-
লোভ মানুষের জীবন শেষ করে দেয়। তবে আপনি এমন কোন লোক পাবেন না যে যে কন বিষয়ে লোভ করে না সবাই লোভ করে। কিন্তু আপনি যদি ফরেক্স মার্কেট লোভ করে ট্রেড করতে যান তবে আপনি ফরেক্স মার্কেটে আপনার সর্বশ হারাতে পারেন কারন লোভে পাপ আর পাপে মৃত্যু হয় বলে আমরা জানি।
-
ফরেক্স মার্কেট এ লস করার অন্যতম কারন হলো লোভ করা।আপনি যত বেশি লোভ করবেন তত বেশি রিস্ক এ হবে আর তখন আপনার মানি ম্যানেজমেন্ট এর কথা ভুলে যাবেন ঠিক তখনি আপনার ব্যালান্স যিরো হয়ে যাবে।আপনি যদি লোভ না করেন তাহলে আপনার কখনো বড় ধরনের লস যাবে না। তবে লাভ করতে হলে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে যখন আপনি দক্ষ হবেন তখন আপনি তখন লস আর হবে না।
-
আমি মনে করি লস আমাদের নিজেদের কারনেই হয়। লস হওয়ার অনেক রকম কারন থাকতে পারে। যখনই আমরা ইমোশনাল হয়ে ট্রেড করি, তখনই আমাদের বেশির ভাগ লস হয়ে থাকে। ট্রেডে কখনোই ইমোশনাল হওয়া চলবে না। একজন ট্রেডার যদি পরিপূর্ন ভাবে মার্কেট এ্যানালাইসিস করে, ইমোশনাল না হয়ে, লোভ না করে, অতিরিক্ত ঝুকি না নিয়ে ট্রেড করে তাহলে লসের সম্ভাবনা খুবই কমে যায়।
-
ফোড়েক্স মাকেটে আমি মনে করি লস এর কারন হল লোভ ফরেক্স মাকেট থেকে যে বেশি লোভ করবে সে লস করে | আদক্ষতা থাকে অবস্থায় ফরেক্স মাকেটে ট্রেড করলে লস হতে পারে| ফরেক্স মাকেট থেকে অনেকে আয় করছে আবার অনেকে লস করছে যদি ফরেক্স মাকেটে দক্ষতা থাকে তবে লস হবে কম |
-
ফরেক্স মার্কেটে লস করার প্রধান কারন হল অতিরিক্ত লোভ করা।এই লোভের কারনে বেশিরভাগ ট্রেডার রা মুল্ধন হারাই।তারা ভুলে যাই মানি ম্যানেজম্যান্ট করা ভুলে যাই।তাই আমাদের লোভকে ত্যাগ করা উচিত যাতে আমরা ব্যালেন্স কে টিক্যে রাখতে পারি।
-
আমি মনে করি ফরেক্স মাকেটে লস এর অন্যতম কারন অদক্ষতা ফরেক্স মাকেটে করার আগে দক্ষতা অজন করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন | আপনি যদি ফরেক্স মাকেট সম্পরকে ধারনা না রাখেন তবে আপনি লস করবে ফরেক্স মাকেটে থেকে আয় করা অনেক কথিন আমি মনে করি |
-
লস করার প্রধান কারন হচ্ছে ফরেক্স এর মেইন রুলস গুলো না মেনে চলা, ফরেক্স মার্কেট সম্পরকে কোন আইডিয়া না থাকা, উলটা পাল্টা ভাবে ট্রেড ওপেন করা,মানিমেনেজমেন্ট এর দিকে ফ্লও না করা,বেশি লোভ করা। ভাল সিগ্নাল না পেয়ে ট্রেড ওপেন করা,এক দিনে ওভার ট্রেড করা,বিবিন্ন ইনডিকেটর ইউস করা......।।
-
ফরেক্স মার্কেটে লসের অনেক কারণ আছে তা র মধ্য অন্যতম মার্কেটে এনালাইসিস । আপনি যদি এনালাইসিস করে মার্কেটে ওপেন করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই কম । আর যদি এনালাইসিস না করে মার্কেটে ওপেন করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই বেশী এমনকি ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা রাখে । তাই যখনই মার্কেট ওপেন করতে যাবেন তখন নিউজ ও মার্কেটে এনালাইসিস করবেন ।
-
লস করার কারন হল যে,
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) পরিশ্রম ও র্ধৈয্যে অভাব
৪) মার্কেট এনালাইসিস না করা
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা।
-
লস করার অনেক গুলো কারন আছে ।যথা-
১।অতিরিক্ত লটে ট্রেড ওপেন করা।
২।মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করা
৩।মানি ম্যানেজম্যান্ট ঠিক না রেখে ট্রেদ করা
৪।ট্রেড সম্পর্কে ওভার কনফিডেন্স দেখানো।