-
ফরেক্স শিখা অনেক কঠিনও আবার অনেক সহজও। যদি আপনি নিয়মত ফরেক্স করেন তাহলে খুব সহজেই ফরেক্স শিখতে পারবেন। আর যদি অনিয়মিত ফরেক্স করেন একদিনে ফরেক্স এর সবকিছু শিখতে চান তাহলে আপনার কাছে ফরেক্স অনেক কঠিন হবে। তাই নিয়মত ফরেক্স করেন ফরেক্স এনালাইসিস করেন তাহলে একদিন আপনি অবশ্যই ফরেক্স এ ভালো ট্রেডার হতে পারবেন।
-
বাংলাদেশ ফরেক্স ফোরাম এর ভুমিকা অপরিহার্য কারন এখন এই ফোরাম এ ফরেক্স সম্পর্কিত সকল তথ্য পাওয়া যায় এবং নতুন ট্রেডার খুব সহজেই এই ফোরাম থেকে ফরেক্স শিখতে পারেন ।ফরেক্স সম্পর্কে অনেক ই-বুক অনলাইন এ পাওয়া যায় ।আপনি এসব বই সংগ্রহ করে ফরেক্স শিখতে পারবেন ।এসব বই গুলি খুব সুন্দরভাবে সাজানো আছে । সো আপনি অনেক সহজে ফরেক্স ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন ।
-
ফরেক্স শিখা কঠিন বলা যাবেনা,কিন্তু ফরেক্স শিখতে হলে অনেক মনোযোগ দিয়ে শিখলে ফরেক্স শিখা অনেক সহজ মনে হবে ফরেক্স শিখার ভাল মাধ্যম হল ডেমো একাউন্ট করে ডেমো ট্রেড করলে অনেক সহজে ফরেক্স শিখা যায়,সেই সাথে ফরেক্স মার্কেট এনালাইসিস করতে হবে।
-
কোন কিছু সিখা এত সহজ কাজ না । অবশ্য কষ্ট সাধ্য । তবে আমি কিন্তু এই সব কথার বিপক্ষে কারন যে কোন কিছু আপনার উপর নিরভর করে । আপনার পরিশ্রম করার উপর আপনি সফলতা পাবেন। আমি কি বলতে চাইচি এটখন্নে হয়ত বুঝে গেলেন । ফরেক্স এর সম্পর্কে আপনি জানতে চাইলে আপনি ইন্টারনেট থেকে ফরেক্স এর আরটীকেল ডাউনলোড করে এটার সম্পর্কে জানতে পারেন। কিছু সময় অতিবাহিত করলে আপনি জানতে পারবেন। ধন্যবাদ ।
-
ফরেক্স শেখা খুব একটা কঠিন নয় । শুধু একটু দক্ষতা অর্জন করতে হয় । যে যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী উন্নতি বয়ে আনতে পারবে । সুতরাং আমরা সব সময়ে চেষ্টা করব ফরেক্স মার্কেটের উপর দক্ষতা আনতে তাহলে সফরকাম হতে পারব ।
-
আমি মনে করি ফরেক্স শিখা খুব কঠিন কাজ নয় ।এখন ফরেক্স সম্পর্কে অনেক ই-বুক অনলাইন এ পাওয়া যায় ।আপনি এসব বই সংগ্রহ করে ফরেক্স শিখতে পারবেন ।এসব বই গুলি খুব সুন্দরভাবে সাজানো আছে । সো আপনি অনেক সহজে ফরেক্স ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন ।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং শেখাটা মোটেও কঠিন কিছু না । একটু ধৈর্য ধরে চেষ্টা করে গেলেই খুব সহজে শেখা যাবে । ফরেক্স ট্রেডিং শিখতে একটু সময় দিতে হবে । সারা দিন ট্রেনিং নিয়ে ব্যস্ত না থেকে একটু সময় বের করে একটি একটি করে বিষয়ের ওপর ধারনা নিতে হবে । তাহলেই ফরেক্স ট্রেডিং শেখা যাবে বলে আমার মনে হয় ।
-
যে কোন কিছুর শুরুতেই সব কিছু বেশ কটিন বলে সবাই মনে করে। কিন্তু সেই কাজটি যদি আপনাই আয়েত্ত করতে চান তবে আপনাকে আস্তে আস্তে করি সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর ফরেক্স মার্কেট শিখা খুব একটা কটিন কাজ বলে আমি মনে করি না তাই কটিন বলতে কিছুই নেই।
-
ফরেক্স শেখাটা আসলে কঠিন কিছু নয় । তবে শুরুতেই সব কিছুতে অনেক শ্রম দিতে হয় । জানা ও শেখার প্রচুর আগ্রহ থাকতে হয় । তবেই কঠিন সবকিছু সহজ হয়ে যাবে । তো ফরেক্স শিখতে হলে ফরেক্সকে খুব সহজভাবে নিতে হবে এবং প্রচুর প্রাকটিস করতে হবে । তবেই এখানে ভাল করা যাবে । আমার কাছে ফরেক্সটি খুব ইজি এখন । কারন এখানে কঠিন কিছু নেই বলে আমি মনে করি ।
-
আমি মনে করি ফরেক্স শিখা কঠিন না কিন্তু ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনার অবশ্যই একজন গুরু লাগবে না হয় আপনার ফরেক্স শিখে রিয়াল মার্কেটে কাজ করতে অনেক কঠিন হয়ে যাবে কারন আপনি কিভাবে বুজবেন এখন মার্কেট সাপোর্ট বা রেজিসটেন্স আছে। তাই াপপনাকে কারো কাছে গিয়ে শিখলে আপনার সারা জীবনের জন্য কাজে আসবে।