ফরেক্সে যেমন বেকার জীবনের অবসান ঘতে তেমন ফরেক্স করে ধণী হয়া সম্ভব । তবে কতটা ধনী হয়া যায় তার কোন ব্যাখ্যা নাই । সপ্ন থাকা ভাল সপ্ন ছাড়া মানুষ বাচেনা । তবে সপ্ন যেন লোভে পরিনঅত না হয় তবেই সপ্ন পুরন হয় ।
Printable View
ফরেক্সে যেমন বেকার জীবনের অবসান ঘতে তেমন ফরেক্স করে ধণী হয়া সম্ভব । তবে কতটা ধনী হয়া যায় তার কোন ব্যাখ্যা নাই । সপ্ন থাকা ভাল সপ্ন ছাড়া মানুষ বাচেনা । তবে সপ্ন যেন লোভে পরিনঅত না হয় তবেই সপ্ন পুরন হয় ।
হা ফরেক্স বিজনেস করে ধনী হওয়া সম্ভব । তবে আপনি ফরেক্স করে দ্রত ধনী হয়ে যাবেন এই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে । প্রথমে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করেন, অনেক পরিশ্রম করেন । এতে করে লস কম হবে লাভের পরিমান বাড়বে ।
ফরেক্স মার্কেট এ বিজনেস করে পকেটে প্রফিট নেওয়া অনেক কঠিন। তাই খুব সহজে অনেক বেশি আয় করা যায়না। বেশি বেশি আয় করতে হলে ফরেক্স এ সময়ও বেশি দিতেহবে। ফরেক্স এ ভাল করার জন্য কেউ যদি কঠোর পরিশ্রম করে তবে নিজের অবস্থা উন্নতি করা অসম্ভব কিছুনা।
ফরেক্স বিজনেস এ আপনি ধরি হতে চাইলে আপনার ফরেক্স সম্পর্কে দক্ষতা অভিজ্ঞতার পাশাপাশি আপনার দরকার মূলধন। আপনার ডিপোজিট যদি ১০০ ডলার হয় তাহলে তো আর আপনি ধনি হবার স্বপ্ন পূরন করতে অধিক সময় প্রয়োজন আপনি লাখ খানেক টাকা ডিপোজিট করুন তারপর আস্তে আস্তে প্রফিট করুন একদিন ধনি হয়ে পারবেন বলে আশা করা যাই
হা ভাই ধনি হয়াটা ভাগ্যের বেপার ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল করে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন আর যদি বেশি টাকা পয়সা ইনকাম করতে পারেন তবে আপনি একদিন অনেক বড়লোক হতে পারবেন বলে মনে করি।
ব্যক্তিগতভাবে আমি বলবো ফরেক্স বিজনেস করে যদি আপনি ধনী হতে চান তাহলে আমি মনে করি কপালে ধনী থাকতে হবে।কারন ফরেক্স এমন একটি বিজনেস আপনি চাইলেই আয় করতে পারবেন না।তাই আমি মনে করি আমাদের ফরেক্স শিখতে হবে আর সঠিক ফরেক্স শিখতে পারেন সঠিক জ্ঞ্যান কোশলী ও অভিজ্ঞ ট্রেডার হতে পারেন তাহলে আমি মনে করি ধনী না হলে ও মোটামোটি ভাল আয় করতে পারবেন।আর ভাগ্যে থাকলে কে ঠেকাবে আমাদের বলেন আর তাই অনেক পরিশ্রম করতে হবে আমাদের।
ফরেক্স ব্যবসা দিয়ে ধনি হওয়া সম্ভব । কারন ফরেক্স এমন একটি ব্যবসা যখানে আপনি যদি ভাল ভাবে ফরেক্স সম্পরকে জানেন তাহলে আপনি এখান থেকে আনেক ইনকাম করতে পারবেন । কারন আপনি যদি ফরেক্স এর নিয়ম মাফিক কাজ করেন তাহলে আপনি খুব তাড়া্তাড়ি ভাল ইনকাম করতে পারবেন । এজন্য অব্যশই ফরেক্স সম্পরকে , ফরেক্স এর বাজার সম্পরকে জানতে হবে ।
ফরেক্স ট্রেডিং করে আমি ধনী হতে পারবো কীনা জানিনা চেষ্টা করতেতো মানা নেই । আশা আছে বলে আমরা কাজের শক্তি পাই আশা নিয়ে মানুষ বেচে থাকে আর ফরেক্স তেমনি প্লাটফর্ম যেখান থেকে এটি পূরন করা সম্ভব ত্ববে এজন্য আপনাকে পরিশ্রম করতেই হবে কেননা পরিশ্রমতো সৌভাগ্যের প্রসূতি । পরিশ্রম না করলে আপনি উন্নতি আশা করবেন কীভাবে এজন্য আমাদের ফরেক্স জানতে হবে ভালো ট্রেডার হতে হবে তাহলে আপনি সফলতা অবশ্যই পাবেন।
আসলে ফরেক্স একটি আন্তর্জাতিক মানের আধুনিক ব্যবসা এ ব্যবসা যথাযথ ভাবে করতে পারলে এবং দীর্ঘ দিন এখানে টিকতে পারলে আপনি আনেক আয় করতে পারবেন যা অন্য কো ন ব্যবসা থেকে করা বেশ কঠিন।ফরেক্স মার্কেট ই ট্রেড করে ধনী হতে হলে আমাদের অনেক ধীরে ধীরে আগাতে হবে এবং প্রচুর ধৈর্য রাখতে হবে।
এই র্মাকেটে কাজ করতে হলে অনেক র্ধয, কষ্ট করতে হয়। এখানে দক্ষতা, পরিশ্রম দিয়ে উন্নতি করা যায়। ভাল অভিজ্ঞতা দিয়ে কাজ করলে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা অনেক মুনাফা আয় করতে পারি। এবং আবার না বুঝে ট্রেড করে অনেকে সব হারিয়ে বসে আছে। তাই বুঝে ট্রেড করলে আপনি ভাল মুনাফা আসা করতে পারেন।