-
হ্যা বন্ধু ফরেক্স ট্রেডিং মার্কেটে বিভিন্ন ট্রেডার বিভিন্ন রকমের েইন্ডিকেটর ব্যবহার করে আমি মনে করি তা থেকে বিভিন্ন ধারনের ট্রোডিং হেল্প পেয়ে থাকে কারন আমি নিজেও মুভিং এভারেজ ব্যবহার করি জদিও এটা ১০০% কার্ষকারী নয় তবুও এটা আমাকে মার্কেট বিশ্লেষনে সাহায্য করে তাই আপনারা ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারেন তবে সম্পুন্ন নির্ভরশীল হবেন না, ধন্যবাদ।
-
আমার কাছে ইনডিকেটর দিয়ে ট্রেড করতে ভাল লাগেনা কারন ইনডিকেটর আমাদের কে কখনো সঠিক সিদ্দান্ত দিতে পারেনা আমরা যত টুকু করতে পারি সেটা কখনো ইনডিকেটর করতে পারেনা।
-
ইন্ডিকেটর দেখে ট্রেড কনফার্ম করতে পারি তবে একেবারে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে কখনই ট্রেড এন্ট্রি নিতে পারিনা তাহলে ট্রেড লস হবে অনেক বেশি পরিমানে আমরা ট্রেড এর জন্য ক্রেতা ট্রেদার এর যে সকল ডিফল্ট ইন্ডিকেটর আসে তা ব্যবহার করতে পারি। আপনাকে ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করা জানতে হবে।
-
ইন্ডিকেটর মার্কেটের দিক নির্দেশনা দেখায় ,তবে এর উপর সব সময় নির্ভর হওয়া যায় না ।ভাল ভবে মার্কেটে এনালাইসিস করে ইন্ডিকেটর ফলো কার উচিত ।মার্কেট কখন আপে যাবে না, ডাউনে যাবে তা ইন্ডিকেটর দেখে বোঝা যায় না, মার্কেটে এনালাইসিস করে মার্কেট আপে যাবে না, ডাইনে যাবে তা বোঝা যায় তাই মার্কেটে এনালাইসিস করে ট্রেড করুন ইন্ডিকেটর দেখে নয়।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ গতি বিধি জানার জন্য আপনাকে ইন্ডিকেটর এর সাহায্য নিতে হবে । ইন্ডিকেটর ফরেক্স মার্কেট এ ভাল ভুমিকা পালন করে থাকে । তবে তা আপনার এনালাইসিস কে পারফেক্ট করার জন্য। কিন্তু নিজের দক্ষতা নিজেকেই বানিয়ে নিতে হবে। ইন্ডিকেটর আপনাকে সব সময় সাপোর্ট দিবে না। যা আপনি নিজের দক্ষতা থেকে পাবেন।
-
ইন্ডিকেটর ছাড়া কোন ভাবেই ফরেক্স ব্যবসাতে প্রফিট করা যায় না । কারন ইন্ডিকেটর সঠিক পথ দেখিয়ে দিয়ে থাকে । আমি সব সময় ইন্ডিকেটর ব্যবহার করে থাই । কিন্তু এটাও সত্য সব সময় ইন্ডিকেটর নির্ভর হওয়া ঠিক নয় । মাঝে মাঝে ইন্ডিকেটর অনেক লস করিয়ে দিয়ে থাকে । তাই সব সময় ইন্ডিকেটর নির্ভর হওয়া ঠিক । ইন্ডিকেটর নির্ভর হওয়া যাবে ৬০% এবং ৪০% অন্য এনালাইসিস এর উপর নির্ভর করতে হবে ।
-
ইন্ডেকেটর এর মাধ্যেমে আমরা বুঝতে পারি যে ফরেক্স মার্কেট এর কত গতিতে উঠানামা করতেছে। ইন্ডিকেটর মাধ্যেমে আমাদের বিশেষ করে ধারনা করে দেয় যে মার্কেট কোন দিকে যেতে পারে বায়ে না সেলে। তাই ইন্ডিকেটর মাধ্যেমে ট্টেড করে অনেকটা লাভ এর নির্ভর করা যায়।
-
বর্তমানে ফরেক্স মার্কেট নানা রকম জিগজাগ ইন্ডিকেটর পাওয়া। আর তাছারা মেটা ট্রেডার প্লাটফরামে ও বিভিন্ন ইন্ডিকেটর সেকশনে অনেক ইন্ডীকেটর দেওয়া আছে। এই গুল বিভিন্ন কোডং দারা করা। এক এক্টা ইন্ডীকেটর একেক ভাবে কাজ করে। আপনি ইন্ডিকেটর সাহায্য নিয়ে ও ট্রেড করতে পারেন আবার নাও করতে পারেন। এটা আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে ট্রেড করবেন।
-
আমি এই ব্যবসায় একজন নতুন এই জন্য আমি মনে করি ট্রেড করার সময় ইন্ডিকেটর প্রয়োজন কিন্তু পুরোপুরি নির্ভর হওয়া আমাদের ট্রেড ব্যবসার জন্য কুফল বয়ে আনতে পারে । আমাদের ট্রেড ব্যবসার জন্য অভিজ্ঞতা এবং সব ধরনের অ্যানালাইসিস গুলো সবসময় পর্যবেক্ষণ করে তবেই ট্রেড করা।
-
ফরেক্স এ ইন্ডিকেটর দেখে শিয়োর করে ট্টেড করা এটা ভাল সুফল নয়। কারন ইন্ডিকেটর ফরেক্স এ গতিবিধির এ ধাপকে বোঝায়। ইন্ডিকেটর এনালাইসিস এর সহায়তা কারী করা বোঝা যায় যে মার্কেট কেমন উঠানামা করছে। তবে আপনি ইন্ডিকেটর এর পাশাপাশি ফাউন্ডামেটাল এনালাইসিস করাই ভাল হবে।