-
আমার এক পরিচিত বড়ভাই ফরেক্স ট্রেড করতো। অনার থেকেই সরবপ্রথম ফরেক্স সম্পর্কে আমি জানতে পারি। তারপর আমি নিজে ইন্টারনেট ঘেঁটে এই বিষয়ে জানি। আমি আমার ফরেক্স অভিজ্ঞতার সবটুকুই নিজে থকেই গ্রহন করেছি। ইন্টারনেট থকে জেনে জেনে এবং ট্রেড করে আমি আমার ফরেক্স অভিজ্ঞতা বারিয়েছি।
-
ফরেক্সের ব্যপারে আমি প্রথম জানতে পারি ফেসবুক থেকে। তখন কিছু ইনডিয়ান ফ্রেন্ড কে দেখি ফরেক্স নিয়ে কাজ করতে। পরবর্তীতে আমার খালাতো ভাইয়ের কাছ থেকে ফরেক্স সম্পর্কে জানতে পারি। তার মাধ্যমেই আমি ফরেক্সে আসি, তার কাছ থেকে ফরেক্স শিখে নিয়ে আমি ট্রেডিং করা স্টার্ট করি। এখনও বিভিন্ন প্রয়োজনে তার হেল্প নেই।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে সর্বপ্রথম আমি আমার বন্ধুর মাধ্যমে জানতে পারি এবং সেই থেকে আমার ফরেক্স মার্কেটে কাজ করার একটা আগ্রহ সৃষ্টি হয় মনের মধ্যে । একপর্যায়ে আমি আমার সেই বন্ধুর দ্বারা এই ফরেক্স মার্কেটের সাথে যুক্ত হয় এবং সেই থেকে আমি প্রতিনিয়ত এই ফরেক্স মার্কেটে কাজ করে যাচ্ছি । আমার খুব ইচ্ছা এই ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করে তারপর ট্রেড করে ভালো অর্থ উপার্জন করবো,,, ধন্যবাদ ।
-
ফরেক্স ট্রেড আমি প্রথমে আমার বন্ধুর কাছ থেকে জানতে পারি। আমার বন্ধু আমাকে এখনও ফরেক্স সম্পর্কে জ্ঞান দেই।উর কাছ থেকে আমি ফরেক্স কিভাবে ট্রেড করে , কিভাবে এনালাইসিস করে সব জানতে পারি। আমার বন্ধু না থাকলে হইত আমি ফরেক্স নাম শুনতাম না।
-
ফরেক্স ট্রেডিং টা আমি সবার প্রথমে আমার এক বড় ভাই এর মাধমে জানতে পারি। ২০১৫ সালের দিকে ভাই আমাকে একটু একটু করে দেখাইতো। হঠাত একদিন ভাই হাওয়া হয়ে গেলো আএ তখন থেকে ফরেক্স শেখা হয় নি। যদি একটু নিজে নিজে চেষ্টা করতাম শিখার তাহলে এত দিনে ভালো কিছু করতে পারতাম ফরেক্স থেকে
-
সর্বপ্রথম ফরেক্স ট্রেডিং বিষয়টা আমি আমার এক বড় ভাই এর কাছে থেকে শুনেছি এবং তারপর থেকে গুগলে সার্চ করে করে আরও বেশি জানার চেষ্টা করেছি । আসলে ভাই ফরেক্স ট্রেডিং এ জানার কোন শেষ নেই । আমরা যত বেশি অনুশীলন করব তো বেশি দক্ষ ফরেক্স ট্রেডার হতে পারব । ফরেক্স ট্রেডিং একটা লং টাইমের ব্যবসা । আমরা যদি ফরেক্স মার্কেটে সফল হতে চাই সেক্ষেত্রে ধৈর্যহারা হলে চলবে না । আমাদের প্রতিনিয়ত নতুন কিছু জানার জন্য চেষ্টা করে যেতে হবে ।
-
ফরেক্স সম্পর্কে প্রাথমিক ধারনা আমার এক পতিবেশি ছোট ভাইয়ের কাছ থেকে পায়। তার কাছ থেকেই ফরেক্স সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করি। এখনও কোন সমস্যা হলে সে আমাকে সাহায্য করে।
-
ফরেক্স ট্রেডিংয়ের ধারনা আমি সর্বপ্রথন অনলাইনের মাধ্যমে জানতে পারি তবে ফরেক্স করার আগ্রহ আ্মার প্রথম জম্মে আমার একটা ছোটবেলাকার বন্ধু মি: দুলালের মাধ্যমে এবং সেই আমাকে মুলত ফরেক্স ট্রেডিং শেখায় তাই নি:সন্দেহে আমার বন্ধুইা আমপার নিকট আমার ফরেক্স লাইফের গুরু যদিও পরে আমি বিভিন্ন জনের নিকট হতে বিভিন্ন টিপস শিখেছি।
-
ফরেক্স ট্রেড বিষয়ে আমি সর্ব প্রথম আমার এক নিকটস্থ বড় ভাই এর কাছে জানতে পারি,তার কাছ থেকে ফরেক্স এর ব্যাপারে যানার পর এই বিজিনেস করার জন্য খুব ইচ্ছা যাগে কিন্তু পরর্বতীতে আমি তার কাছ থেকে এই বিজিনেস শিখতে চাইলে তিনি আমাকে বিষয় টি এভোয়েড করে থাকে,তারপর আমি গুগল ইউটি ইভ এর মারধ্যমে এই বিজিনেস শুরু আরি আমি।
-
আমি অনেক ওয়েবসাইট এ গিয়ে এ সম্পর্কে অনেক তথ্য পাই, যা আমার অনেক কাজে আসে । তবে আমার ফরেক্স এর মূল শিক্ষক রকিব ভাই । সে একজন প্রথম শ্রেণীর ফরেক্স ট্রেডার।