-
আমি আনকে ব্রোকার এর নাম শুনেছি তবে আমার কাছে ইন্সটা ফরেক্স সব থেকে ভাল মনে হয় । হ্যাঁ আমি ব্রোকার হিসেবে ইন্সটা ফরেক্স কে বেছে নিয়েছি । কারণ ইন্সটা ফরেক্স এশিয়ার ১ নাম্বার হিসেবে ইতি মধ্য ভাল জনপ্রিয় লাভ করেছে । আপনে ইন্সটা ফরেক্স কে বিশ্বাস করতে পারেন । কারণ ইন্সটা ফরেক্স ভাল মানের ব্রোকার এবং এখানে যে সকল সুযোগ সুবিধা দেওয়া থাকে তা আর অন্য কোন ব্রকার সাইটে থাকে না।
-
আমার মতে বৈদেশিক মূদ্রা কেনা বেচার বিজনেসে আমি সব চাইতে ভালো ব্রোকার মনে করি ইনেস্টাফরেক্স ব্রোকার তাই আমি ইনেস্টাফরেক্স ব্রোকারে ট্রেড করি।কারন ইনেস্টাফরেক্স এর আগে কয়েকবার পুরুষ্কার পেয়েছেন।আর আমি মনে করি ইনেস্টাফরেক্সে কাজ করে আমাদের আয় করতে হলে বৈ্দেশিক মূদ্রার কেনা বেচা করে কি করে আয় করতে হয় সেটা আমাদের জানতে হবে শিখতে হবে।
-
ভাই আমি ইন্সটাফরেক্স নিয়েইশুরু করেছি।আশা করছি এখান থেকেই চালিয়ে যাব ফরেক্স লাইফ।
-
ফরেক্স মার্কেট এ বিভিন্ন ব্রোকার রয়েছে। আমি মূলত ইন্সটা ফরেক্স এ ট্রেড করে থাকি। বিভিন্ন ব্রোকার এ বিভিন্ন সুবিধা। আপনি আপনার সুবিধা মত ফরেক্স এ যে কোন ব্রোকার এ ট্রেড করতে পারেন। তবে আমি ইন্সটা ফরেক্স কে সব চেয়ে বেশি পছন্দ করি।
-
আমি মনে করি ইন্সটাফরেক্স ব্রোকার অনেক ভালো এবং এটি এশিয়ার নাম্বার ১ ব্রোকার।তাই আমি ইন্সটা ফরেক্স ব্রকারে ট্রেড করি এখান থেকে যথেষ্ট সুবিধা পাই আমি মনে করি ইস্টা ফরেক্স থেকে যা সুবিধা পাওয়া যায় তা অন্য কোনো ব্রোকারে পাওয়া যায় না।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কোনো না কোনো ব্রোকারের মাধ্যমে সেটা করতে হয় । যেহেতো ইন্সটা ফরেক্স বাংলাদেশের ট্রেডারদের জন্য অনেক সাপোর্ট দিচ্ছে ও আমরা আমাদের ফরেক্স ফোরামের আয় করা বোনাস ইন্সটা ফরেক্সে বিনিয়োগ করে উপকৃত হচ্ছি তাই আমি মনে করি ইন্সটা ফরেক্সকে আমাদের প্রাধান্য দেয়া উচিত । ইন্সটা ফরেক্স বাংলাদেশে ফরেক্স ট্রেডার সৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে । আমি ইন্সটা ফরেক্স ব্যবহার করি আমার ফরেক্স ব্রোকার হিসাবে ।
-
ফরেক্স র্মাকেটে বিভিন্ন ব্রোকার রয়েছে তবে আমার জান মতে ফরেক্স বাংলা ফোরমে পোষ্টএর কাজ করে যে বোনস ডলার পাওয়া যায় তা শুধু মাত্র ইনেক্সট্রা ট্রান্সফর করে ট্রেড করা যায় এবং ইনেক্সট্রা ফরেক্স এ রিয়েল একাউন্ট তৈরি করে ট্রেড কার যায় এছাড়া মার্কেটে আরও অনেক ব্রোকার রয়েছে যেখনে আপনি রিয়েল ও ডেমো একাউন্ট করতে পারেবন ।
-
আমি বলবো এশিয়ার সবচেয়ে ভালো ব্রোকার যদি বলতে হয় তাহলে আমার কাছে তা হলো ইন্সতা-ফরেক্স ব্রোকার । আমার হাতে খরি করি এই ব্রোকার দিয়ে । যারা নতুন তাদের কে বলব আপনা অন্য সকল ব্রোকার থেকে এই ব্রোকারে অনেক সুবিধা পাবেন । আমি এখনো পর্যন্ত এই ব্রোকার হাউজে কাজ করে যাচ্ছি ।
-
আমি আমার ট্রেডিং লাইফ এর শুরু থেকেই ইন্সটা ফরেক্স এর সাথে আছি। আমি অনেক শূনেছি ইন্সটা ফরেক্স সম্পর্কে বদনাম করতে। এটা নাকি স্কাম ব্রোকার। কিন্তু আমি তিন বছর ধরে আছি কখনো কোন সমস্যাই পরি নাই। আমার মতে এই ইন্সটা ফরেক্স ব্রোকার খুব ভাল একটা ব্রোকার।
-
ফরেক্স মার্কেটে ব্রোকার সাইট হল আপনাকে ঐ সাইটের আন্ডারে ট্রেড ওপেন করা।আপনি কোন ট্রেড ওপেন করতে হলে কোন ব্রোকার সাইটের আন্ডারে ওপেন করতে হবে আর ভাল করেদেখে নিতে হবে যে ব্রোকার সাইট টি রেগুলেটেদ কিন।আমি ইনিস্টা ফরেক্স কোম্পানিতে ট্রেড ওপেন করি।