-
ফরেক্স মার্কেট এ আমরা বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় এর মাধ্যমে ট্রেড করি । মনে করেন আমাদের দেশের মুদ্রার সাথে আমরা আরেক দেশের মুদ্রা বিনিময় এর মাধ্যমে করে থাকি । ফরেক্স মার্কেট এ সবাই ট্রেড করে আয় করতে পারে । কারণ ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক অনেলাইন মার্কেট । ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা ধরকার হবে । আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে যত ভালো জানবো তত ভালো করে ট্রেড করতে পারবো ।
-
ফরেক্স হলো অনেক বড় একটা ব্যবসা যা ইচ্ছা করলে সবাই করতে পারে ফরেক্স এর সাথে বিশ্বের সকল মানুষ জরিত আছে বিশ্বের প্রতিটি মানুষ এই ফরেক্স ব্যবসা করে থাকে । আর আপনারাও যদি ফরেক্স ব্যবসা করতে চান তাহলে ফরেক্সকে আপনাদের ভাল ভাবে যানতে ও ভাল ভাবে শিখতে হবে ফরেক্স এর উপর সময় দিতে হবে তাহলেই আপনি ফরেক্স শিখতে পারবেন । ফরেক্স মার্কেটে ট্রেডারদের অনেক
-
অনলাইনে ব্যাংক থেকে ব্যাংক মুদ্রা বেচাকেনার একটা মাধ্যম। বিশ্বের মুদ্রা গুলি পরিবর্তন শিল । ফরেক্স ব্যাবসা ঘরে বসে করা যায়। কোন মুদ্রার দাম বাড়ার সম্ভাবনা থাকলে সেটি কিনে নিলাম কমার সম্ভবানা থাকলে বিক্রয় করলাম । ইহা থেকে মুনাফা বা লোকসান প্রক্রিয়া কে বলে ফরেক্স ট্রেড।ফরেক্সে এইসব মুদ্রা বাদেও কিছু ধাতব পদার্থের ট্রেডও হয়ে থাকে।কিন্তু ধাতব পদার্থগুলোর ট্রেড স্বল্প আকারে হওয়ায় ফরেক্স ট্রেড বলতে আজকাল মুদ্রাসমূহের ট্রেডকেই বোঝায়।
-
ফরেক্স হলো বৈদেশীক মূদ্রার কেনা বেচার জায়গা। যেখানে আপনি একদেশের মূদ্রার সাহাজ্যে অন্যদেশের মূদ্রা ক্রয় বিক্রয় করতে পারেন। নতুন জারা না জানেন ফরেক্স মার্কেট কি তার যদি বাংলাদেশের শেয়ার বাজার চিনে থাকেন তাহলে শেয়ার বাজারের মতই ফরেক্স মার্কেট শেয়ার বাজারে পন্যের স্বত্ব কেনা বেচা হয়, সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷
-
ফরেক্স হলো একটি অনলাইন ব্যবসা। ব্যাপকভাবে বলতে গেলে ফরেক্স হল এমন একটি ব্যবসা যে ব্যবসার মাধ্যমে অর্থ বিনিময় করা হয়। বিশেষ করে এক দেশের মানুষ যখন অন্য দেশে যায় তখন সে তার নিজ দেশের অর্থ বিনিময় করে সে দেশের অর্থ সংগ্রহ করে। ফরেক্স ব্যবসার মাধ্যমে লাভ/ লস হয়ে থাকে।
-
আমার কাছে মনে হয় ফরেক্স অনেক ঝুঁকিপূর্ণ একটি মার্কেট আর এখানে এ কাজ করা যেমন কঠিন আয় করাও অনেক কঠিন। তবে যারা অনেক অভিজ্ঞ তাদের জন্য অনেক ভাল একটা ব্যবসা। আমরা সাধারণত নিজ দেশের অর্থ বিনিময় করে সে দেশের অর্থসংগ্রহ করে থাকি। ঠিক এমন ভাবেই ফরেক্স
ব্যবসায়িরা ফরেক্স করে থাকেন।
-
ফরেক্স মার্কেট এ আমরা সাধারণত কারেঞ্চি নিয়ে ট্রেড করি।ফরেক্স মার্কেট এ কারেঞ্চির ভিবিন্ন প্রকার হয়ে থাকে। যেমন মেজর কারেঞ্চি ,ক্রস কারেঞ্চি। মেজর কারেঞ্চি বলতে আমরা বজি এউ এস ডী সম্পরকিত সকল কারেঞ্চি কে। আপনি খুব সহজেই ডলারে বিপরীতে যে কোন মুদ্রা লেনদেন করতে পারবেন। এবং পাশাপাশি আপনি গোল্ড, ওয়েন, ব্রোঞ্চ ইত্যাদি জাতীয় কিছু পণ্যেও ক্রয় বিক্রয় করতে পারবেন। বর্তমানে এই পেশায় অসংখ্য লোক নিয়োজিত থেকে তাদের জীবিকা নির্বাহ করছে।
-
ফরেক্স হলো কারেন্সি ব্যবসা করার সর্ববৃহৎ প্ল্যাটফর্ম। এটি একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। অনলাইনের মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের ফরেক্স ট্রেডিং পরিচালনা করেন। এই ব্যবসার মূল কাজ হল মুদ্রা ক্রয় বিক্রয় করা। মূদ্রার মান উঠা নামার উপর এই ব্যবসার লাভ লস হয়। বর্তমান সময়ে এটি একটি খুবই জনপ্রিয় ব্যবসা।মার্কেটের গত প্রক্রিতি সম্পর্কে সম্যক ধারনা অর্জন না করা পর্জনত আমাদের উচিত হবে না ে ব্যবসা শুরু করা, এর জন্য আমরা বিভিন্ন ওয়েব সাইটের সাহায্য নিতে পারি।
-
ফরেক্স ট্রেড হলো মুদ্রার বাজার অর্থনৈতিক লেনদেন যেখানে দেশের মুদ্রা মান কম বেশি হয় এবং যেখানে ট্রেডের মাধ্যমে মুদ্রা কেনা বেঁচা হয় তাকে ফরেক্স ট্রেড বলে।
-
ফরেক্স ট্রেড হলো, ফরেক্স ফোরামে পোস্ট করে যে বোনাস অর্জন করে বা ইনভেস্ট করে ফরেক্স মার্কেটে বাই/সেল দেওয়াকে ট্রেড বলে। ফরেক্স ট্রেড করে মাসে 10-20 হাজার বা তারও বেশী আয় করা সম্ভব। ফরেক্স ট্রেড বিশ্বে খুব জনপ্রিয়তা লাভ করেছে।