ফরেক্স ব্যবসায়ে মুদ্রার ব্যবসা করা হয় দুই ভাবে ক্রয় ও বিক্রয় করে। কোন ট্রেডার যদি তার ক্রয় করা মুদ্রা প্রকৃত ক্রয়ের থেকে কম দামে বিক্রয় করে ফেলে তখন তার লস হয়ে যায়, আবার বেশি দাম দিয়ে ক্রয় করলেও লস হয়ে যায়।
Printable View
ফরেক্স ব্যবসায়ে মুদ্রার ব্যবসা করা হয় দুই ভাবে ক্রয় ও বিক্রয় করে। কোন ট্রেডার যদি তার ক্রয় করা মুদ্রা প্রকৃত ক্রয়ের থেকে কম দামে বিক্রয় করে ফেলে তখন তার লস হয়ে যায়, আবার বেশি দাম দিয়ে ক্রয় করলেও লস হয়ে যায়।
ফরেক্স এ লাভ অথবা লস বেপারটা বুঝা আসলে খুব একটা জটিল বিষয় নয়. তবে আপনি বিষয়টাকে অনেক সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন তাই আপনাকে ধন্যবাদ. খুব সহজ বুশয় তা হলো আপনি যদি পেয়ার এ বাই দেন তাহলে পেয়ার এর দাম উপরের দিকে উঠলে আপনার লাভ হবে, তবে আপনি যদি সেল নেন তাহলে প্রাক যদি নিচের দিকে নাম তাহলে আপনার লাভ.
আমি যতোদূর জানি যে ফরেক্স ট্রেডিংএ বাই (buy) অথবা সেল (sell) করার কারনে লাভ / লস হয়ে থাকে।
যেমন ধরেন: ফরেক্স ট্রেডিং এ একটি ট্রেড খোলা খুবই সোজা। ট্রেড খোলার পদ্ধতি সহজ এবং আপনার যদি স্টক মার্কেটে ট্রেড করার অভিজ্ঞতা থাকে তবে আপনি তা আরও তাড়াতাড়ি বুঝতে পারবেন।
মনে করুন আপনি ১.৩০০০ এক্সচেঞ্জ রেটে GBPUSD - তে. ০৫ লটে কিছু GBP কিনলেন $.35 ডলার দিয়ে। এর কয়েক ঘন্টা বা দিন পরে GBP/USD এক্সচেঞ্জ রেট বেড়ে ১.৩২৯৯ হল। তখন আপনি $১.৩২৫০ ডলারে তা বিক্রি করলে আপনার লাভ হবে $৫২.৫ ডলার।
এক্সচেঞ্জ রেট হল একটি কারেন্সির সাপেক্ষে আরেকটি কারেন্সির দামের অনুপাত। আর যদি এই আপনি যে রেটে ট্রেড ওপেন করছেন তার চেয়ে মার্কেট নিচে নামলে তখন আপনার লস হতো। আশাকরি সবাই আমার কথা বুঝতে পারছেন। ধন্যবাদ
ফরেক্সে লাভ করতে হলে প্রথমে আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে এবং দক্ষ হতে হবে। যদি অদক্ষতা নিয়ে এখনে ট্রেড করেন তাহলে লস করবেন। এছাড়া ফরেক্সে লাভ করতে হলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। যেমন, সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা, যাদের ব্যালেন্স কম তাদের অবশ্যই ঝুঁকি কম নিয়ে ট্রেড করা এবং টেক প্রফিটের পাশাপাশি স্টপ লস ব্যবহার করা। স্টপ লস অতিরিক্ত লস হতে আপনার একাউন্টকে সুরক্ষিত রাখবে। এছাড়া লোভ থেকে বিরত থাকা এবং মাথা ঠান্ডা রেখে ট্রেড করা। এইগুলি মেনে ট্রেড করলে আপনি লাভ করবেন আশা করি। কিন্তু এইগুলি না মেনে যখন নিজের ইচ্ছামত ট্রেড করবেন তখন আপনি লস করবেন।
আমাার মতে ফরেক্স একটি আন্তর্জাতিক বিসনেস ও ব্যবসা। এখানে বাই ও সেল এর মাধ্যমে লাভ লস হয়।এখানে একটি দেশের কারেন্সি দিয়ে অন্য দেশের কারেন্সি কেনা যায় আর এই কেনা বেচার মাধ্যমে লস লাভ হয়।কিন্তু এখানে *যদি আপনি ভালোভাবে ফরেক্স সম্পর্কে জেনে তারপর ফরেক্স ট্রেড করলে লাভ হবে।
আপনি যখন কোন কোরেন্সিতে সেল দেন সেই কোরেন্সি জোড়ার বেজ কোরেন্সির মুল্য কমে গেলে আপনার লাভ হবে আর যদি বেজ কোরেন্সির বাজার মুল্য বেড়ে যায় তবে আপনার লস হবে।
ফরেক্স এ লাভ লস বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে ফরেক্স কি? আসলে ফরেক্স হল একটি অনলাইন বিজনেস আর ব্যাবসা মানে লাভ-লস। ফরেক্সে মুলত কাজ হলো কারেন্সী কেনা বেচা। এক দেশের কারেন্সী দিয়ে অন্য দেশের কারেন্সী কেনা । আর এই কেনা বেচায় যদি আপনি অভিজ্ঞ হন তাহলে লাভ করা সম্ভব আর যদি অনভিজ্ঞ হন তাহলে লসের সম্ভাবনাই বেশি।
এখানে মূলত বাই সেল করার মাধ্যমে অর্থ্যাত ট্রেড করার ফলেই লাভ বা লস হয়ে থাকে। ফরেক্সে সম্পর্কে ভাল জানলে লাভ হবে আর না জানলে লস হবে।মার্কেট মুভমেন্ট না বুঝে ফরেক্স করলে লস হবেই আর যদি বুঝে শুনে ফরেক্স করেন তাহলে লাভ হবেই।
ফরেক্স মার্কেট খুব সহজেই বাই সেলের মাধ্যমে আপনি লাভ বা লস করবেন। তবে বাই সেল করাটা যতটা সহজ মনে হয় আসলে এটা ততোটা সহজ নয়। কারন আপনি সহজে বাই সেল যেটাই দেন না কেন সেটা যে আপনার পক্ষে আসবে সেটা বলা অনেক কঠিন।কারন আন্দাজে ট্রেড করে এখান থেকে লাভ করা সম্ভব নয়। দীর্ঘ পরিশ্রম ও এনালাইসিসের দারাই সঠিক এন্ট্রি নিতে পারবেন।
ফরেক্স একটি বিজনেস। এই ব্যবসায়ে লাভ- লস দুইটি থাকিবে। তাই ফরেক্সের ব্যবসা করিয়া লাভ করিকত হইলে অনেক সাধনা করিতে হইবে। লাভলেস বড় বিশয় লয়। ব্যবসায়ে লাভ লস দুই থাকে। তাই আমি মনে করি ফরেক্সের ব্যবসা করিলে লাভ লস হতে পারে। তাই ফরেক্স সম্পর্কে জানতে হবে এবং ফরেক্সের কাজ করে আয় করিত হইবে।