-
ফরেক্স মার্কেট সফলতার মূল:
ফরেক্স মার্কেটে সফল হতে হলে অনেকগুলো বিবেচ্য বিষয় আছে যার অধিকাংশ আপনারা আলোচনা করেছেন। আমি কিছুটা সংযোজন করছি। ফরেক্সের প্রতি প্রচন্ড ভালবাসা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে।জানার অদম্য আগ্রহ থাকতে হবে। ফরেক্সের মূল অস্ত্র হলো অভিজ্ঞতা আর সেটা অর্জন করতে টাকা খরচ না করে দীর্ঘদিন ডেমো চর্চা করুন। আর নিজস্ব স্বকীয় একটি ট্রেডিং কৌশল আবিস্কার করতে না পারলে কখনোই ফরেক্সে ভাল করতে পারবেন না।
-
ফরেক্স মার্কেটে সফল হতে হলে আপনাকে বেশি বেশি ডেমো প্রাকটিস করতে হবে কেননা যত বেশি আপনি ডেমো প্রাকটিস করবেন তত বেশি ফরেক্স শিখতে পারবেন বুঝতে পারবেন কি করলে লস হয় আর কি করলে লাভ হয় ।তাই আমি মনে করি সফল হতে আপনাকে বেশি বেশি ডেমো করুন।
-
আমার মতে ফরেক্স মার্কেটে আপনাকে বুঝতে হবে মুদ্রার বিনিময় হার মুদ্রার উঠা ও নামা আপনি মুদ্রা জোড়া এনালাইসিস করতে না পারলে ফরেক্স মার্কেটে লাভ করতে পারবেন না। আর ধর্য্য ধরে ট্রেড করতে হবে এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। ধর্য্য হারা হলে চলবে না। ফরেক্স মার্কেট সম্পর্কে ভালভাবে জানুন বিভিন্ন ধরনের বই পড়ুন তারপর ডেমো ট্রেড করার পর বাস্তব ট্রেড করুন।
-
ফরেক্স মার্কেটে সফলতার মূল বিষয় হল ধৈর্য্য ধারণ করে দক্ষতা অজর্ন করার চেষ্টা করব । অামরা সফলতা খুজি মুখে মুখে কিন্তু কাজের বেলায় কিছুই করি না । অামরা ভালোভাবে মার্কেটে কাজ করার চেষ্টা করব তাহলেই লাভবান হতে পারব । অামরা সর্বদা খুজব কিভাবে মার্কেট সর্ম্পকে জানতে পারি ।
-
আমি আপনার সাথে পুরোপুরি একমত। ফরেক্সের সফলাতার মূল বিষয় হলো নিজেকে দক্ষ এবং অভিজ্ঞ হিসেবে গড়ে তুলা। তাহলেই আমরা লাভমান হতে পারব। এইরকম আরো কিছু পোষ্ট করবেন এই আশা রাখি সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
-
ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে তবেই ট্রেড করতে হয়৷যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷এখানে অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ গুণ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য্য,নির্লোভ মন৷আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷
-
ফরেক্স মার্কেট এ প্রফিট করা মানেই সফলতা। সফলতা অর্জনের জন্য আপনাকে ধর্য্য ধরে ফরেক্স নিয়ে স্টাডি করতে হবে। স্টাডী না করলে ফরেক্স এ কিচুই করা যাবে না। ফরেক্স অত্যন্ত ঝুকিপূর্ন ব্যবসা। এই ব্যবসা থেকে প্রফিট করা অনেক কঠিন ব্যাপার।
-
ফরেক্সে সফলতার মূল বিষয় হল সাহস । এরপর প্রয়োজনবোধে পর্যায়ক্রমে যে সমস্ত জিনিসগুলোর দরকার হবে সেগুলো হল, আপনাকে শুরুতেই ডেমো ট্রেড ভালভাবে একনাগারে আট থেকে নয় মাস চালিয়ে যেতে হবে, পাশাপাশি মার্কেটের উপর প্রচুর দক্ষতা বাড়াতে হবে, মার্কেটকে বোঝার ক্ষমতা থাকতে হবে, অভিজ্ঞতা ছাড়া কোন ট্রেডে প্রফিট করা অসম্ভব সেটাও ভাবতে হবে, ধৈর্য ও পরিশ্রম ব্যতিত কিছু মেলেনা এখানে সেটাও দেখতে হবে আপনাকে, এবং পরিশেষে বলব ফরেক্স মার্কেটে সফলতা পাবার জন্য এগুলোই দরকার ।
-
*ফরেক্স সফলতার সাত থেকে মূল বিষয়গুলো হচ্ছে মার্কেটে আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে আর এই মার্কেটে ট্রেড করার আগে আপনাকে সব কিছু খুঁটিনাটি দেখে আসতে হবে কি কি নিউজ চলছে মার্কেটে এবং আপনাকে আপনার মানসিকতা এবং সাইকোলজিস্টের কন্ট্রোল করে টেনে বসতে হবে
-
একটি মাত্র নিজের মতকে প্রাধান্য দিয়ে আপনি ট্রেড করবেন আপনি কখনো ভুলেও অন্য কারো থেকে দেখে ট্রেড করবেন না কারণ তার চিন্তা আর আপনার চিন্তা কোনদিনই এক হবে না কেননা প্রতিটা মানুষই এক একজন এক জায়গা থেকে চিন্তা করে আপনি চিন্তা করবেন আপনার ট্রেড নিয়ে কারণ আপনি অন্য কারো treat করছেন না সে কখনো আপনার ট্রেড নিয়ে চিন্তা করবেনা