-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে জানার কোন বিকল্প পথ নেই। আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে যত ভালোভাবে জানবেন ততবেসি আপনি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড কোরতে পারবেন। এবং ভালো ট্রেড এর মাধ্যমে আপনি ফরেক্স মার্কেট থেকে আয় কোরতে পারবেন। এখানে শেয়ার মার্কেট থেকে অনেক বেশী সুবিধা আছে।যেমন শেয়ার মার্কেটে আপনি শুধু ঊর্ধ্বমুখী মার্কেটে লাভ করতে পারবেন।অপরদিকে ফরেক্স মার্কেটে আপনি ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী উভয় অবস্থাতেই লাভ করার সুযোগ পাবেন।
-
হ্যাঁ ফরেক্স মার্কেট অনেকটাই শেয়ার মার্কেটের মতো।তবে এখানে শেয়ার মার্কেট থেকে অনেক বেশী সুবিধা আছে।যেমন শেয়ার মার্কেটে আপনি শুধু ঊর্ধ্বমুখী মার্কেটে লাভ করতে পারবেন।অপরদিকে ফরেক্স মার্কেটে আপনি ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী উভয় অবস্থাতেই লাভ করার সুযোগ পাবেন।
-
ফরেক্স বিজনেসে মার্কেট মুভিমেন্ট কি?
ফরেক্স বিজনেস করতে গেলে অবশ্যেই ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান থাকা দরকার। তাই আমাদের মার্কেট সম্পর্কে জানা দরকার। ফরেক্স মার্কেট কি শেয়ারবাজারের মার্কেটের মত দর উঠানামা করে? দয়া করে সবাই মতামত দিবেন।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্স মার্কেট এর মুভমেন্ট অনেকটা শেয়ার বাজার এর মত। অনেকেই ফরেক্স মার্কেট এ আসে মনে করে এটা শেয়ার মত কাজ করে। আসলে ফরেক্স মার্কেট আর শেয়ার বাজার এর মধ্যে অনেক পার্থক্য আছে। কেননা শেয়ার মার্কেট এ আমরা শুধু শেয়ার ক্রয় করতে পারি। কিন্তু ফরেক্স মার্কেট এ আমার বাই এবং সেল উভয়ই করতে পারি।
-
ফরেক্স মার্কেট অনেকটা শেয়ার বাজারের মত। শেয়ার বাজারে যেমন দর ওঠানামা করে ফরেক্স মার্কেটেও তেমনি বিভিন্ন কারেন্সির দাম ওঠানামা করে। এটিই ফরেক্স-বিজনেসে-মার্কেট-মুভিমেন্ট।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের মুদ্র জোড়া আকারে থেকে কারেন্সির পেয়ার সৃষ্টি করে।এসব পেয়ারের প্রাইস বা দাম সবসময়ই একরকম থাকে না। ২/৩ মিনিটের মধ্যেই দর উঠানামা করে। এর দর উঠানামার মাধ্যমেই ক্রয়-বিক্রয় হয়ে থাকে এবং ট্রেডারগণ মার্কেটের এই মুভমেন্ট কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট থেকে আয় উপার্জন করে থাকে।
-
ফরেক্স মার্কেট অনেকটাই শেয়ার মার্কেটের মতো।তবে এখানে শেয়ার মার্কেট থেকে অনেক বেশী সুবিধা আছে।যেমন শেয়ার মার্কেটে আপনি শুধু ঊর্ধ্বমুখী মার্কেটে লাভ করতে পারবেন।অপরদিকে ফরেক্স মার্কেটে আপনি ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী উভয় অবস্থাতেই লাভ করার সুযোগ পাবেন। আবার শেয়ার মার্কেটে নগদ অর্থ ডিপোজিট করে তারপর প্রফিট অর্জন করতে হয়,,, তারপর আবার শেয়ার মার্কেটে শুধুমাত্র উর্ধ্বমুখী মার্কেটে লাভ করা যায় ,,,, কিন্তু ফরেক্স মার্কেটে উর্ধ্বমুখী এবং নিম্নমুখী দুইটাতেই লাভ করা যায় ।
-
ফরেক্স মার্কেটে বেশ কিছু কারেন্সি পেয়ার আছে। এক এক পেয়ারের মুভমেন্ট এক এক রকম। মুভমেন্ট বলতে গতিবিধিকে বোঝায়। দেখা যায় কোন পেয়ারের মুভমেন্ট অনেক বেশি আবার কোনটার মুভমেন্ট মাঝামাঝি পর্যায়ের আবার কোনটার মুভমেন্ট অনেক বেশি। যেমন; গোল্ড, সিলভারের মুভমেন্ট অনেক বেশি। অন্যদিকে gbpusd সহ কিছু পেয়ারের মুভমেন্ট মাঝামাঝি পর্যায়ের। আবার কিছু পেয়ারের মুভমেন্ট অনেক কম। মার্কেটের এই মুভমেন্ট এনালাইসিস করে ট্রেড ধরতে হয়। শেয়ার মার্কেটে শেয়ারের প্রাইজের ঊর্ধ্বগতি হলে কেবল তখন লাভ করা যায়। কিন্তু ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের প্রাইস বাড়লেও ট্রেড করে লাভ করা যায় আবার কমলেও ট্রেড করে লাভ করা যায়।
-
ফরেক্স মার্কেটে আসলে মুভমেন্ট এর উপর ডিপেন্ড করে এই আপনি বুঝতে পারবেন ওঠানামার উপরেই ডিপেন্ড করে যে মার্কেট ডাউন ট্রেন নাকি আপট্রেন্ডে আছে আর এটাকেই ফরেক্স মার্কেট মুভমেন্ট বলে থাকে। ফরেক্স ট্রেডিং বিজনেসে আমরা ভিবিন্ন দেশের কারেন্সি দিয়ে ট্রেড করি।আমরা ট্রেডের জন্য চার্ট ব্যাবহার করে থাকি।তবে আমি মনে করি ফরেক্স মার্কেট অনেকটাই শেয়ার মার্কেটের মতো তবে ফরেক্সে আর শেয়ার বাজারের কিছু ডিফারেন্স আছে।এখানে যেকোনো দেশের কারেন্সির দাম কমলে ও লাভ করা যায় বাড়লে ও লাভ করা যায়।আর শেয়ার বাজারে সেটা করা যায় না।আর কোন কারেন্সির দাম মুভমেন্ট বলতে বুঝায় যে ওই কারেন্সির দাম কত বাড়লো বা কত কম্লো ওই নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে যেই টাইম ফ্রেমের চার্ট ওপেন করে থাকি।
-
ফরেক্স অনেকটা শেয়ার বিজনেস এর মত হলেও এর সাথে পর্যাপ্ত পার্থক্য রয়েছে। আমরা জানি প্রতিটা জিনিসের দাম পরিবর্তনশীল। আর এ পরিবর্তনের ফলে ফরেক্স মার্কেট মুভমেন্ট করে। প্রতিটা দেশের কারেন্সি পরিবর্তন হয় উক্ত দেশের রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতির কারণে। শেয়ার বিজনেস যেমন দিনে আট ঘন্টা ওপেন থাকে, অপরদিকে ফরেক্স সপ্তাহে পাঁচ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। ফরেক্সে দৈনিক ৫ ট্রিলিয়ন দেনদেন হয়ে থাকে। অপর দিকে শেয়ার বিজনেসে ২০০ নিলিয়ন লেনদেন হয়ে থাকে। এই দুটি ব্যবসায় মিল থাকলেও যথেষ্ট পার্থক্য রয়েছ।