ফরেক্স যেহেতু একটি ব্যবসা তাই ফরেক্স থেকে সুদু আয় করা জায় ফরেক্স আয়ের উৎস ফরেক্স ব্যবসা এখানে টাকা ইনভেস্ট করে টাকা আয় করতে হয় তাই ফরেক্স বলা জায় যে ফরেক্স সুধু মাত্র একটি আয়ের উৎস।
Printable View
ফরেক্স যেহেতু একটি ব্যবসা তাই ফরেক্স থেকে সুদু আয় করা জায় ফরেক্স আয়ের উৎস ফরেক্স ব্যবসা এখানে টাকা ইনভেস্ট করে টাকা আয় করতে হয় তাই ফরেক্স বলা জায় যে ফরেক্স সুধু মাত্র একটি আয়ের উৎস।
অভিজ্ঞ ট্রেডাররা এই ফরেক্স ব্যবসাকে আয়ের উৎস হিসেবে মনে করেন । তারা মনে করেন যদি আমরা ধৈর্য্য ধারণ করে এই ট্রেড ব্যবসা করি তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবো । আর যারা অভিজ্ঞতা ছাড়া সবসময় কাজ করেন তাহলে অবশ্যই তারা ক্ষতির মুখে পরবে । সুতরাং আমি বলব ফরেক্স ব্যবসা বুঝে শুনে করতে পারলে অবশ্যই সফলতা সম্ভব ।
ফরেক্স শুদু যে আয়ের উতস তা নয় ফরেক্স একটি আধুনিক ব্যবসা যেখানে জ্ঞান আরজনের সাথে সাথে বিশ্বের অনেক বড় বড় ব্যবসায়ীর সাথে পরিচয় হওয়া যায় যা নিজের পরিচিতিকে ভাল করে দেখে অন্যরে উতসাহীত হয়ে কাজ করে ।এছাড়া ফরেক্স যেহেতু বিশ্বের অন্যতম ব্যবসা সেহেতু জ্ঞান অরজন করা একদম সহজ।
আমি মনে করি ফরেক্স শুধুই আয়ের উৎস নয় এটার মাধ্যমে আমাদের জ্ঞান প্রসারিত হয় এটা আমাদের ধৈর্যশালী করে তুলে যা বাস্তব জীবনে খুবই দরকার । তাই আমি মনে করি ফরেক্স আয়ের সাথে-সাথে জ্ঞানের ও উৎস । আপনি ফরেক্স সম্পকে পুরো জ্ঞান আহরণ করার পরে আপনি ফরেক্স ট্রেডিং করে অনেক আয় করতে পারবেন। ধন্যবাদ
হ্যা আমার কাছে ফরেক্স শুধুমাত্রই আয়ের উৎস। এখানে কাজ করি আয় করার জন্য। তবে এই আয় করতে গিয়ে আমরা অনেক কিছুই শিখতে পারি। আমরা বিভিন্ন দেশের অর্থনীতি সম্পর্কে জানতে পারি। জানতে পারি কি কারনে অর্থনীতির উত্তান পতন ঘটে। কোন দেশের অর্থনীতি কোন অবস্থানে আছে এবং কখন কোন দেশের অর্থনীতি উন্নতি বা অবন্নতি হবে।
ফরেক্স মার্কেট আসলেই একটি আয়ের উৎস। কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারলে এখনা থেকে অনেক আয় করা যায়।তবে ফরেক্স মার্কেটে তারাই আয় করে যারা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভাল জ্ঞান লাভ করতে পারে। আর যারা জ্ঞান লাভ না করে ট্রেড করে তবে তার লস হবে।
ফরেক্স এর প্রধান সোর্স হলো উপ্পার্জন.তাছাড়া ফরেক্স থেকে অনেক কিছু শেখা যাই.যেমন মার্কেট এ টিকে থাকার ধর্য.লক্ষণ এর সম্মুখীন হলে তা থেকে শেখা এবং মনোবল মজবুত করা.বের্থতা এবং সফলতায় ইমোশনাল না হয়ে সামনের দিকে এগিয়ে চলা.এইসব আমরা ফরেক্স থেকে শিকতে পারি.যা জীবনের প্রতিটি মুহুর্তে টিকে থাকার জন্য দরকার.ফরেক্স আমাদের কে এই সব উপ্পার্জন এর পাশা-পাশি এইসব শিখায়.
যে যা মনে করে। তবে এটা খুবই কঠিন একটা জায়গা যেখানে সফলতার তুলনায় ব্যর্থতার হার অনেক বেশি। তাই নিজে ঠিক ভাবে শিখার চেষ্টা করুন নতুবা এই মার্কেট এর কোন দয়ামায়া নেই। যেকোন কাউকে ছোড়ে ফেলতে একটু দ্বিধা করে না। সবাইকে ধন্যবাদ।
আমার মতে ফরেক্স আয়ের উৎস এবং তার পাশা পাশি জ্ঞানের ও উৎস। ফরেক্সে কাজ করলে বিদেশিক মুদ্রার দাম সম্পর্কে জানা যাই। ফরেক্সে কাজ করলে জ্ঞানকে আয়ের উৎসে কাজে লাগানো যাই।
অনেকে ভাবেন যে ফরেক্স থেকে আয করাটা বোধই খুবই সহজ ব্যাপার । কিন্তু বিষয়টা মোটেও কিন্তু সহজ নয় । এখান থেকে প্রফিট বের করা অনেক কাঠন আর ধৈর্যের ব্যাপার । দেখবেন যে সারাদিন ধরে প্রফিট করলেন আর রাতেই আবার প্রফিট সহ লস করবেন ।