একজন ভালো ট্রেডার হতে হলে ডেমো ট্রেডে বেশি বেশি অনুশীলন করতে হবে, যার ফলে ট্রেড ওপেন ও ক্লোজ সম্পর্কে ধারনা আসবে , রিস্ক নিতে পারবে ,মার্কেট সম্পর্কে ধারণা আসবে । তাই ভালো ট্রেডার হতে হলে ডেমো ট্রেড করতে হবে।
Printable View
একজন ভালো ট্রেডার হতে হলে ডেমো ট্রেডে বেশি বেশি অনুশীলন করতে হবে, যার ফলে ট্রেড ওপেন ও ক্লোজ সম্পর্কে ধারনা আসবে , রিস্ক নিতে পারবে ,মার্কেট সম্পর্কে ধারণা আসবে । তাই ভালো ট্রেডার হতে হলে ডেমো ট্রেড করতে হবে।
একজন ভাল মানের ট্রেডারের বেশ কিছু গুনাবলি থাকা প্রয়োজন। অধ্যবসায়, কঠোর পরিশ্রমী, ধেয্যশীল সততা, দক্ষতা, নতুন কিছু জানার ও শিখার ইচ্ছা। যখন একজন ট্রেডারের মধ্যে এই গুনগুলো থাকবে এবং সে ট্রেড করার পূর্বে এই গুনগুলোর যথাযথ প্রয়োগ করে ট্রেড করবেন তখন তার ভুল হবার সম্ভাবনা কম থাকবে।
একজন ভাল মানের ফরেক্সার হতে হলে আপনার যে গুনগুলো থাকা দরকার টা হল...... ১। আপনাকে পরিচ্ছমি হতে হবে। ২। আপনাকে সৎ হতে হবে। ৩। আপনাকে ফরেক্স এর উপর অনেক পড়াশুনা করতে হবে......। ৩। আপনাকে দীর্ঘদিন ডেমো অ্যাকাউন্ট এ কাজ করতে হবে......।
একজন ভাল ট্রেডার হতে হলে সর্বপ্রথম আপনার যে গুন থাকতে হবে তা হলো দক্ষতা অর্জন করা। কারন ট্রেডিং দক্ষতা না থাকলে আপনি কখনও এই ব্যবসা করতে পারবেন না, এছাড়া আপনার লোভ না করা, বার বার প্রচেষ্টা করা এবং ধৈর্য ধারন করার মত গুনাবলি থাকতে হবে।
একজন ভাল মানের ট্রেডার হতে হলে অবশ্যই আপনার মধ্যে কয়েকটি গুণ থাকতে হবে। ফরেক্সে আপনার দক্ষতা অর্জন করন্তে হবে। আপনাকে কঠোর পরিশ্রমি এবং ধৈর্যশীল হতে হবে। সেই সাথে আপনাকে লোভ এবং আবেগকে দূরে রাখতে হবে। ধন্যবাদ
একজন ভালো মানের ট্রেডারের সবচাইতে বেশী যে গুণটা থাকা দরকার সেটা হচ্ছে ধৈর্য।কারন ফরেক্স মার্কেটে সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে ধৈর্য।একজন ভালো মানে ট্রেডার কখনোই ধৈর্য হারা হন না।তাদের প্রায় সময় একটি পারফেক্ট এন্ট্রির জন্য কয়েকদিন ধৈর্য ধরে থাকতে হয়।তাছাড়া একজন ভালো ট্রেডারের আরেকটা বিশেষ গুণ হচ্ছে শৃঙ্খলা এবং লোভ থেকে দূরে থাকার দারুণ ক্ষমতা।আর এসব গুণাবলিই একজন ট্রেডারকে ভালো মানের ট্রেডার হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
একজন ট্রেডার কে ভাল ট্রেডার হিসাবে গন্য বা সীকৃত হবার জন্য যে সকল গুন থাকা জরুরী বলে আমি মনে করি তা হল তাকে ধষ্যশীল, ফরেক্স ট্রেডের জন্য দক্ষ বা ভালো জ্ঞানের অধিকারী এবং লোভ এবং আবেগকে নিয়ত্নন করার ক্ষমতা সম্পুন্ন। ধন্যবাদ।
একজন ভালো ট্রেডারের অনেক গুনাবলী থাকে। যেমনঃ একজন ভালো ট্রেডার কখনো ইমোশনাল হয়ে ট্রেড করেন না। তিনি মার্কেট সম্পর্কে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস করে প্রফিট এর মাত্রা বুঝে ট্রেড করেন। একজন ভালো ট্রেডার সর্বদা ধৈয্যশীল ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন হয়ে থাকেন।
একজন ভালো মানের ট্রেডার হতে হলে আপনাকে কঠোর পরিশ্রমী, ধৈয্যশীল এবং জ্ঞান সম্পন্য হতে হবে। আপনাকে স্টাটেজি ফলো করতে হবে অতিরিক্ত ঝুকি নেওয়া থেকে বিরত থাকতে হবে। মানিম্যানেজম্যান ফলো করতে হবে। তাহলেই আপনি একজন ভালো ও দক্ষ ট্রেডারে পরিনত হবেন।
একজন ভাল মানের ট্রেডারের যে গুণাবলি থাকা প্রয়োজন ,
কঠোর প্ররিশরম, ধৈর্য ,সততা। লস মেনে নেওয়ার ক্ষমতা। ধৈর্য সহকারে ট্রেড করা। স্টপ লস টেক প্রফিট ব্যবহার করা। মানি ম্যানেজমেন্ট মেনে চলা।