-
ফরেক্স হল একটি আন্তর্জাতিক বাজার যেখানে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়। আবার একদেশের মুদ্রার মাধ্যমে অন্য দেশের মুদ্রা ক্রয় করে তা বিক্রি করে আথবা কোন দেশের মুদ্রার মাধ্যমে এক দেশের মুদ্রা বিক্রি করে অন্য দেশের মুদ্রা ক্রয় করে লাভ করার সুযোগও এখনে আছে। এটা খুবই সহজ এবং লাভজনক ব্যাবসা। চাইলে যে কেউ এই ব্যাবসার সাথে যুক্ত হতে পারে। বিশ্বের যেকোন প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে শুধুমাত্র কম্পিউটারে লেখা টাইপিং এর অভিজ্ঞতা থাকলে যেকেউ এই ব্যবসাটি করতে পারে।
-
ফরেইন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রযের সব থেকে বড় মার্কেটপ্লেস হল ফরেক্স মার্কেট এই মার্কেটে প্রতিদিন সবচেয়ে বেশি কারেন্সি বা মুদ্রার ক্রয়-বিক্রয় হয়ে থাকে। ফরেক্স মার্কেট অনলা্ইন বেইজড হওযার কারনে এখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ট্রেড করার সুযোগ পাওয়া যায়।ফরেক্সে ট্রেড করতে হলে সর্বপ্রথম একজন ট্রেডারকে ভাল ভাবে ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান অর্জন করতে হয় তা না হলে মার্কেট প্লেসে সফলতার সাথে বেশি সময় টিকে থাকা সম্ভাব হয় না।মার্কেট অ্যানালাইসিস ফরেক্স ট্রেডিংযের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ন একটি বিষয় যার যত বেশি ভাল মার্কেট অ্যানালাইসিস করার দক্ষতা থাকবে সে তত দ্রুত এবং ঝুকিমুক্ত ভাবে ফরেক্স থেকে আয় করতে পারবে বলে আমি মনে করি।এখানে অ্যানালাইসিস বলতে আমি বুঝিয়েছি টেকনিক্যাল অ্যানালাইসিস,ফান্ ামেন্টার অ্যানালাইসিস,সেন্ িমেন্টার অ্যানালাইসিস,এবং ওয়েভ অ্যানারাইসিসকে। সেন্টিমেন্টার অ্যানালাইসিস খুব বেশি গুরুত্ব বহন না করলেও অন্যান্য অ্যানারাইসিসগুলো সঠিক সময়ে সঠিক পেয়ারে ট্রেড ওপেন করতে এবং ভাল প্রফিট লাভ করতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে।আর উপরে বর্নিত অ্যানালাইসিস সমূহ আয়েত্ব করা কখনই একদিনে সম্ভাব নয় তার জন্য দীর্ঘদিন অনুশীলন,অধ্যাবসায় ইত্যাদির কোন বিকল্প নেই।তাই যে বা যারা ফরেক্স ট্রেডিংকে নিজের পেশা হিসাবে গ্রহন করতে আগ্রহী তাদেকে বলব আপনি এখান থেকে যদি নিয়মিত ঝুকিমুক্ত ভাবে প্রফিট লাভ করতে চান তবে অবশ্যই প্রথমে ডেমো ট্রেডিংয়ে সময় ব্যায় করুন নিয়মিত ভাবে অনুশীলন করুন ভাল ভাবে মার্কেট অ্যানারাইসিস কি কিভাবে করতে হয় এগুলো সম্পর্কে জানুন এর পর রিয়ার ট্রেডিংযের সাথে সম্পৃক্ত হউন।
-
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল অনলাইন ট্রেডিং বিজিনেস,এই বিজিনেস এ বিভিন্ন দেশ এর কারেন্সি বাই সেল করা হয়ে থাকে,তাছাড়া আপনি এই বিজিনেস থেকে গোল্ড,সিলভার,ওয়েল এবং ক্রিপটো কারেন্সী বাই সেল করতে পারবেন,বিভিন্ন দেশ এর কারেন্সি বাই সেল এর মারধ্যমে আপনি প্রফিট করতে পারবেন,এটি এমন একটি বিজিনেস যা যে কোন প্রান্তে বসে করতে পারবেন।
-
