-
যার মেধা যেমন তার উপর ভিত্তি করে ডেমো ট্রেড করা উচিত আমার মনে হয় তাও কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করা উচিত।আপনার সাফল্য কিন্তু অনেটাই নির্ভর করে ডেমো তে আপনি কতটা অভিজ্ঞ ছিলেন।তাই আগে নিজেক প্রস্তুত করুন ডেমো তে তারপর রিয়েল ট্রেড করুন অবশ্যয় আপনি তাহলে সফল হবেন আশা করা যাই।
-
কমপক্ষে ২ মাস ডেমো ট্রেড করা উচিত। কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই।
-
ডেমো দেওয়া হয়েছে আপনাকে এটা করে চর্চা করার জন্য , আপনি যত বেশি করে ডেমো করবেন তাহলে আপনি সফল ট্রেডার হতে পারবেন । কারন একজন সফল ট্রেডার ডেমো করে নিজের ভাল দক্ষতাটা প্রকাশ করতে পারেন , ডেমো করা আমরা সকলের জন্য প্রয়োজন কারন এটা না করলে আপনি ভাল করতে পারবেন না । তাই আপনাকে ডেমো ট্রেড করতে হবে যত দিন না আপনি ভাল হতে পারবেন ট্রেডিং এ তত দিন আপনাকে ডেমো করতে হবে , ভাল করার পর আপনি রিয়েল ট্রেড করতে পারবেন।
-
কমপক্ষে ৩ মাস তবে এর চেয়ে বেশি করলে আরো ভালো হয়................
-
আমার মেহই কমপক্ষে ৬ মাস ডেমো করা দরকার ,ফরেক্স এ ভাল করতে হলে যে যত ভাল করে ডেমো করবে সে তত ভাল ভাল ফরেক্স এ ইনকাম করতে হবে মনে রাখতে হবে ফরেক্স এ ডেমো আর রেয়াল একই তাই ডেমো তে ভাল করলে রেয়াল এও ভাল করবে
-
ডেমো ট্রেড এর জন্য ধরা বাধা কোন সময় নাই। তবে ২ থেকে ৬ মাস করা উত্তম। আপনি যদি দেখেন যে আপনি লাভবান হচ্ছেন ডেমো করে। এবং লস এর পরিমা খুব কম তাহ্লেই বুঝবেন আপনি রীয়েল ট্রেড করার উপযোগি।
-
আমার মতে ডেমো ট্রেড করা উচিত ৬-৭ মাস । ডেমো ট্রেড করা শিখা হলে আসল ট্রেড করা যায় তখন আর লস হবার সম্ভবানা থাকে না ।
-
আমি ডিমু একাউন্ট এ প্রাই তিন মাস ট্রেড করি।তাই আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কমছে কম তিন মাস ডিমু একাউন্ট এ ট্রেড করতে হবে।আপনি যদি এর ছেয়ে বেসি সময় ট্রেড করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ আর অভিজ্ঞ হতে পারবেন।ফরেক্স মার্কেট সম্পর্কে জতবেসি আপনি জানতে পারবেন ততবেসি আপনি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারবেন।তাই আপনি যত বেসি ফরেক্স মার্কেট সম্পর্কে জানবেন ততবেসি আপনি ফরেক্স মার্কেট এ সফল হবেন।
-
আমার মতে যতেও দিন ট্রেডার এর ভাল করে এনালাসিস করতে না পারে,ততদিন ডেম তে ট্রেডিং করা দরকার।তাই বেশি বেশি ট্রেদিং করা দরকার।
-
ডেমো একজন নতুন ট্রেডারের কমপক্ষে ২-৩ মাস করতে হবে । এছাড়াও সবারই উচিত হবে রিয়েল একাউন্টের পাশাপাশি ডেমোতে ট্রেড করা । ডেমো ট্রেড শুধু ফরেক্স সম্পর্কে জ্ঞান দিবে তা নয় , বরং একজন উন্নতমানের ট্রেডার হতে আমাদেরকে সাহায্য করবে । ফরেক্স ব্যবসায় তাই ডেমোর গুরুত্ব অসীম । একজন নতুন ট্রেডারের পূর্ণাঙ্গ ফরেক্স গাইড হতে পারে ডেমো একাউন্ট । মার্কেট মুভমেন্ট এবং এনালাইসিস করতে গেলেও ডেমোর মাধ্যমে তা করা যাবে ।