-
এই প্রশ্নটা কোন যুক্তিসঙ্গত প্রশ্ন নয়। ফরেক্স থেকে ইচ্ছাকৃতভােবে আয় করা যায় না। আপনি যদি মনে করেন আমি প্রতিদিন ১০ ডলার করে আয় করব এটা কখনো সম্ভব না। কারন মার্কেট সবসময় একরকম যায় না। আপনাকে প্রতি মাসে একটা হিসাব করে বের করতে পারেন আপনার প্রতিদিন প্রফিট কত ইন্কাম হলো।
-
ফরেক্স ব্যবসায় প্রতি দিন কত আয় হয় তা সঠিক নির্দিষ্ট রূপে বলা যায় না । আর ব্যবসা বলতেই লাভ লস আছেই । পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই যেখানে লস এর কেনো ব্যপারই নেই । ফরেক্স মার্কেটও ব্যতিকরম কিছু না এখনেও একদিন অনেক লাভ হতে পারে যেমন ঠিক তেমনি কোন একদিন লসও হতে পারে
-
ফরেক্স বিজনেস থেকে দৈনিক আয় করাটা মুশকিল।কারন আজকে আপনি লাভ করলেন কালকে তার চাইতে বেশী লস করলেন।তাই আমি মনে করি আমাদের এভারেজ হিসাব করতে হবে।আর আমি মনে করি আমরা ফরেক্স শিখে যদি ট্রেড করি
-
ফরেক্স বিজনেস থেকে দৈনিক আয় করাটা মুশকিল।কারন আজকে আপনি লাভ করলেন কালকে তার চাইতে বেশী লস করলেন।তাই আমি মনে করি আমাদের এভারেজ হিসাব করতে হবে।আর আমি মনে করি আমরা ফরেক্স শিখে যদি ট্রেড করি তাহলে ফরেক্স বিজনেস থেকে প্রতিমাসে ভালো পরিমান টাকা আয় করতে পারবো বলে আমি মনে করি।তাই আমাদের ডেমোতে পরিশ্রম করতে হবে অনেক কারন ডেমো থেকেই আমাদের অভিজ্ঞ ট্রেডার কোশলী ট্রেডার হতে হবে তাহলে আমরা লাভবান হতে পারবো বলে আমি মনে করি।
-
আমি চাই ফরেক্স থেকে দৈনিক ১ % পরিমান আয় করতে কারন আমি চাই না এই মার্কেট থেকে অধিক পরিমানে রিস্ক গ্রহন করে মানি মেনেজমেনট ছাড়া ট্রেড করতে কারন মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করে ট্রেড থেকে লাভ করা যায় না এ জন্য আমাদের টার্গেট নির্দিষ্ট করতে হবে ।
-
ফরেক্স মার্কেট থেকে নিয়মিত প্রফিট করা খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ ফরেক্স একটি ব্যবসা আর ব্যবসায় লাভের পাশাপাশি লস হওয়ার সম্ভাবনা থাকে।তাই সব দিন লাভ হবে এমন নয় কোন দিন অনেক বেশি লাভ হবে আবার কোনদিন মোটো লাভ হবে না। তাই ফরেক্স মার্কেট থেকে নিয়মিত কত প্রফিট করতে চাই তার একটা গড় হিসাব করাই আমার কাছে যুক্তিসম্মত বলে মনে হয়।সে হিসেবে আমি ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন গড়ে 3 ডলার প্রফিট করতে পারলেই সন্তুষ্ট। কেননা এখনো আমি নিজেকে ফরেক্স মার্কেটে একজন নতুন এবং অনভিজ্ঞ ট্রেডার বলে মনে করে থাকি। এবং ধীরে ধীরে যখন আমার অভিজ্ঞতা দক্ষতা পরিমাণ বৃদ্ধি পাবে তখন অভিজ্ঞতা ও দক্ষতার সাথে সাথে আমার প্রফিট করার চাহিদার পরিমাণ বাড়তে থাকবে।
