-
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে প্রতিমাস এ ৫০০০ ডলার ইনকাম করতে চাই কারন আমি জানি ৫০০০ ডলার হলে আমি ভাল ভাবে চলতে পারবো আপনি আপনার টার্গেট মত টার্গেট সেট করে ট্রেড করতে থাকেন দেখবেন আপনি ও ফরেক্স মার্কেট এ ভাল লাভ করছেন তাই আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড সিখে ট্রেড শুরু করেন তা হলে আপনি ভাল লাভ করতে পারবেন আর লস হবে কম আপনার তাই লাভ করতে হলে শিখতে হবে আর নিয়মিত লাভ করতে হবে
-
মানুষের চাহিদা কোন শেষ নেই আর এই জন্য মানুষ বেছে থাকে। তবে বেশি চাহিদা কখনো ভাল হতে পারে না যেনম ফরেক্স, ফরেক্স ট্রেড করতে যদি লোভে পড়ে যান তো শেস আর লোভটাই সমসময়ে কিন্তু চাহিদা। তাই নিজের চাহিদার লিমিট দিতে হবে সবাইকে তো ফরেক্স ব্যবসা থেকে কিছু আশা করা যেতে পারে।
-
ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা এবং দক্ষতা হল এই মার্কেটের মুল হাতিয়ার । ফরেক্স মার্কেট থেকে ঝরে গেছে তাই আমার মতে ফরেক্স মার্কেট অভিজ্ঞতার জয় হয় । ডেমো ট্রেডিং করে কোন রিক্স ছাড়াই আমারা অভিজ্ঞ হতে পারব । অামরা ধৈর্য্যের সাথে কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
ফরেক্স মার্কেটে যারা বেশি বেশি উপার্জন করতে আসবে তারা কিন্তু মারাত্নক ভূল করবে৷ফরেক্স কখোনোই বেশি বেশি লাভ করার মার্কেট নয়৷যদি অল্প অল্প করে লাভ করতে চান তাহলে এখানে টিকে থাকতে পারবেন৷ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷যে মার্কেটে মাত্র ৫ ভাগ ট্রেডার দক্ষতার সাথে নিয়মিত প্রফিট করে থাকেন৷
-
সবাই চায় ফরেক্স এ ভালো প্রফইট করতে কিন্তু সেটা কয়জন পারে। ফরেক্স এ বেশী ইনভেস্ট করে অল্প লাভ করাটাই উত্তম। তা না হলে কম ইনভেস্ট করে বেশী লাভের আশা করাটাই বোকামী। নিজকে কন্ট্রোল করে ট্রেড পরিচালনা করতে হবে।
-
ফরেক্স এ কাজ করে মাসে ভালো একটা আয় সবাই আশা করে। কিন্তু আমি অনেক লস করার পর ও শক্ত করে ধরে রেখেছি। কারন আমি জানি এখান থেকে একদইন আমি সফল হবোই। ফরেক্স আমি এজন্য যঠেষ্ট সময় দেই।
-
ফরেক্স মার্কেট এ সবচেয়ে মজার বিষয় হলো এখানে ঘরে বসে ট্রেড করে আয় করা যায়। যা অন্য কোন ব্যবসায় সম্ভব না। আর ফরেক্স মার্কেট নিজেই নিজের বস। এখানে কারো কোন কথা শূন্তে হয় না। আমি এখানে থেকে মাসে ২০-৩০ হাজার টাকা আয় করতে চাই।
-
আমার ফরেক্স মার্কেট পরিকল্পনা হলো আমি ১০০০ ডলার নিয়ে ট্রেড করব। তারপর এখান থেকে ২০০-৩০০ ডলার মাসে প্রফিট হলে আমার জন্য যথেষ্ট। তাই যাতে আমি আমার টার্গেট পূরন করতে পারি সেই ভাবে ট্রেড করে যাচ্ছি।
-
হ্যা আমি ফরেক্স এ কাজ করে আমার পরিবারের সর্বাধিক সাহায্য সহযোগিতা করতে চাই এমনকি আমি যেন এই ফরেক্স মার্কেট করে একজন সাবলম্বি ব্যবসায়ী হতে পারি এই আমার কামনা। আর বিশেষ করে যদি আমি ফরেক্স সম্পর্কে ভাল মত বুঝতে পারি তাহলে আমি বাকী সময়টা যেন এই ফরেক্স মার্কেটে ব্যয় করতে পারি এমনটাই আমি প্রত্যাশা করি। আর তার পাশাপাশি আমার ফরেক্স মার্কেটে মুলধনও যেন বৃদ্ধি করতে পারি। এক সময় যেন ফরেক্স থেকে প্রতি মাসে সর্বনিম্ব আয় 1000 ডলার এর মত করতে পারি এবং ভবিষ্যতে এর চেয়ে যেন আমার মাসিক আয় বৃদ্ধি করতে পারি।
-
আমি আপনার সাথে একমত ফরেক্স অনেক বেশি নিরাপদ অন্যান্য ব্যবসার তুলনায় যদি আমরা বুঝে সুনে ট্রেড করি। আমাদের আনাল্যসিস করে ট্রেড করতে হবে তাহলে আমরা কম লস করব আর বেশি লাভ করব।