-
আসলে ফরেক্স মার্কেটে যে সকল কারেন্সি পেয়ার থাকে সেগুলোর পরিবর্তন বিশ্ব অর্থনৈত্তিক অবস্হার পরিবর্তন দ্বারা পরিবর্তিত হয়ে থাকে আর যেটি কোন বেক্তি বিশেষের দ্বারা করা কখনই সম্ভাব নয়।মার্কেট মুভমেন্ট কোন দিকে কাজ করবে সেটি অনুমান করে ট্রেড করার জন্য অবশ্যই ভাল ভাবে অ্যানালাইসিস করতে জানতে হবে।
-
আমি মনে করি বেকার সমস্যা সমাধানে ফরেক্স গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।অনেক শিক্ষিত লোক পড়া-লেখা শেষ করে চাকুরীর জন্য ঘুরে ঘুরে হতাশ হয়।তাদের জন্য ফরেক্স আশীর্বাদস্বরূপ।তারা চাইলেই এটা শিখে এখান থেকে প্রতিমাসে অনেক ভালো আয় করতে পারে। ফরেক্স এমন একটি ব্যবসায় যার মাদ্দমে সফলতা অর্জন করা সম্বভ।
-
না ফরেক্স মার্কেটের গতির কোন নিশ্চয়তা নেই। আমরা যেসব ইন্ডিকেটর বা অ্যানালাইজেশন ব্যাবহার করি মার্কেটের গতি বিধি জানার জন্য কন্তু আমরা শুধুমাত্র অনুমান করি মাত্র কখনোই শিয়োরিটি দিয়ে বলতে পারিনা যে মার্কেট অ্যাখন কোনদিকে যাবে। তবে কিছুটা অনুমান করা সম্ভব হয় যদি কোনো নিউজ রিলিজ হয়।
-
ফরেক্স এ কিছু নির্দিষ্ট প্যাটার্ন ও নিয়ম পুনরাবৃত্তি হতে দেখা যায়। এ সব দেখে আগে থেকে কিছু ধারনা করা যায়। এ ছাঁডা কোন দেশে অর্থনীতি কি রকম তা দেখেই আন্দাজ করতে হয়।যদিও মার্কেট এর গতিপথ হুবহু বলা সম্ভব না তবে এনালাইইস করে অনুমান করাই যায়।
-
পরিকল্পনা ছাড়া ফরেক্স ব্যবসা কখনোই করা ঠিক হবে না । যে ট্রেডার পরিকল্পনা ছাড়া ফরেক্স ব্যবসা করবে সে অবশ্যই লসে পতিত হবে । সুতরাং অামরা ট্রেড করার আগে চিন্তা ভাবনা করে তারপর করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারবে ।
-
ফরেক্স মার্কেটের গতির কোন নিশ্চয়তা নেই । আমরা যতটুকু অভিজ্ঞতা অর্জন করে বুঝতে পারি । আমাদের এই জন্য প্রয়োজন দক্ষতার । যে ট্রেডারের যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
আমি যখন প্রথম ফরেক্স ট্রেড সর্ম্পকে শুনলাম তো আমি সর্বপ্রথম ফরেক্স শেখা শুরু করলাম এবং তার পর ফরেক্স ডেমো প্রাকটিস করা শুরু করি তার পর সর্বমোট প্রায় ১ বছর ডেমো প্রাক্টিস করার পর লাইভ ট্রেডে আসি এবং আমার মনে আছে আমার জিবনের প্রথম ট্রেড লট হলো ০.০১৳ ।
-
ফরেক্স বাজাারে কখন কারেনসি বাড়বে কমবে এমন কোন কথা নিশচিত ভাবে বলা যায় না যে বাজারে যে কোন সময় যে কোন দিকে যেতে পারে । হ্যা আমি মনে করি ফরেক্স বাজারের নিশচয়তা আছে । এখানে এখন অনেকে ট্রেড করে ।ফরেক্স মানুষের সমষ্যা সমাধান করেছে ।
-
সলে ফরেক্স মার্কেটের মুভমেন্ট বোঝা বেশ জটিল। যখন নিউজ থাকে না সেই মুহুর্তেও মার্কেট গতিশীল থাকে। কিন্তু মার্কেটের গতি কোনদিকে থাকে তা বোঝা যায় না এটা ধরতে হলে বিভিন্ন ভাবে মার্কেট এনালাইসিস করতে হবে। এনালাইসিস ভাল ভাবে করতে পারলে মার্কেটের গতিপ্রকৃতি সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে।
-
আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ ফরেক্স মাকেট এ আমার জ়ানা মতে গতির কোন থিক থিকানা নেই | মাকেট কখন কি হবে আপনি কিনবা আমি কেও জানিনা | ফরেক্স মাকেটের গতি যেকোন সময় হতে পারে আপনাকে ফরেক্স মাকেট করতে হলে আমি মনে করি প্রতিবিয়ত মাকেটে থাকতে হবে তবেই আপনি ফরেক্স টিকে থাকতে পারবেন |