আমি সিগনাল ব্যাবহার করি না এবং এটাকে সমর্থন ও করি না কেননা না ৫ মিনিট পরে মার্কেট কোথাই যাবে টা কেও বলতে পারবে না। আমি সব সময় টেকনিক্যাল আনালাইসিস কে প্রাধান্য দেই বেশি কেননা জার যত টেকনিক্যাল অ্যানালাইসিস জ্ঞান আছে সে ততো ফরেক্স বেবসাতে সফল।
Printable View
আমি সিগনাল ব্যাবহার করি না এবং এটাকে সমর্থন ও করি না কেননা না ৫ মিনিট পরে মার্কেট কোথাই যাবে টা কেও বলতে পারবে না। আমি সব সময় টেকনিক্যাল আনালাইসিস কে প্রাধান্য দেই বেশি কেননা জার যত টেকনিক্যাল অ্যানালাইসিস জ্ঞান আছে সে ততো ফরেক্স বেবসাতে সফল।
না,আমি সিগনাল এ বিশ্বাসী না।আমি অনেক আগে সিগনাল মেনে ট্রেড করতাম তখন লাভ থেকে লস এর পরিমান বেশি ছিল,ফরেক্স এ লাভ জনক ট্রেড এর জন্য দরকার একটা পরিপুন আনালাইসিস,কারর উপর ডিপেনড করে কোন ট্রেড করা উচিত নাহ।কথায় আছে"নিজের বুদ্ধিতে মরাও ভাল"।
সিগনাল ধরে বা নিয়ে ট্রেড করাটা চরম বোকামী ছাড়া আর কিছুই না । কারণ আপনি সবসময় সঠিক সিগনাল নাও পেতে পারেন । হ্যা এমন অনেক ট্রেডার যারা সিগনাল ব্যবহার করেন, কিন্তু হটাৎ একদিন ধরা খেলে সম্পূর্ণ ইনকাম নিমিষেই শেষ, তখন আর করার কিছুই থাকবে না, পরিশ্রমটাই সম্পূর্ণ বেকার হয়ে যাবে । সুতরাং আমার মতে কারও সিগনাল ব্যবহার করা উচিত না ।
না আমি কোন ধরনের সিগন্যাল ব্যবহার করি না ফরেক্স মার্কেটে। কারণ যারা ফরেক্স মার্কেটে সিগন্যাল ব্যবহার করে না জেনে না বুঝে। তবে ফরেক্স মার্কেটে এমন অনেক ট্রেডার আছে তারা প্রতিনিয়তই সিগন্যাল ব্যবহার করে তারা আমার মতে অভিজ্ঞ তাই তারা সিগন্যাল ব্যবহার করে ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে পারে। কিন্তু যারা একদম ফরেক্স মার্কেটে নতুন তারা কখনও যেন সিগন্যাল ব্যবহার না করেন কারণ আপনি যদি সিগন্যাল ব্যবহার করেন তাহলে হয়তো নিমিষেই আপনার এ্যাকাউন্ট শূন্য হয়ে যেতে পারেন যার ফলে আপনার পরিশ্রমটাই সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমি মোটেও সিগন্যাল ব্যবহার করি না।
অনেক ভালো ট্রেডার আছেন যারা সিগ্নাল দিয়ে থাকেন। কিন্তু সেই সিগ্নাল দেখে প্রফিট করা গেলেও আপনি ফরেক্স সম্পর্কে কিছুই শিখতে পারবেন না। ফরেক্স এ কিছু করতে চাইলে নিজের মাথা খাটিয়ে ট্রেড নিতে হবে। কেননা আপনি যদি নিজে কিছু না বুঝেন তাহলে পরের উপর নির্ভর করে কিছু করতে পারবেন না।
আসলে ফরেক্স এমন এক ব্যবসা এটা যদি আপনি নিজে মাথা খাটিয়ে কিছু না বের করতে পারেন তা হলে কোনও সিগন্যালে কাজ হবে না। আপনাকে নিজে মার্কেট এনালাইসিস করে বের করতে কখন ট্রেড নিবেন। না হলে ফরেক্স আপনার ধরাছোয়ার বাইরে থেকে যাবে। ফরেক্স হলো আপনাকে আগে ভালভাবে শিখতে ও বুঝতে হবে আপনাকে জানতে হবে কিভাবে মার্কেট পরিবর্তন হয়। ডেমো ট্রেড করতে হবে এবং এনাইলিসস করতে হবে তা হলে আপনার মার্কেট এর ব্যপারে আইডিয়া আসবে। অল্প সময়ে ফরেক্স এ সফলতা পায় খুব কম মানুষ, অধিকাংশ ফরেক্স ট্রেডারদের সফলতা অর্জন করে নিতে হয় ধৈর্য্য ধারন এবং কঠিন অধ্যবসায়ের মাধ্যমে।
আমি ফরেক্স এ নতুন তাই আমি সিগনাল ব্রবহার করি । আমি মনেকরি যারা ফরেক্স এ নতুন তাদের জন্য সিগনাল মানাটাই ভালো । আর এটা যার ইচ্ছা সে কোর বে । আর যার ভালো লাগেনা সে কোরবে না । যোদি সে আভিগ হয় ।
আমার মনে হয় ফরেক্স মার্কেটে সিগন্যাল ব্যবহার করার চেয়ে আপনি যদি সঠিকভাবে টেকনিক্যাল এনালাইসিস করতে পারেন তাহলে আপনি অবশ্যই এই মার্কেট থেকে এক সময় ভাল প্রফিট অর্জন করতে পারবেন। কেননা সিগন্যাল অনেক সময় দেখেও আপনি সঠিকভাবে মার্কেটে এন্ট্রি হতে পারবেন না কারণ মার্কেটের অবস্থান কোন দিকে যাবে তা সব সময় সিগন্যাল দেখে বুঝা যায় না। এজন্য আমি টেকনিক্যাল এনালাইসিস দ্বারা ফরেক্স মার্কেটে এন্ট্রি হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্ব মনে করি। সিগন্যাল দেখে আমি কখনও ট্রেড করি না কারণ সিগন্যাল সব সময় সঠিক পথ দেখাই না।
ফরেক্স এ সিগ্নাল ফলো করে ট্রেড করা যেতে পারে। প্রফিট ও করা যেতে পারে। কিন্তু সবচেয়ে আপনি যদি সিগ্নাল এর সাথে চার্ট এনালাইসিস দেখতে পারেন তাহলে আপনি ফরেক্স সম্পর্কে অনেক কিছুই শিখতে পারেন। ফরেক্স এ সিগ্নাল ব্যবহার করেও লাভ করা যেতে পারে।
না ফরেক্স মার্কেটে আমি কখনও সিগন্যাল ব্যবহার করি না। কারণ সিগন্যাল কখনও ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল কিছু দিতে পারবে না কোন কোন সময় সিগন্যাল ভূল তথ্য দিয়ে থাকে যা ট্রেডারদের জন্য খুব বিপদজনক হয়ে যায়। এতে করে ট্রেডারের মূল ব্যালন্স অনেকটা ক্ষতিরমুখে পড়ে যেতে পারে। এজন্য আমি সিগন্যাল কখনও ব্যবহার করি না।