কারেন্সির সম্বন্ধেও ভাল ধারনা থাকতে হবে। খবরের মাধ্যমে ভিবিন্ন দেশের অর্থনীতিকক অবস্থার কথা জানতে পারব।