ফরেক্স শব্দের পূর্ণ অর্থ হলো ফরেন এক্সচেঞ্জ। এটা একটি বিশাল আন্তর্জাতিক বাজার। এখানে একটি মুদ্রা বিপরীতে আরেকটা মুদ্রা ক্রয় বিক্রয় হয়। এছাড়া স্বর্ণ, রৌপ্য ইত্যাদি মুল্যবান ধাতু এবং তেল এখানে ক্রয় বিক্রয় করা হয়। এই ক্রয়-বিক্রয় কে কেন্দ্র করে সারা বিশ্বকে গড়ে উঠেছে ফরেক্স ট্রেডিং। প্রতিদিন ফরেক্স মার্কেটে কয়েক ট্রিলিয়ন ডলার লেনদেন হয় যা যেকোন স্টক মার্কেটের চেয়ে অনেক বেশি। বর্তমান সময়ে সারাবিশ্বে ফরেক্স ট্রেডারের সংখ্যা প্রায় ১ কোটি। এরমধ্যে বাংলাদেশে ফরেক্স ট্রেডারের সংখ্যা রয়েছে প্রায় দুই লক্ষ।
-
আমার মনে হয় ফোরামের এড হওয়া কোন মেমবরকে নতুন করে ফরেক্স মানে বোঝানোর কিছু নেই।ফরেক্স এমন একটা অথ বাজার যেখানে টেড করে প্রফিট করতে হয় এটা আমরা সবাই জানি।তবে নতুনেরা ফরেক্স সমনন্ধে জানলেও তাদের ফরেক্স টেড এর অভিজ্ঞতা কম হওয়াটাই সাভাবিক।তাই আমি নতুন দের উদ্দেশ্যে একটাই বক্তব্য আর সেটা হলে এ মাকেটে টিকে থাকা জরুরি
-
আমি মনে করি যে, ফরেক্স হচ্ছে ইন্টারন্যাশনাল মুদ্রা বাজার। এখানে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় করা হয়। ফরেক্স একটা আন্তর্জাতিক ব্যবসা। এমটিফোর টার্মিনাল এর মাধ্যমে ফরেক্স করা হয়ে থাকে। ফরেক্স এ এক দেশের মুদ্রার বিনিময়ে আরেক দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়।
-
ফরেক্স হলো বৈদেশীক মূদ্রার ক্রয়-বিক্রয়। যেখানে আপনি একদেশের মূদ্রার সাহায্যে অন্যদেশের মূদ্রা ক্রয় বিক্রয় করতে পারেন। নতুন যারা না জানেন ফরেক্স মার্কেট কি তার যদি বাংলাদেশের শেয়ার বাজার চিনে থাকেন তাহলে শেয়ার বাজারের মতই ফরেক্স মার্কেট । তবে শেয়ার বাজারে পন্যের মতই কেনা বেচা হয় এবং ফরেক্স মার্কেটে এক দেশের মূদ্রার বিনিময়ে অন্য দেশের মূদ্রা কেনা বেচা করা যায়।
-
ফরেক্স ট্রেডিং হলো একটি আন্তর্জাতিক অনলাইন ভিত্তিক মার্কেট এবং এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাজ করে এখানে প্রতি দিন বিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয়ে থাকে। আর ফরেক্সে একজন দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হতে পারলে প্রচুর প্রফিট অর্জন করা সম্ভব। তাই সকলেই হয়তো এই বিষয় গুলোর সাথে পরিচিত টনা নতুন করে বলার কোন অভিপ্রায় রাখে না আমি তাই মনে করি। ধন্যবাদ
-
বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের সব থেকে বড় মার্কেটপ্লেস হল ফরেক্স মার্কেট যেখানে প্রতিদিন বিশ্বের সব থেকে বেশি পরিমান কারেন্সি বা মুদ্রা ক্রয়-বিক্রয় হয়ে থাকে। তাছাড়া ফরেক্স মার্কেটে প্রতিদিন বিভিন্ন মূল্যমানের ধাতব পদার্থ যেমন:সোনা,রুপা,সিল ার ইত্যাদি ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। এটি একটি আন্তর্জাতিক ব্যবসায় যে কেউ এখানে বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় করতে পারে।
-
বর্তমানে ফরেক্স হচ্ছে সব থেকে আধুনিক মুদ্রা বেচা কেনার পেশা আমি যে কেউ চাইলে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ফরেক্স ট্রেড করতে পারি চাইলে যে কোন প্রান্ত থেকে আমরা যে কোন কারেন্সি বা মুদ্রা বেচা কেনা করতে পারি এই ফরেক্স মার্কেট এর মাধ্যমে আমি মনে করি ফরেক্স হল সব থেকে আধুনিক পেশা ।