-
ফরেক্সে আমি ৪ মাস যাবত ডেমো করার পর ১মাস যাবত রিয়েল ট্রেড করতেছি তাও আবার ফোরামের বোনাস দিয়ে।। আমি দিরঘদিন ডেমো করে যা সিখছি তার চাইতে আমার রিয়েল ট্রেড করে বেশি অভিজ্ঞতা হয়েছে।। এ পরজন্ত ফরেক্স থে কে আমার প্রফিট এক মাসে ৪০ ডলার।। আমি এটা নিয়েই খুশি।। কারন এ থেকে আমি আমার প্রথম লাভ করলাম।।।
-
ফরেক্স মার্কেটের সাথে প্রায় এক বছর কিন্তু ফোরামের সাথে কয়েক মাস হয়েছে জড়িত হয়েছি। আমার কাছে কাজ করতে অনেক ভাল লাগে কারন ফোরটমের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি তাই ফোরাম মাধ্যমে নিজের প্রশ্ন করতে পারছি যা সরা সরি কাউকে করতে পারছিনা।
-
আমি ফরেক্স এ দুই মাস ধরে আছি। আমি টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করি । ডে কেন্ডল এনালাইসিস করে ছোট ছোট লটে কম প্রফিেট ট্রেড করে লাভ পাছ্ছি।
-
ফরেক্স মার্কেটে আমি প্রায় সাত আটা মাস ধরে ফরেক্স মার্কেটে ট্রেড করে যাচ্চি।কিন্তু আমি ফরেক্স মার্কেট থেকে এখন পর্যন্ত কোন প্রকার ইনকাম করতেবপারি না শুধু মাত্র আমার ভুলের কারনে। কারন আমি আমার মানিমেনেজমেন্ট করতে পারি না যার কারনে আমার একাউন্ট যিরু হয়ে যায়।
-
ফরেক্সে আমি বেশ কয়েক মাস হল । তবে আমি এখনো পর্যন্ত এখানে নিয়মিত হতে পারলাম না । কারণ আমার কাছে কখনো বা ফরেক্সকে খুব সহজ মনে হয় আবার কখনো বা মনে হয় অনেক কঠিন । তবে আমি চেষ্টা করে যাচ্ছি ভালভাবে এটাকে আয়ত্তে আনার জন্য । কেননা যখন নিজে নিজে ভালো ট্রেড করতে পারব তখন এমনিতেই ভালো কৈশল বের করতে পারব । তাই যতদুর পারি চেষ্টায় এখন হাতিয়ার ।
-
আমি ফরেক্স এ খুব বেশি দিন ধরে ট্রেড করতেছি না আমুমানিক ছয় মাস হবে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করতেছি। এই ছয় মাস ট্রেড করে বুজতে পারলাম ফরেক্স এ বিজনেস করতে হলে আরও অনেক সময় ফরেক্স মার্কেট এ দিতে হবে। আমি সাধারণত ফরেক্স এ চার্ট এর মভমেন্ত কৌশল দিয়ে ট্রেড করি। যেমন m5 m15 m30 h1 h4 এর চার্ট দেখে দেখে ট্রেড করি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে সবাই কোন না কোন পদ্ধতি অবলম্বন করে থাকে আর কোন না কোন পদ্ধতি ছড়া আপনি ফরেক্স আর্কেটে ট্রেড করতে পারবেন না তাই আমি ফরেক্স মার্কেটে ট্রেড করি আমার নিজের পদ্ধতি অনুযায়ি আমি ট্রেড করি কেন্ডেল স্টিক দেখে আপনার কি মত।
-
আমি প্রাই এক বছর যাবত ট্রেড করছি। আমি প্রথমে ৫ মিনিটের ক্যান্ডেলে স্কালপিং করতাম তবে এখন স্কালপিং করি না। এখন আমি ১ ঘন্টার টাইম ফ্রেমে লংট্রেড করি। একটি ট্রেড মিস হয়ে গেলে অন্তত ৭০ পিপস (৭০০ পিভেট্স) পরের সাপোর্ট লেভেলে আরো একটি ট্রেস দিয়ে এভারেজ করার চেষ্টা করি।
-
আমি ফরেক্স এর সাথে জড়িত আছি প্রায় মাসখানেক হল । খুব অল্প সময় আমার ফরেক্স লাইফ । আমি মনে করি যে কৈশল হল ব্যাক্তির *উপর নির্ভরশীল । এখানে কোন সুনিদ্দিষ্ট কৈশল নেই । আপনি যত বেশি পরিমাণে ফরেক্স নিয়ে বিশ্লেষণ করতে থাকবেন তত বেশি পরিমাণে নিত্য নতুন কৈশল আবিষ্কার করতে পারবেন । আর কৈশল যত ইফেক্টিভ হবে লাভের সম্ভাবনাও তত বেশি হবে ।
-
আমি ফরেক্সে নতুন এবং আমার কৌশল হল ফরেক্সে ভাল করে ট্রেড করতে পারা এবং ফরেক্সে ট্রেড করার আগে ফরেক্স মার্কেট ভাল করে এনালাইসিস করে তারপর ট্রেড করি । ফরেক্সে মার্কেটে ট্রেড করার আগে মার্কেট ভালকরে এনালাইসিস করে নিলে ফরেক্সে ট্রেড করতে সুবিধা হয় এবং ট্রেড থেকে ভাল লাভ করা যায় । ফরেক্সে ভাল করতে হলে ফরেক্সের বিভিন্ন কৌশল অনুসরণ করে কাজ করতে পারলে ফরেক্স থেকে অনেক ভাল কিছু করা যায় ।