-
অবশ্যই মার্কেট এ্যানালাইসিস করা খুবই জরুরী । অামরা সব সময়ই মার্কেট এ্যানালাসিস করে এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা কখনোই লোভ করব না তাহলেই আমরা ক্ষতিগ্রস্থের মধ্যে পড়ে যাব । আপনারাও সব সময় মার্কেট এ্যানালাইসিস করে তারপর এই ব্যবসা শুরু করবেন তাহলেই আপনারাও লাভবান হতে পারবেন ।
-
মার্কেট এন্যালাইসিস অনেক বেশি পরিমাণে জরুরী । কেননা মার্কেট এন্যালাইসিস ব্যাতিত সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না । যার কারণেই বলা হয়ে থাকে যে একজন সফল ট্রেডার হওয়ার পূর্বশর্ত হল একজন ভাল বিশ্লেষক হওয়া । কেননা যেই ভাল বিশ্লেষক হতে পারবে সেই হতে পারবে সফল ট্রেডার । মুলত বিশ্লেষনই বলে দেয় আমরা ঠিক কোন পদ্ধতিতে ট্রেড করে সফল হতে পারব ।
-
আমি একজন নতুন ফরেক্স ট্রেডার ,তবে আমি বেশ কিছুদিন যাবতই ডেমো প্রেক্টিস করে আসছি এবং জানতে পেরেছি যে ডেমো করার মাধ্যমে আসলে আমরা নিজেদেরকে দক্ষ ট্রেডার হিসেব গড়ে তুলতে পারব । তবে শুধু ডেমো করলেই হবে না বরং আমাদেরকে এর মধ্য প্রায় যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে অনেক বেশি জোর দিতে হবে । আর এ ক্ষেত্রে মনে রাখতে হবে যেন টেকনিকেল এনালাইসিস ভালভাবে আয়ত্ত করতে পারলেই অনেক লাভবান হওয়া যাবে । ফরেক্স মার্কেটে একজন ভালো ট্রেডার হওয়ার পূর্ব শর্ত হল একজন ভালো বিশ্লেষক হওয়া ।
-
অবশ্যই মার্কেট এ্যানালাসিস করার খুবই জরুরী । অামরা সব সময় এই ব্যবসা করার জন্য মার্কেট এ্যানালাইসিস ভালোভাবে করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আপনারাও এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর করার চেষ্টা করেন তাহলেই লাভবান হতে পারব । অতএব এই ব্যবসা করার জন্য মার্কেট এ্যানালাসিস ভালোভাবে করার চেষ্টা করব ।
-
ফরেক্স করতে হলে আপনাকে অবশ্যিই দক্ষ হতে হবে এবং মার্কেট এনারাইসিস করা জরুরী । কেননা ফরেক্স একটি ব্যবসা এবং এখানে লাব লস আছে । সবাই চাই লাভ করত ,লস কেউ চাইনা । ডদি আপনি লাভই চান অর্থাৎ ফরেক্স সাফলতা চান তা হলে আপনাকে এনালাইসিস করা জরুরী ।
-
ফরেক্স মার্কেট এনালাইসিস ৩ প্রকার।যথাঃ
১।টেকনিকাল এনলাইসিস
২।সেন্টিমেন্টাল এনলাইসিস
৩।ফান্ডামেন্টাল এনলাইসিস।
এই ৩ প্রকার এনালাইসিস এর একটারও যদি অভাব থাকে তাহলে আপনার মার্কেটে লস হবেই।তাই এই ৩ প্রকার এনালাইসিস করে ট্রেড ওপেন করা উচিত।
-
ফরেক্স মার্কেট থেকে সাফলতা পেতে গেলে মার্কেট সম্পর্কে দক্ষ হতে হবে।আর মার্কেটের দক্ষতা নির্ভর করে মার্কেট সম্পর্কে এনালাইসিসের উপর।ফরেক্স মার্কেট এনালাইসিস ৩ প্রকার।যথাঃ টেকনিকাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস।এই ৩ প্রকার এনালাইসিস করে কোন ট্রেড ওপেন করা উচিত।
-
ফরেক্স মার্কেট এনালাইসিস না করলে ফরেক্স করা সম্ভব না । আপনাকে টিকে থাকতে হলে এবং ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই মার্কেট এনা লাইসিস করতে হবে। ব্রোকার থেকে এনালাইসিস দেখে ট্রেড নিতে পারেন।
-
মার্কেট অ্যানালাইসিস ছাড়া ফোরেক্স মার্কেট এ ট্রেড করে সফলতা অর্জন করা সম্ভব নয়। ঠিক তেমনি একজন দক্ষ ট্রেডার হতে হলে মার্কেট অ্যানালাইসিস এর কোন বিকল্প না্ই। প্রত্যেকটি ট্রেড ওপেন করার আগে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করে দেখে বুছে ট্রেড করতে হবে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে আপনাকে মার্কেট এনালাইস করতেই হবে কারন আপনি যদি মার্কেট এনালাইস না করেন তাহলে ট্রেড ওপেন করবেন কি ভাবে , ভাল ট্রেডার হতে গেলে আপনাকে ভাল ভাবে ফরেক্স মার্কেট এনালাইস করতেই হবে না হলে আপনি লস এর মুখ মুখি হতে হবে । তবে আনকে ব্রোকার থেকে এনালাইস দেখে ট্রেড নিতে পারেন ।