ফরেক্স বিসনেস এ বয়স এর কি কোন সীমা আছে ? না কোন বয়সেরর সিমা নায়। মৃত্যুর আগ পর্যন্ত আমরা এটা করতে পারি। যদি আমাদের ক্ষমতা থাকে। আসলে আমরা যদি দুর্বল হয়ে পরি তাহলেত আর হবেনা। মোবাইল টিপার ক্ষমতা না থাকলে হবে।
Printable View
ফরেক্স বিসনেস এ বয়স এর কি কোন সীমা আছে ? না কোন বয়সেরর সিমা নায়। মৃত্যুর আগ পর্যন্ত আমরা এটা করতে পারি। যদি আমাদের ক্ষমতা থাকে। আসলে আমরা যদি দুর্বল হয়ে পরি তাহলেত আর হবেনা। মোবাইল টিপার ক্ষমতা না থাকলে হবে।
ফরেক্স মার্কেটে বয়সের কোন সিমা নাই তবে আবার আছে যে ১৮ বছর না হলে ফরেক্স মার্কেটে একাউন্ট করা জায় না তবে ট্রেড করতে পারে তাই আর যেকোনো বয়সের লক ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে।
না ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কোন ধরা বাধা বয়স নাই । যে কোন বয়সের মানুষ ফরেক্স করতে পারে যদি তার মানসিক অবস্থা ভালো থাকে । আপনাদের কি মনে হয় ? আমি কি ঠিক না ভুল ? ফরেক্স সবাই করতে পারবে যদি সে ঠিকমত ফরেক্স বুঝে এবং সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে পারে । ফরেক্স থেকে আমরা যেকোন বয়সের আর যেকোন পেশার মানুষ অর্থ উপার্জন করতে পারি ।
ফরেক্স একটি সার্বজনীন মুক্ত বেবসা। যেকেও ইচ্ছা করলেই এই বেবসা করতে পারে। ফরেক্স বিজনেস করতে হলে শিক্ষা কোশল জ্ঞ্যান অভিজ্ঞতা আর পরিশ্রম করতে পারলেই ফরেক্স বিজনেস করতে পারবেন বলে আমি মনে করি।তাই আমার কাছে বয়স না পরিশ্রম যে করতে পারবে সেই ফরেক্স বিজনেস করতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ
ফরেক্স সবার জন্যই উন্মুক্ত। এখানে কোন সীমাবদ্ধতা নেই, নেই কোন যোগ্যতার প্রয়োজন। এখানে নিজেই নিজের যোগ্যতা। বয়স এখানে কোন ব্যপার নয়। আপনার ইচ্ছা শক্তিই এখানে আসল। ইচ্ছা শক্তি থাকলে এখানে আপনাকে কেউ ধাবিয়ে রাখতে পারবে না। কারন এখানে আপনার কোন বস নেই।
ফরেক্স ব্যবসা করার জন্য বয়সের কোন ধরাবাধা নিয়ম নেই । যে এই ট্রেড ব্যবসা সর্ম্পকে ভালোভাবে বুঝে শুধু সেই ব্যক্তিই এ ব্যবসা করতে পারে । তাহলে আমরা সবাইকে অনুপ্রাণীত করব এই ব্যবসা করার জন্য । ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যই পরিশ্রমী হতে হবে । যে যত বেশী পরিশ্রমী সে তত বেশী সফলকাম ।
ফরেক্সে বিজনেস কোন সিমা নেয় তেমনি ফরেক্সে করার জন্য কোন ট্রেডএর বয়স দরকার হই না শুধু ফরেক্স সম্পরকে ভ্ল জ্ঞেন ও অভিজ্ঞতা থাকলেই হবে।
ফরেক্স ব্যবসাতে তেমন কোন বয়সের ধরা বাধা নিয়ম নেই। তবে ১৮ বছরের নিচে ফরেক্স ব্যবসা করতে পারবে না বলে আমি মনে করি। কারন ফরেক্স। একাউন্ট করতে গেলে আপনার অনেক কিছুতে আপনার ন্যাশনাল আইডিকার্ড লাগবে।তাছাড়া আর কোন সমসস্যা নেই।
ফরেক্সে ১৮ বছর থেকে শুরু করে যে কোন বয়সের ট্রেডার ট্রেড করতে পারবেন। তবে ১৮ বছরের নিচে কেউ এখানে ট্রেড নিবন্ধনের কোন অনুমতি নেই। এ কারনেই ভেরিফিকেশনের বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হয়। তবে ২৫ বছর বয়স থেকে ট্রেড শিখলে ২৮ বছর বয়সের মধ্যে ভাল ট্রেড শিখা যায়। এতে করে এ সময়ের মধ্যে বিয়ের উপযুক্ত বয়স ও হয়ে যায়। একদিকে ফরেক্সের আয় অন্য দিকে সংসার , বেশ মজার।
আমার মতে মনে করেন আপনি অনেক বয়স হয়েছে কিন্তু আপনি কাজ করতে পারছেন না।বয়স বেশী বলে আপনি কোশল মতো ট্রেড করতে পারবেন না।তাই আমি মনে করি ফরেক্স বিজনেস করতে হলে শিক্ষা কোশল জ্ঞ্যান অভিজ্ঞতা আর পরিশ্রম করতে পারলেই ফরেক্স বিজনেস করতে পারবেন বলে আমি মনে করি।তাই আমার কাছে বয়স না পরিশ্রম যে করতে পারবে সেই ফরেক্স বিজনেস করতে পারবেন বলে আমি মনে করি।