ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমরা অধিক পরিমানে ধৈর্য্য লাগবে । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী সফলকাম হতে পেরেছে । সুতরাং আমরা সর্বদা এই ট্রেড ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা শুরু করব তাহলেই লাভবান হতে পারব ।
Printable View
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমরা অধিক পরিমানে ধৈর্য্য লাগবে । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী সফলকাম হতে পেরেছে । সুতরাং আমরা সর্বদা এই ট্রেড ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা শুরু করব তাহলেই লাভবান হতে পারব ।
ফরেক্স অনেক লাভজনক একটি ব্যবসা। তবে লাভ করতে হলে প্রথমে আপনাকে আগে ভালভাবে ফরেক্স জানতে হবে। ফরেক্স নিয়ে জানার জন্য আপনাকে ফরেক্স নিয়ে অনেক পড়াশুনার পাশাপাশি আপনাকে প্রথমে ফরেক্স ট্রেডে অভিজ্ঞ হতে হবে। মনে রাখবেন ফরেক্স আপনাকে তখনি দিবে যখন আপনি খুব ভালভাবে ফরেক্স জানার পর ট্রেডে আসবেন।
ফরেক্স কঠিন তাদের জন্য যারা ফরেক্স এ নতুন । আর যারা ফরেক্স এ দক্ষ তাদের কাছে ফরেক্স সহজ । তাই আমি বলব ফরেক্স এ প্রকটিস করলে ফরেক্স আস্তে আস্তে সহজ মনে হবে । আমরা যদি যে কোন কাজ নিযমিত প্রকটিস করি তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায় । ফরেক্স ও তার বাহিরে নয় । ডেমোতে প্রাটিস করেন ফরেক্স অনেক সহজ মনে হবে ।
আমার মতে আপনি ফরেক্স শিখতে হলে ফরেক্সের যেই সকল বাংলা সাইট, কিছু বাংলা ফোরাম সাইট, কিছু ব্লগ সাইট আছে এগুলো খুজে আগে ফরেক্স কি? কি ট্রেড করা হয়? কিভাবে ফরেক্সে লাভ/লস হয়, ফরেক্স মার্কেট বেসিক, পিপস এবং পিপেটিস, লট/ভলিউম, টাইমফ্রেম, স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, লিভারেজ কি? কারেন্সি জোড়/পেয়ার, এই সব প্রশ্নের উত্তর খুজে পড়তে থাকুন, তারপর ডেমো অ্যাকাউন্ট খুলে কমপক্ষে ২ মাস ডেমো ট্রেড করুন, দেখবেন একসময় মার্কেটের প্রয়োজন অনুযায়ী আপনিই সিদ্ধান্ত নিতে পারবেন রোবট দিয়ে অটোমেটিক ট্রেডিং করবেন নাকি একজন দক্ষ হয়ে নিজের স্ত্যাতেজি ফলো করে ট্রেড করবেন ।
ফরেক্স আমার জানা মতে সব থেকে সহজ একটা মাধ্যম।এখানে যে কেউ একটু পরিশ্রম করে আয় করতে পারে।
ধৈর্যের বিকল্প নেই।বিশেষকরে নতুনদের জন্য ধৈর্যই একটা সংগ্রাম বলা যায়।
প্রথমে ডেমো ট্রে্ড দিয়েই শুরু করা ভাল।ডেমো ট্রেড রিয়েল ট্রেডে অনেক কাজ দেয়।
ভাই আমি মনে করি ফরেক্স অনেক কঠিন এয় জন্য যে ফরেক্স এ সফলতা অর্জন করতে অনেক সময় লাগে আর সেই সময় টুকু ব্যয় করার সামথ ধরজ্য আমাদের অনেকের নাই
ফরেক্স খুব কঠিন কিনা জানি না তবে যে খুব সহজ নয় তা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। এখানে মাত্র ৫% লোক সফল হয় তবে বুঝে নেন এটা কতটা সহজ। তাই আগে ভাল রকমের প্রস্তুতি নিয়ে এই মার্কেট এ আসুন। নতুবা আম ছালা দুটোই যাবে। এই মার্কেট এর কোন রুপ দয়ামায়া বলতে কিছুই নেই। আপনার আমার মত হাজার হাজার ট্রেডারকে ঝেটিয়ে বিদায় করলেও এই মার্কেট এর কিছুই আসবে যাবে না।:ok::rules:
ফরেক্স মর্কেটে পেশাদার ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হওয়া কঠিন হলেও তা অবশ্যই সম্ভব৷এখানে কয়েক বছর নিয়মিত স্টাডি করে প্রতিষ্ঠিত হতে হয়৷নগদ টাকার ধারাবাহিক লস দিয়ে দিয়ে ফরেক্স ট্রেড আয়ত্ব করতে হয়৷অনেক ধৈর্য্য,লোভ সংবরণ ক্ষমতা থাকতে হয়,কঠোর নিয়ম মেনে চলতে হয়৷তাই ফরেক্স মার্কেটে এসেও নতুনদের 95% পালিয়ে যায়৷অথচ বাকী 5% ট্রেডার ঠিকই পেশাদার রূপে প্রতিষ্ঠিত হয়ে যায়৷তাই ফরেক্স ট্রেডিং কঠিন হলেও তা অবশ্যই সম্ভব৷