মানি ম্যানেজমেন্ট হলো অর্থের সঠিক ব্যাবস্থাপনা যার সঠিক ব্যাবহারই আপনাকে ফরেক্স মার্কেটে টিকে থাকতে সাহায্য করবে।এজন্য আমাদেরকে প্রতিটি ট্রেড করার সময় ভালোকরে ভেবেচিন্তে লট,স্টপলস,টেকপ্রফিট ব্যাবহার করতে হবে।
Printable View
মানি ম্যানেজমেন্ট হলো অর্থের সঠিক ব্যাবস্থাপনা যার সঠিক ব্যাবহারই আপনাকে ফরেক্স মার্কেটে টিকে থাকতে সাহায্য করবে।এজন্য আমাদেরকে প্রতিটি ট্রেড করার সময় ভালোকরে ভেবেচিন্তে লট,স্টপলস,টেকপ্রফিট ব্যাবহার করতে হবে।
আমি বলবো মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।
ফরেক্স ব্যাবসার অন্যতম প্রধান বিষয় হলো মানি মেনেজমেন্ট৷সঠিক লিভারেজ নেওয়া,রিস্ক রিওয়ার্ড সঠিক ভাবে ফলো করা,যথাস্হানে স্টপলস ও টেকপ্রফিট সেট করা,একাউন্টের ব্যালেন্স অনুসারে নির্দিষ্ট পরিমান লট সাইজে ট্রেড করা ইত্যাদিই হলো মানি মেনেজমেন্ট৷যার মানি মেনেজমেন্ট যত ভালো হবে তার প্রফিট তত বেশি আসবে৷
আমি মনে করি যে ফরেক্সে সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে ভালো মানি ম্যানেজমেন্ট। একটি সুন্দর মানি ম্যানেজমেন্ট আপনাকে ভাল প্রফিট দিতে পারে। মানি ম্যানেজমেন্ট আপনার একাউন্টকে নিরাপদ রাখে। আর মানি মানেজমেন্ট নিজের ক্যাপিটাল এর উপর লক্ষ্য রেখেই করতে হবে। একজন অভিজ্ঞ এবং দক্ষ ট্রেডার হতে হলে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।কেননা আপনি যদি মানি মানেজমেন্ট সম্পর্কে অভিজ্ঞ না হন তাহলে আপনার ব্যালেন্স যতই বিশাল অংকের হোক না কেনো তবুও আপনার ব্যালেন্স এক সময় হারিয়ে ফেলতে পারেন। কাজেই সঠিক মানি ম্যানেজমেন্ট করার চেষ্টা করতে হবে। অতিরিক্ত ঝুঁকি নিয়ে মানি ম্যানেজমেন্ট করা উচিত নয়।
এই বিষয়ে সকলেই একমত মানিমেনেজমেন্ট ফরেক্স ট্রেডে সফল হওয়ার প্রধান চাবি। একজন ট্রেডার এর একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকা উচিত।কিভাবে ট্রেড করবেন, কত পিপস স্টপ লস বা টেক প্রফিট ব্যবহার করবেন, কত ভলিউমে ট্রেড করবেন সবকিছু আগে থেকেই সেট করে রাখা উচিত। এবং আপনার সব ট্রেডেই তা ফলো করা উচিত।
হ্যাঁ আমাদের অর্থ পরিচালন সম্পর্কে জানা উচিত যদি আপনি অর্থ পরিচালনার বিষয়ে না জানেন তবে ট্রেডিং শুরু করা অযথাই মানি ম্যানেজমেন্ট হ'ল আপনাকে এই ইক্যুইটিটিতে জানতে হবে আপনার ফোরেক্সে কতগুলি পজিশন এবং কতটি লট আকারের এটি খোলা উচিত? আপনার মূলধন বাঁচাতে এবং নিরাপদ দিক দিয়ে আপনার অ্যাকাউন্টটি বাড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি যদি আপনার স্টপ লস মাপসই হয় এবং আপনি বাইরে হয়ে যান বা আধাটিরও বেশি শক্তি ক্ষতির সম্মুখীন হয়। তারপরে এটিকে বলা হয় বিছানার মানি ব্যবস্থাপনা
ফরেক্স ব্যবসায় একটি আন্তর্জাতিক মানের ব্যবসায়। আমি মনে করি, ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে ফরেক্স মার্কেটের প্রাণ বলা হয়। আপনার ব্যালেন্স অনুযায়ী কি পরিমান ঝুঁকি নিয়ে আপনি ট্রেড করবেন এটাই মানি ম্যানেজমেন্ট এর আলোচ্য বিষয়। তবে মানি ম্যানেজমেন্ট অনুযায়ী সব সময় ঝুঁকি কম নিয়ে ট্রেড করা উচিত। এই ক্ষেত্রে মূলধনের সর্বোচ্চ 10% থেকে 15% ঝুঁকি নিয়ে ট্রেড করা উচিত। এর বেশি ঝুঁকি নিয়ে ট্রেড করাটা বিপদজনক। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির থাকে না। মার্কেট অতিরিক্ত বিপরীতে উঠে গেলে তখন ব্যালেন্স শূন্য হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে। তাই মানি ম্যানেজমেন্ট মেনে ফরেক্স মার্কেটে ট্রেড করা খুবই জরুরী।
প্রকৃতপক্ষে আপনার একাউন্ট এর ডিপোজিটকৃত অর্থের ব্যবস্থাপনা করাকেই মানি ম্যানেজমেন্ট বলা হয় । *ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে লাভের সম্ভাবনা যতটুকু ঠিক ততটুকু লসের সম্ভাবনা রয়েছে । তাই নিজের ডিপোজিটকৃত অর্থের সঠিক ব্যবস্থাপনা করা খুবই জরুরি । কারণ যদি আপনি আপনার মূলধনকে সঠিকভাবে কাজে লাগাতে না পারেন তবে একসময় দেখবেন একাউন্ট শূন্য হওয়ার দিকে এগিয়ে চলেছে । মানিম্যানেজমেন্ট অণুসরন করে ট্রেড করলে ব্যবসার ঝুঁকি হ্রাস পায় এবং লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় ।
এটি খুবই গুরুত্বপুর্ন । মানি ম্যানেজমেন্ট হল এমন একটি মেথড যার যার সাায্যে ফরেক্সের দক্ষ ট্রেডাররা তাদের একাউন্টকে সুষ্ঠভাবে পরিচালোনা ও নিয়ন্ত্রণ করে থাকে।ফরেক্সে সুন্দর ভাবে ট্রেড পরিচালোনা করার জন্য মানি ম্যানেজমেন্ট এর ণ্ডরুত্ব অপরেসী্ম।কারন উপযুক্ত মানি ম্যানেজমেন্ট এর ফলে আপনার একাউন্ট বিড়াট ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।আর যদি মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে করা না হয় তাহলে আপনি বিরাট ক্ষতির সম্মূখিন হবেন।