-
আমি ফরেক্স মার্কেটে আজ প্রায় আট বছর যাবত রয়েছি এই সময় আমি বিভিন্ন কারেন্সির বিভিন্ন ধরনের মুভমেন্ট লক্ষ করেছি পাশাপাশি অনেক পরে ঝরে পড়তে দেখেছি সেই অর্থে আমাকে বিভিন্ন কারেন্সির বড় ধরনের উত্থান-পতনে এবং লুজার ট্রেডারদের ঝরে পড়ার প্রত্যক্ষদর্শী ও বলতে পারেন। তবে এই দীর্ঘ সময়ের বদৌলতে যতোটুকু ফরেক্স ট্রেডিং বিষযয়ে অভিজ্ঞতা নিজের মধ্যে সঞ্চয় করতে সক্ষম হয়েছি তার আলোকে বলতে পারি যে আপনি যদি ফরেক্স ট্রেডিংকে সিরিয়াসলি নিয়ে থাকেন এবং সত্যিকার অর্থে ফরেক্স মার্কেটে নিজেকে টিকিয়ে রেখে নিয়মিতভাবে এখান থেকে প্রফিট লাভ করতে চান তবে সর্বপ্রথম আপনাকে অবশ্যই ট্রেডিং দক্ষতা এবং ট্রেডিং জ্ঞানের ওপর বেশি গুরুত্ব আরোপ করতে হবে। একজন ট্রেডার কে সবসময় মনে রাখতে হবে যে ট্রেডিং জ্ঞান এবং অভিজ্ঞতা হল ফরেক্স মার্কেটের প্রধান চালিকা শক্তি যা আপনার বিনিয়োগকে নিরাপদ রেখে নিয়মিতভাবে প্রফিট লাভ করতে সহায়তা করবে। তাই যারা প্রতিদিন কত প্রফিট করবে এই হিসাব নিয়ে ব্যস্ত সেই সকল ফরেক্স ট্রেডারদের আমি সাপোর্ট করি না কারণ আমি সবসময় মনে করি ঝুকিহীন ভাবে মার্কেটপ্লেসে নিজের অবস্থানকে সুদৃঢ় করার পর পরিকল্পিত এবং অভিজ্ঞতার আলোকে করা ট্রেড সমূহ থেকে যে প্রফিট আসবে সেটাই শ্রেয় এবং প্রত্যেক অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা সব সময় তা নিয়েই সন্তুষ্ট থাকে।
-
ফরেক্স বিজনেস থেকে দৈনিক আয় করাটা মুশকিল।কারন আজকে আপনি লাভ করলেন কালকে তার চাইতে বেশী লস করলেন।তাই আমি মনে করি আমাদের এভারেজ হিসাব করতে হবে। তবে আমি মনে করি ব্যবসা করতে পারলে ১০ ডলার দিয়েও টিকে থাকা যায় আবার ব্যবসা না করতে পারলে ১০০০ ডলার দিয়েও টিকে থাকা সম্ভব হয় না।
-
ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব। যা অন্য কোন বিজনেসে সম্ভব নয়। আমি অনেক ট্রেডার দেখেছি যারা প্রতিদিন টারগেট নিয়ে ট্রেড করে। মানে তারা আগে থেকেই ঠিক করে রাখে কাল কত প্রফিট করবে। ওই পরিমান প্রফিট হলে তারা ওই দিন আর ট্রেড করে না। তবে আমি এমন কোন কিছু ভেবে ট্রেড করি না। যখন আমার মনে হয় এখন লাভ করতে পারবো তখন ট্রেড করি। সেটা লাভ কম হোক আর বেশি।
-
ফরেক্স থেকে নিধারিত আয়ের কথা বলা কঠিন কারণ এটা একটি বাবসা আর বাবসাই নিধারিত আয়ের পরিমাণ বলা মুশকিল আমি ১০ থেকে ১৫ ডলার প্রত্যেকদিন আয় করতে পারলে খুশী, আর ফরেক্স থেকে আয়ের পুরোটাই নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপর ট্রেড বিষয়ে আপনার টেকনিকই নিধারন করবে কত আয় করতে পারবেন।